সাম্প্রতিক সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তজার্তিক বিষয়াবলী
  • স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক কে ছিলেন? 
    Ans: জাকারিয়া পিন্টু। (মৃত্যু: ১৮ নভেম্বর, ২০২৪)
    Last Updated: 20-11-2024
  • জাতিসংঘের সর্বজনীন ঘোষণাপত্রে কতটি অনুচ্ছেদ রয়েছে? 
    Ans: ৩০টি।
    Last Updated: 20-11-2024
  • ময়নামতি ওয়ার সিমেট্রি'তে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত কতজন সেনাকে সমাহিত করা হয়?
    Ans: বিশ্বের ১৩টি দেশের ৭৩৭ জন সৈনিককে সমাহিত করা হয়।
    Last Updated: 20-11-2024
  • বাংলাদেশের প্রথম নারী জাতীয় অধ্যাপক কে?
    Ans: ভাষা সৈনিক অধ্যাপক ড. সুফিয়া আহমেদ। (জন্ম: ২০ নভেম্বর, ১৯৩২)
    Last Updated: 20-11-2024
  • বর্তমানে দেশে দৈনিক গ্যাসের চাহিদা কত? 
    Ans: ৪০০ কোটি ঘনফুট। (বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা)
    Last Updated: 19-11-2024
  • সম্প্রতি কোন দেশে বাণিজ্যিক উদ্দেশ্যে ধর্মীয় প্রতীক ব্যবহার নিষিদ্ধ করা হয়? 
    Ans: সৌদি আরব।
    Last Updated: 19-11-2024
  • ২০২৪ সালে বৈশ্বিকভাবে বেসরকারি নিরাপত্তা সেবার বাজারমূল্য কত হবে? 
    Ans: ২৫০ বিলয়ন ডলার (প্রায়)।
    Last Updated: 19-11-2024
  • জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থার বর্তমান মহাসচিব কে? 
    Ans: রেবেকা গ্র্যান্সপ্যান।
    Last Updated: 19-11-2024
  • শ্রীলঙ্কার বর্তমান প্রধানমন্ত্রীর নাম কী? 
    Ans: হরিণী আমারাসুরিয়া।
    Last Updated: 19-11-2024
  • মুডিস রেটিং-এ বাংলাদেশে ঋণমান- এর বর্তমান অবস্থান- 
    Ans: 'বি১' থেকে 'বি২' এ নামিয়ে আনা হয়েছে।
    Last Updated: 19-11-2024
  • ডোনাল্ড ট্রাম্প আমেরিকার জ্বালানিমন্ত্রী হিসেবে কাকে মনোনীত করেন? 
    Ans: ক্রিস রাইট।
    Last Updated: 18-11-2024
  • পৃথিবীর মোট প্রাকৃতিক গ্যাসের কত শতাংশ রাশিয়ায় মজুত রয়েছে? 
    Ans: ২০ শতাংশ। (সূত্র: ভিজ্যুয়াল ক্যাপিটালিস্ট)
    Last Updated: 18-11-2024
  • ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে চীনা পণ্য আমদানিতে কত শতাংশ শুল্ক আরোপের বার্তা দেয়? 
    Ans: ৬০ শতাংশ।
    Last Updated: 18-11-2024
  • ভিজ্যুয়াল ক্যাপিটালিস্টের তথ্যমতে, প্রাকৃতিক সম্পদের দিক থেকে বিশ্বের শীর্ষ ধনী দেশ কোনটি? 
    Ans: রাশিয়া। (মোট অর্থমূল্য: ৭৫ ট্রিলিয়ন মার্কিন ডলার)
    Last Updated: 18-11-2024
  • সর্বশেষ ৩১তম APEC সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?  
    Ans: পেরু। (সময়কাল: ১০-১৬ নভেম্বর, ২০২৪)
    Last Updated: 18-11-2024
  • কোন প্রযুক্তি কোম্পানি সৌদি আরবে কম্পিউটার কারখানা চালু করার পরিকল্পনা করেছে?  
    Ans: লেনোভো।
    Last Updated: 18-11-2024
  • সম্প্রতি কোন দেশ ১ম বারের মতো হাইপারসনিক ক্ষেপনাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপন করেছে? 
    Ans: ভারত।
    Last Updated: 18-11-2024
  • দেশের প্রথম অনলাইন বাস টার্মিনাল
    Ans: - ২৭ সেপ্টেম্বর ২০২৪ কক্সবাজার সমুদ্রসৈকতে ভ্রমণে আসা পর্যটকদের ভোগান্তি লাঘব, শহরের পরিবহণ খাতে শৃঙ্খলা রক্ষা, যানজট নিরসন, ট্রাফিক অব্যবস্থাপনারোধ এবং যাত্রী সাধারণের হয়রানি রোধে দেশে প্রথমবারের মতো চালু হয় 'অনলাইন বাস টার্মিনাল' সেবা।
    - এ সেবা চালু করেছে কক্সবাজার জেলা পুলিশ ও ট্রাফিক বিভাগ।
    - যার ওয়েব ঠিকানা www.obtcoxsbazar.com
    - অনলাইন বাস টার্মিনাল নামের এ ওয়েব ঠিকানা ব্যবহার করে পর্যটকসহ যেকোনো যাত্রী দেশের যেকোনো প্রান্ত থেকে নিজের পছন্দমতো টিকিট সংগ্রহ করে নির্বিঘ্নে যাতায়াত করতে পারবেন।
    - পাশাপাশি বাসের ফিটনেস যাচাইসহ চালকদের তদারকি, মালিকদের জবাবদিহি নিশ্চিত করে যাত্রীসেবার মানোন্নয়ন, নিরাপত্তা জোরদার ও সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থা নিশ্চিত করা সম্ভব হবে।

