সাম্প্রতিক সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তজার্তিক বিষয়াবলী
  • বর্তমানে ইউনেস্কো ঘোষিত সর্বমোট বিশ্ব ঐতিহ্য কয়টি?
    Ans: ১,২৪৮।
    Last Updated: 03-08-2025
  • Numbio নিরাপত্তা সূচক ২০২৫ অনুযায়ী শীর্ষ দেশ কোনটি?
    Ans: অ্যান্ডোরা।
    Last Updated: 03-08-2025
  • ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ কত?
    Ans: ৩০.৩২ বিলিয়ন ডলার।
    Last Updated: 03-08-2025
  • বাংলাদেশের প্রথম বায়োমেট্রিক মেটাল ক্রেডিট কার্ড চালু করে কোন ব্যাংক?
    Ans: ইস্টার্ন ব্যাংক পিএলসি।
    Last Updated: 03-08-2025
  • ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে কত ডলারের পণ্য রপ্তানি করে? ৮৬৯ কোটি ডলার। (২০২৩-২৪ অর্থবছরে ৭৬০ কোটি ডলার)
    Ans:
    Last Updated: 03-08-2025
  • যুক্তরাষ্ট্রে বাংলাদেশ থেকে পোশাক রপ্তানিতে শুল্কহার কত?
    Ans: ৩৬.৫%। (BGMEA)
    Last Updated: 03-08-2025
  • অ্যাপল AI ফিচারের জন্য কোন প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্ব করেছে?
    Ans: OpenAl.
    Last Updated: 03-08-2025
  • ২০২৫ সালের জুলাই মাসে রেমিট্যান্স আয় কত হয়েছে?
    Ans: ২৩৬ কোটি ৮০ লাখ ডলার।
    Last Updated: 03-08-2025
  • প্রবাসী শ্রমিকদের সুরক্ষা ও অধিকার নিশ্চিত করতে কোন দেশের সাথে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ?
    Ans: সৌদি আরব।
    Last Updated: 03-08-2025
  • বাংলাদেশে মানুষের প্রয়োজনের কত শতাংশ ওষুধ দেশেই তৈরি হয়?
    Ans: প্রায় ৯৮ শতাংশ।
    Last Updated: 03-08-2025
  • বিশ্বসাঁতার চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হচ্ছে?
    Ans: সিঙ্গাপুর
    Last Updated: 31-07-2025
  • ফ্রান্স-যুক্তরাজ্যের পর G-7 ভুক্ত কোন দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে?
    Ans: কানাডা।
    Last Updated: 31-07-2025
  • অলিম্পিকের ইতিহাসে এককভাবে সর্বোচ্চ মোট পদক বিজয়ের রেকর্ড কার?
    Ans: যুক্তরাষ্ট্রের সাঁতারু মাইকেল ফেলপস (২৮টি পদক- ২৩টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জ)
    Last Updated: 31-07-2025
  • 'নালা' অ্যাপ কোন দেশভিত্তিক প্রতিষ্ঠান?
    Ans: যুক্তরাজ্য।
    Last Updated: 31-07-2025
  • প্রবাসীদের নিরাপদ রেমিট্যান্স সেবা দিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করা মানি ট্রান্সফার অ্যাপ এর নাম কী?
    Ans: নালা (NALA) I
    Last Updated: 31-07-2025
  • ২০২৪-২৫ অর্থবছরে দেশের চামড়ার জুতা রপ্তানির মূল্য কত ছিল?
    Ans: ৬৭ কোটি ডলার। (ইপিবি)
    Last Updated: 31-07-2025
  • ২০২৪ সালে বাংলাদেশে বিনিয়োগে শীর্ষ দেশ কোনটি?
    Ans: যুক্তরাজ্য।
    Last Updated: 31-07-2025
  • ২০২৬ সালের উইম্যান্স এশিয়া কাপ কোথায় অনুষ্ঠিত হতে যাচ্ছে?
    Ans: অস্ট্রেলিয়া
    Last Updated: 30-07-2025
