সাম্প্রতিক সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তজার্তিক বিষয়াবলী
  • বর্তমানে ইপিজেডে উৎপাদিত পণ্য বিশ্বের কতটি দেশে রপ্তানি হচ্ছে?
    Ans: ১২০টির বেশি।
    Last Updated: 25-07-2025
  • ইয়ারলুং ঝাংবো নদী ভারত অংশে কী নামে পরিচিত?
    Ans: ব্রহ্মপুত্র। (বাংলাদেশে যমুনা)
    Last Updated: 24-07-2025
  • চীন কোন নদীর উপত্যকায় বিশ্বের সবচেয়ে বড় পানিবিদ্যুৎ প্রকল্প নির্মাণ করছে?
    Ans: ইয়ারলুং ঝাংবো।
    Last Updated: 24-07-2025
  • সৌদি আরব সিরিয়ায় কত মূল্যের বিনিয়োগ চুক্তি স্বাক্ষরের লক্ষ্য নিয়েছে?
    Ans: ৪ বিলিয়ন ডলার।
    Last Updated: 24-07-2025
  • ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ ভারতে কত ডলারের পণ্য রপ্তানি করে?
    Ans: ১৮১ কোটি ৫১ লাখ ডলার।
    Last Updated: 24-07-2025
  • ২০২৪-২৫ অর্থবছরে বেপজার পণ্য রপ্তানিতে প্রবৃদ্ধির পরিমাণ কত?
    Ans: ১৬.২২%।
    Last Updated: 24-07-2025
  • দেশের জ্বালানি চাহিদা মেটাতে সরকার সিঙ্গাপুর থেকে কী পরিমাণ এলএনজি আমদানির সিদ্ধান্ত নিয়েছে?
    Ans: ২ কার্গো এলএনজি। (খরচ: ১ হাজার ৩৫ কোটি ৭৩ লাখ টাকা)
    Last Updated: 24-07-2025
  • সম্প্রতি চীনের হুজু ব্যাংকের সাথে বাংলাদেশের কোন ব্যাংকের চুক্তি হয়েছে?
    Ans: এক্সিম ব্যাংক
    Last Updated: 24-07-2025
  • সম্প্রতি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভেটো দেওয়ার ক্ষমতা সংস্কারের প্রস্তাব কে বা কারা দিয়েছে?
    Ans: মালয়েশিয়া ও আসিয়ানভুক্ত দেশগুলো।
    Last Updated: 23-07-2025
  • ইউরোপীয় ইউনিয়ন (EU) কবে রাশিয়ার তেল ও জ্বালানি শিল্পে নতুন নিষেধাজ্ঞা আরোপ করে?
    Ans: ১৮ জুলাই ২০২৫।
    Last Updated: 23-07-2025
  • জাপান কোন দেশে ৫৫০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে?
    Ans: যুক্তরাষ্ট্র।
    Last Updated: 23-07-2025
  • ২০২৪-২৫ অর্থবছরে দেশে মোট কত মার্কিন ডলারের পণ্য আমদানি হয়েছে?
    Ans: ৬১ বিলিয়ন। (২০২৩-২৪ অর্থবছরের চেয়ে ৭% কম)
    Last Updated: 23-07-2025
  • ইলন মাস্কের নিউরালিংকের প্রতিদ্বন্দ্বী আনল চীন, তাদের প্রযুক্তির নাম কী?
    Ans: বেইনাও-১ (Beinao-1)
    Last Updated: 22-07-2025
  • খ্রিষ্টপূর্ব ১২৭৪ সালে সংঘটিত প্রাচীনতম নথিভুক্ত যুদ্ধের নাম কী?
    Ans: কাদেশ যুদ্ধ
    Last Updated: 22-07-2025
  • কোন নদীর উজানে চীন বিশ্বের সবচেয়ে বড় বাঁধ নির্মাণ করছে?
    Ans: ব্রহ্মপুত্রের উজানে।
    Last Updated: 22-07-2025
  • জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ এর স্লোগান কী?
    Ans: অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি।
    Last Updated: 22-07-2025
  • চীনের ইয়ারলুং জাংবো নদী আসামে পৌঁছে কী নামে পরিচিত হয়?
    Ans: ব্রহ্মপুত্র।
    Last Updated: 22-07-2025
  • জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) তথ্য মতে, ২০২৪-২০২৫ অর্থবছরে মোট আমদানির পরিমাণ কত?