    Last Updated: 17-11-2024
  • ইতিহাস গড়ল স্টারশিপ রকেট
    Ans: - ইলন মাস্কের স্পেসএক্সের তৈরি রকেট স্টারশিপ সফলভাবে উৎক্ষেপণের পর সেটির নিম্নাংশ সফলভাবে লঞ্চপ্যাডে ফিরে আসে।
    - ১৩ অক্টোবর ২০২৪ টেক্সাসের বোকাচিকা মহাকাশ কেন্দ্র থেকে রকেটটি উৎক্ষেপণ করে।
    - এটি আকাশে উড়ে যাওয়ার পর এক পর্যায়ে এর স্টারশিপ রকেটটি আলাদা হয়ে অস্ট্রেলিয়ার পশ্চিমে ভারত মহাসাগরে পড়ে। আর সুপার হেভি বুস্টারটি ফিরে আসে স্পেস এক্সের সেই টাওয়ারে যেখান থেকে এটি উৎক্ষেপণ করা হয়।
    - বিশ্বের ইতিহাসে প্রথমবার এ ঘটনা ঘটে বিশ্বে যত রকেট প্রস্তুত হয়, সবগুলোই 'একবার ব্যবহারযোগ্য' ইলন মাস্কের বারবার ব্যবহারযোগ্য রকেট বড় একটি মাইলফলক। 

    Last Updated: 17-11-2024
  • বৃহস্পতির চাঁদে পানির অস্তিত্ব
    Ans: - বৃহস্পতির চাঁদে পানির সন্ধানে ১৪ অক্টোবর ২০২৪ মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা 'নাসা' মহাকাশযান পাঠায়।
    - বিজ্ঞানীদের ধারণা, সেখানে গোপন সমুদ্র রয়েছে।
    - স্পেসএক্সের ফ্যালকন রকেট বৃহস্পতির চাঁদ ইউরোপার দিকে পাড়ি দেয়। সাড়ে পাঁচ বছর পর মহাকাশযানটি সেখানে পৌঁছাতে পারবে।
    - এ অভিযানের নাম দেওয়া হয় 'ইউরোপা ক্লিপার'।
    - উৎক্ষেপণের পর ক্লিপার মহাকাশযান প্রায় ছয় বছর একটানা মহাকাশে ভ্রমণ করবে এবং ২০৩০ সালের এপ্রিলে এটি ইউরোপার কক্ষপথে পৌঁছাবে।