  • দেশে 'দ্বিতীয় সংসদ' বা 'মিনি সংসদ' হিসেবে পরিচিত কী?
    Ans: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)
    Last Updated: 30-07-2025
  • সম্প্রতি রাশিয়ার পূর্ব উপকূলে কত মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে?
    Ans: ৮.৮।
    Last Updated: 30-07-2025
  • ২০২৬ সালের বৈশ্বিক প্রবৃদ্ধির হার কত হবে?
    Ans: ৩.১%। (IMF-এর পূর্বাভাস অনুযায়ী)
    Last Updated: 30-07-2025
  • ২০২৫ সালের বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির হার কত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে IMF?
    Ans: ৩.০%।
    Last Updated: 30-07-2025
  • সরকার সম্প্রতি কোন দুটি দেশ থেকে ২ কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত নিয়েছে?
    Ans: সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়া। (মোট ব্যয়ঃ ৯৮৯ কোটি টাকা)
    Last Updated: 30-07-2025
  • বাংলাদেশে সম্প্রতি ২৫০ মি. ড. বিনিয়োগের ঘোষণা দিয়েছে কোন হংকংভিত্তিক কোম্পানি?
    Ans: হানডা ইন্ডাস্ট্রিজ।
    Last Updated: 30-07-2025
  • ২০২৪-২৫ অর্থবছরে পেট্রোবাংলার রাজস্ব আয় কত ছিলো?
    Ans: ৫৪ হাজার ১১৭ কোটি টাকা
    Last Updated: 30-07-2025
  • চট্টগ্রাম বন্দরে চালু হওয়া নতুন ডিজিটাল পেমেন্ট পদ্ধতিটি কোন প্রযুক্তির ভিত্তিতে তৈরি?
    Ans: এপিআই (API)
    Last Updated: 29-07-2025
  • বাংলাদেশের সংবিধানের বিতর্কিত ৭০ অনুচ্ছেদে কী নিয়ে আলোচনা হয়েছে?
    Ans: সংসদ সদস্যদের ফ্লোর ক্রসিং।
    Last Updated: 29-07-2025
  • ইউরোপীয় ইউনিয়নের সাথে কত শতাংশ শুল্ক চুক্তি করেছে যুক্তরাষ্ট্র?
    Ans: ১৫%
    Last Updated: 29-07-2025
  • ২০২৫ সালের হিসেবে বিশ্বের সবচেয়ে বেশি ধনী ব্যক্তি কোন দেশে বসবাস করেন?
    Ans: যুক্তরাষ্ট্র (দ্বিতীয়- চীন)। [সূত্র: হেনলি অ্যান্ড পার্টনার্স]
    Last Updated: 29-07-2025
  • সর্বশেষ জরিপ অনুযায়ী সুন্দরবনে বাঘের সংখ্যা কত?
    Ans: ১২৫টি।
    Last Updated: 29-07-2025
Showing 91 to 30 of 4174 entries


Tags

current affairs pdf, current affairs bangladesh, current affairs bangla, current affairs বাংলা, সাম্প্রতিক তথ্য, সাম্প্রতিক বিশ্ব, সাম্প্রতিক বাংলাদেশ, সাম্প্রতিক খবর, অতি সাম্প্রতিক সাধারণ জ্ঞান, অতি সাম্প্রতিক প্রশ্ন,বাংলাদেশ ও সাম্প্রতিক বিশ্ব, বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রবাহ, বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রবাহ pdf, সাম্প্রতিক প্রশ্ন ও উত্তর, সাম্প্রতিক প্রশ্ন ও সমাধান, সাম্প্রতিক আন্তর্জাতিক, সাম্প্রতিক ইস্যু, সাম্প্রতিক প্রশ্নোত্তর, সাম্প্রতিক এম সি কিউ, সাম্প্রতিক বিশ্বের খবর, সাম্প্রতিক গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান,সাম্প্রতিক চুক্তি, সাম্প্রতিক চাকরির পরীক্ষার প্রশ্ন

Latest News & Events