    Ans: ৬১ বিলিয়ন।
    Last Updated: 22-07-2025
  • কোন দেশকে হারিয়ে অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয় করে বাংলাদেশ?
    Ans: নেপাল (৪-০ গোলে হারিয়ে)
    Last Updated: 22-07-2025
  • বাংলাদেশ সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর যৌথ সামরিক মহড়াটির নাম কী?
    Ans: টাইগার লাইটনিং।
    Last Updated: 22-07-2025
  • World Investment Report 2025 অনুযায়ী, বিনিয়োগ প্রাপ্তিতে শীর্ষ দেশ কোনটি?
    Ans: যুক্তরাষ্ট্র।
    Last Updated: 22-07-2025
  • 'বেবি গ্রক' নামে শিশুবান্ধব অ্যাপটি কোন প্রতিষ্ঠানের উদ্যোগে তৈরি করা হচ্ছে?
    Ans: এক্সএআই (XAI)।
    Last Updated: 21-07-2025
  • বাংলাদেশ ব্যাংকের নতুন নির্বাহী পরিচালকের (ইডি) নাম কি?
    Ans: সাব্বির আলম।
    Last Updated: 21-07-2025
  • ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ঢাকায় আসছেন কবে?
    Ans: ৩০ আগস্ট।
    Last Updated: 21-07-2025
  • বাংলাদেশ আগামী পাঁচ বছরে যুক্তরাষ্ট্র থেকে কত টন গম আমদানির পরিকল্পনা করেছে?
    Ans: ৭ লাখ টন।
    Last Updated: 21-07-2025
  • পাঁচটি ইউনিট সচল থাকায় কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রে বর্তমানে কত মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে?
    Ans: ২২০ মেগাওয়াট। (বছরের সর্বোচ্চ)
    Last Updated: 21-07-2025
  • বরেণ্য ভাস্কর হামিদুজ্জামান খান মৃত্যুবরণ করেন কবে?
    Ans: ২০ জুলাই, ২০২৫।
    Last Updated: 21-07-2025
  • হামাসের বর্তমান সামারিক শাখার মুখপাত্র কে?
    Ans: আবু উবাইদা।
    Last Updated: 20-07-2025
  • সম্প্রতি ইসরায়েল সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ও প্রেসিডেন্টের প্রাসাদের কাছে ব্যাপক হামলা চালায় কবে?
    Ans: ১৬ জুলাই ২০২৫
    Last Updated: 20-07-2025
  • দেশের প্রথম সোশ্যাল কারেন্সি কার্ড চালু করেছে কোন ব্যাংক?
    Ans: ইস্টার্ন ব্যাংক।
    Last Updated: 20-07-2025
Showing 151 to 30 of 4174 entries


Tags

current affairs pdf, current affairs bangladesh, current affairs bangla, current affairs বাংলা, সাম্প্রতিক তথ্য, সাম্প্রতিক বিশ্ব, সাম্প্রতিক বাংলাদেশ, সাম্প্রতিক খবর, অতি সাম্প্রতিক সাধারণ জ্ঞান, অতি সাম্প্রতিক প্রশ্ন,বাংলাদেশ ও সাম্প্রতিক বিশ্ব, বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রবাহ, বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রবাহ pdf, সাম্প্রতিক প্রশ্ন ও উত্তর, সাম্প্রতিক প্রশ্ন ও সমাধান, সাম্প্রতিক আন্তর্জাতিক, সাম্প্রতিক ইস্যু, সাম্প্রতিক প্রশ্নোত্তর, সাম্প্রতিক এম সি কিউ, সাম্প্রতিক বিশ্বের খবর, সাম্প্রতিক গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান,সাম্প্রতিক চুক্তি, সাম্প্রতিক চাকরির পরীক্ষার প্রশ্ন

Latest News & Events