    Last Updated: 17-11-2024
  • সর্বাধিক রান এখন মুশফিকের
    Ans: - আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের জার্সিতে সর্বোচ্চ রানের মালিক এখন মুশফিকুর রহিম।
    - ২১ সেপ্টেম্বর ২০২৪ চেন্নাইয়ে ভারতের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে রানের খাতা খুলতেই এ মাইলফলক স্পর্শ করেন মিস্টার ডিপেন্ডেবল। ছাড়িয়ে যান তিন ফরম্যাট মিলিয়ে তামিম ইকবালের করা ১৫,১৯২ রানের রেকর্ড।
    - বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ৯২ টেস্টে ৫,৯৬১ রান, ২৭১ ওয়ানডেতে ৭,৭৯২ রান অন্যদিকে টি-২০তে ১০২ ম্যাচে করেন ১,৫০০ রান।
    - সবমিলিয়ে মুশফিকের রান ১৫,২৫৩।

    Last Updated: 17-11-2024
  • দেশের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার
    Ans: - দেশের ফিদে মাস্টার থেকে আন্তর্জাতিক মাস্টার হন নারায়ণগঞ্জের মনন রেজা।
    - আন্তজার্তিক মাস্টার হওয়ার পথে মনন ভেঙেছে গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদের রেকর্ড।
    - ১৫ বছর ৫ মাসে তিনি আন্তর্জাতিক মাস্টার (IM) হন।
    - আর মনন রেজা আন্তর্জাতিক মাস্টার হন ১৪ বছর ৩ মাস বয়সে।
    - সে হিসেবে মননই দেশের সবচেয়ে কম বয়সি আন্তর্জাতিক মাস্টার।
    - হাঙ্গেরির বুদাপেস্টে অনুষ্ঠানরত ৪৫তম দাবা অলিম্পিয়াডে গ্র্যান্ডমাস্টার প্রতিযোগিতায় নিজের তৃতীয় ও শেষ আন্তর্জাতিক নর্মটি হয় তার।
    - উল্লেখ্য, (FIDE) উপাধি হলো আন্তর্জাতিক দাবা ফেডারেশন (FIDE) কর্তৃক দাবাড়দের দক্ষতা ও কৃতিত্বকে স্বীকৃতি দেওয়ার জন্য প্রদত্ত আনুষ্ঠানিক উপাধি। প্রধান FIDE উপাধিগুলো হলো গ্রান্ড মাস্টার (GM), আন্তর্জাতিক মাস্টার (IM), ফিদে মাস্টার (FM) এবং ক্যান্ডিটে মাস্টার (CM)।
    - বাংলাদেশে এ পর্যন্ত পাঁচজন গ্রান্ড মাস্টার (GM) এবং মননকে নিয়ে আন্তর্জাতিক মাস্টারের (IM) সংখ্যা দাঁড়াল পাঁচ জনে।

    Last Updated: 17-11-2024
  • ম্যালেরিয়ামুক্ত মিসর
    Ans: - ২০ অক্টোবর ২০২৪ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) মিসরকে ম্যালেরিয়ামুক্ত ঘোষণা করে।
    - মিসরীয় কর্তৃপক্ষ প্রায় ১০০ বছর ধরে প্রাণঘাতী মশাবাহিত এ সংক্রামক রোগ নির্মূল করার জন্য চেষ্টা করছে।
    - সংযুক্ত আরব আমিরাত এবং মরক্কোর পরে মিসরই পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলে WHO'র প্রত্যয়িত ম্যালেরিয়ামুক্ত তৃতীয় দেশ।
    - প্রতি বছর বিশ্বব্যাপী প্রায় ৬ লাখ মানুষ এ রোগে মারা যায়।
    - এর জন্য বেশিরভাগ মৃত্যুর ঘটনা ঘটে আফ্রিকা মহাদেশে।
    - বৈশ্বিকভাবে এখন পর্যন্ত ৪৪ দেশ ও একটি অঞ্চল ম্যালেরিয়ামুক্ত হওয়ার মাইলফলক অর্জন করেছে।
    - ম্যালেরিয়া হলো একটি মশাবাহিত সংক্রামক রোগ যা স্ত্রী-অ্যানোফিলিস মশার কামড়ের মাধ্যমে মানুষের বের শরীরে সংক্রামিত হয়।

    সর্বশেষ ম্যালেরিয়ামুক্ত ৫টি দেশ:

    মিসর - ২০ অক্টোবর ২০২৪
    কেপ ভার্দে - ১২ জানুয়ারি ২০২৪
    আজারবাইজান - ২৯ মার্চ ২০২৩
    তাজিকিস্তান - ২৯ মার্চ ২০২৩
    বেলিজ - ২১ জুন ২০২৩


    Last Updated: 17-11-2024
  • এমপক্স শনাক্তের পরীক্ষা অনুমোদন
    Ans: - ৪ অক্টোবর ২০২৪ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) প্রথমবারের মতো এমপক্স শনাক্তকরণ পরীক্ষাপদ্ধতি ব্যবহারের অনুমোদন দেয়।
    - এতে এমপক্স সংক্রমণের শিকার দেশগুলোর জন্য গুরুত্বপূর্ণ এ পরীক্ষাপদ্ধতি ব্যবহারের সুযোগ পাবে।
    - আফ্রিকার দেশ গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোয় প্রথম এমপক্স ভাইরাস শনাক্ত হয়।
    - এমপক্স ছড়িয়ে পড়া নিয়ে উদ্বেগের প্রেক্ষাপটে ১৪ আগস্ট ২০২৪ WHO বিশ্বজুড়ে জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করে।
    - ১৩ সেপ্টেম্বর ২০২৪ বৈশ্বিক প্রাদুর্ভাবের মধ্যে এমপক্স টিকার প্রথম অনুমোদন দেয়।

    Last Updated: 17-11-2024
  • সুন্দরবনে বাঘ এখন ১২৫টি
    Ans: - বাঘের একমাত্র আশ্রয়স্থল সুন্দরবনে বাঘ এখন ১২৫টি।
    - ৮ অক্টোবর ২০২৪ বন বিভাগ থেকে আনুষ্ঠানিকভাবে বাঘের সংখ্যা এবং এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়।
    - ২০২৩ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের মার্চে সুন্দরবনে এ জরিপ পরিচালনা করা হয়।
    - বনের ২,২৪০ বর্গকিলোমিটার এলাকাজুড়ে এ জরিপ চালানো হয়।
    - সেখানে স্থাপন করা হয় মোট ৬৫৭টি ক্যামেরা ফাঁদ।
    - এসব ক্যামেরায় ৮৪টি বাঘের ছবি শনাক্ত করে আর বাকি ৪১টি শনাক্ত করা হয় বাঘের পায়ের ছাপ (পাগমার্ক) চিহ্নিত করে।
    - ৮৪টি বাঘের মধ্যে ২১টি নারী ও ৬২টি পুরুষ বাঘ রয়েছে।
    - ১৯৭৫ সালে সুন্দরবনে প্রথমবারের মতো বাঘ শুমারি অনুষ্ঠিত হয়।
    - ২০০৪ সালে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (UNDP) সহায়তায় বন বিভাগ পাগমার্ক (পায়ের ছাপ) পদ্ধতির ওপর ভিত্তি করে পরিচালিত জরিপে ৪৪০টি রয়েল বেঙ্গল টাইগার গণনা করে।
    - এর আগে ২০১৮ সালে ক্যামেরা ট্র্যাপিং পদ্ধতির মাধ্যমে বাঘ শুমারি করে বন বিভাগ জানায়, সুন্দরবনে বাঘের সংখ্যা ১১৪টি।
    - বর্তমানে মাত্র ১৩টি দেশে বাঘের অস্তিত্ব টিকে রয়েছে।

    Last Updated: 17-11-2024
  • নতুন স্তন্যপায়ী প্রাণী
    Ans: - সম্প্রতি বাংলাদেশের বন্যপ্রাণী তালিকায় একটি স্তন্যপায়ী প্রাণী যোগ হয়।
    - এর নাম দেওয়া হয় 'বড় পাতানাক বাদুড়'।
    - এর ইংরেজি নাম Great Roundleaf Bat এবং বৈজ্ঞানিক নাম Hipposideros armiger.

    - প্রখ্যাত বন্যপ্রাণী গবেষক, লেখক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মনিরুল খান বাংলাদেশে সর্বপ্রথম এ বাদুড়ের ছবিটি তার ক্যামেরায় ধারণ করেন।
    - বাদুড়টি মাথা থেকে লেজ পর্যন্ত ৯৮ মিলিমিটার, ঊর্ধ্ববাহুর দৈর্ঘ্য ৯০ মিলিমিটার এবং লেজ প্রায় ৫০ মিলিমিটার।
    - মুখের দুই পাশে চার জোড়া করে সংযুক্ত লিফলেট দেখে অন্য বাদুড়ের জাত থেকে এটি আলাদা করা যায়।
    - হিমালয়ান বড় পাতানাক বাদুড় ভারতের আসাম, মিজোরাম ও পশ্চিমবঙ্গে দেখা যায়।
    - এছাড়া মিয়ানমার, থাইল্যান্ড, মালয়েশিয়ায় এ বাদুড় নথিভুক্ত হয়।

    Last Updated: 17-11-2024
  • দেশে নদী বন্দর এখন মোট ৫৩টি
    Ans:

    - ৯ সেপ্টেম্বর ১৯৬০ তৎকালীন পূর্ব পাকিস্তানে (বর্তমান বাংলাদেশে) প্রথম ৬টি স্থানকে নদী বন্দর ঘোষণা করা হয়।
    - সর্বশেষ ১৪ অক্টোবর ২০২৪ প্রজ্ঞাপন জারি করে কুড়িগ্রামের চিলমারী নদী বন্দরকে দেশের ৫৩তম নদী বন্দর ঘোষণা করা হয়।

    সর্বশেষ ঘোষিত ৪টি নদী বন্দর নাম প্রজ্ঞাপন জারি গেজেট প্রকাশ:

    ৫০. ভোলাগঞ্জ নদী বন্দর (সিলেট) - ৩১ জুলাই ২০২৪ - ৬ আগস্ট ২০২৪
    ৫১. গোয়াইনঘাট নদী বন্দর (সিলেট) - ১ অক্টোবর ২০২৪ - ৭ অক্টোবর ২০২৪
    ৫২. সিলেট নদী বন্দর (সিলেট) - ৮ অক্টোবর ২০২৪ - ১৫ অক্টোবর ২০২৪
    ৫৩. চিলমারী নদী বন্দর (কুড়িগ্রাম) - ১৪ অক্টোবর ২০২৪ - ১৬ অক্টোবর ২০২৪ 


    Last Updated: 17-11-2024
  • ইউনেস্কো-হামদান পুরস্কার
    Ans: - বিশ্বব্যাপী শিক্ষাদান এবং শেখার মানকে উন্নত করতে উদ্ভাবনী অনুশীলনগুলোকে বিশেষভাবে গুরুত্ব দেওয়ার জন্য প্রতি দুই বছর অন্তর ইউনেস্কোর পক্ষ থেকে 'ইউনেস্কো-হামদান' পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।
    - ২০০৮ সালে শিক্ষক উন্নয়নের জন্য ইউনেস্কো-হামদান পুরস্কার প্রবর্তন করা হয়।
    - ৪ অক্টোবর ২০২৪ বাংলাদেশ, ব্রাজিল এবং টোগো থেকে তিনটি উদ্ভাবনী প্রোগ্রাম শিক্ষক উন্নয়নের জন্য ইউনেস্কো-হামদান পুরস্কার বিজয়ী ঘোষণা করা হয়। যার একটি বাংলাদেশের উন্নয়ন সংস্থা 'গুড নেইবারস বাংলাদেশ (GNB)'। এর মাধ্যমে প্রথমবারের মতো এ পুরস্কারটি অর্জন করল বাংলাদেশ।
    - পুরস্কারের পরিমাণ ৩,০০,০০০ মার্কিন ডলার যা তিনজন বিজয়ীর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হয়।

    Last Updated: 17-11-2024
  • বৈশ্বিক বহুমাত্রিক দারিদ্র্য সূচক
    Ans: ২০২৪ সালের বৈশ্বিক বহুমাত্রিক দারিদ্র্য সূচক (MPI) প্রকাশিত হয়েছে, যা জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP) প্রকাশ করেছে।
    • অন্তর্ভুক্ত দেশ: ১১২টি। 

    প্রতিবেদন অনুযায়ী:

    • বিশ্বে ৫৮.৪০ কোটি শিশু দারিদ্র্যতার মধ্যে বসবাস করছে। যা বিশ্বের মোট শিশুর ২৭.৯%।
    • বিশ্বের প্রাপ্তবয়স্ক মানুষের ১৩.৫% দরিদ্র।
    • চরম দারিদ্র্যের মধ্যে থাকা ৪৫.৫০ কোটি মানুষ সংঘাত-সহিংসতার মধ্যে বসবাস করে।
    • বিশ্বের ১১০ কোটি মানুষ চরম দারিদ্র্যের মধ্যে বসবাস করছে।
    • দক্ষিণ এশিয়ায় ২৭.২০ কোটি দরিদ্র মানুষ এমন পরিবারে বাস করে, যে পরিবারের অন্তত একজন মানুষ অপুষ্টিতে ভুগছেন।

    বিশ্বে দরিদ্র মানুষের বসবাসে শীর্ষ ৫ দেশ-
    ১. ভারত (২৩৪ মিলিয়ন)
    ২. পাকিস্তান (৯৩ মিলিয়ন)
    ৩. ইথিওপিয়া (৮৬ মিলিয়ন)
    ৪. নাইজেরিয়া (৭৪ মিলিয়ন)
    ৫. গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র (৬৬ মিলিয়ন)।

    • বাংলাদেশে চরম দারিদ্র্যের মধ্যে বসবাস করে ৪.১৭ কোটি মানুষ। তাদের মধ্যে অতি মানবেতর জীবনযাপন করে ৬.৫%।

    Last Updated: 17-11-2024
  • বর্তমানে স্মার্টফোন বিক্রিতে বিশ্ব বাজারে কোন কোম্পানি শীর্ষস্থানে রয়েছে?
    Ans: স্যামসাং।
    Last Updated: 17-11-2024
Showing 1951 to 30 of 4174 entries


Tags

current affairs pdf, current affairs bangladesh, current affairs bangla, current affairs বাংলা, সাম্প্রতিক তথ্য, সাম্প্রতিক বিশ্ব, সাম্প্রতিক বাংলাদেশ, সাম্প্রতিক খবর, অতি সাম্প্রতিক সাধারণ জ্ঞান, অতি সাম্প্রতিক প্রশ্ন,বাংলাদেশ ও সাম্প্রতিক বিশ্ব, বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রবাহ, বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রবাহ pdf, সাম্প্রতিক প্রশ্ন ও উত্তর, সাম্প্রতিক প্রশ্ন ও সমাধান, সাম্প্রতিক আন্তর্জাতিক, সাম্প্রতিক ইস্যু, সাম্প্রতিক প্রশ্নোত্তর, সাম্প্রতিক এম সি কিউ, সাম্প্রতিক বিশ্বের খবর, সাম্প্রতিক গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান,সাম্প্রতিক চুক্তি, সাম্প্রতিক চাকরির পরীক্ষার প্রশ্ন

Latest News & Events