সাম্প্রতিক সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তজার্তিক বিষয়াবলী
  • বৈশ্বিক উদ্ভাবনী সূচক ২০২৪
    Ans: প্রকাশক: World Intellectual Property Organization (WIPO)
    অন্তর্ভুক্ত দেশ: ১৩৩

    সূচক অনুযায়ী-- 

    শীর্ষ ৫ দেশ:
    ১. সুইজারল্যান্ড
    ২. সুইডেন
    ৩. যুক্তরাষ্ট্র
    ৪. সিঙ্গাপুর
    ৫. যুক্তরাজ্য

    সর্বনিম্ন ৫ দেশ:
    ১৩৩. অ্যাঙ্গোলা
    ১৩২. নাইজার
    ১৩১. মালি
    ১৩০. ইথিওপিয়া
    ১২৯. বোরকিনা ফাসো

    সার্কভুক্ত দেশের অবস্থান:
    ৩৯. ভারত
    ৮৯. শ্রীলংকা
    ৯১. পাকিস্তান
    ১০৬. বাংলাদেশ
    ১০৯. নেপাল

    ৭টি উপসূচকে বাংলাদেশের অবস্থান

    প্রাতিষ্ঠানিক: ১০৯তম
    মানবসম্পদ ও গবেষণা: ১২৮তম
    অবকাঠামো: ৮৬তম
    পরিশীলিত বাজার: ৯২তম
    পরিশীলিত ব্যবসা: ১২৬তম
    জ্ঞান ও প্রযুক্তি: ৯২তম
    সৃজনশীলতা: ৮৮তম। 

    Last Updated: 10-11-2024
  • ওষুধ রপ্তানিতে বাংলাদেশ
    Ans: - বিশ্বের অন্তত ১৫৭টি দেশে ওষুধ রপ্তানি করে।
    - এশিয়ার ৪৩টি, দক্ষিণ আমেরিকার ২৬টি, উত্তর আমেরিকার ৬টি, আফ্রিকার ৩৯টি, ইউরোপের ৩৮টি ও অস্ট্রেলিয়ার ৫টি দেশে বাংলাদেশের ওষুধ রপ্তানি হয়।

    শীর্ষ ৫ দেশ (কোটি ডলার):
    দেশ ⇒ (২০২২-২৩) ⇒ ২০২৩-২৪) 
    মিয়ানমার ⇒ ২.৫৮ ⇒ ১.৮১
    শ্রীলংকা ⇒ ২.১৯ ⇒ ২.১৩
    যুক্তরাষ্ট্র ⇒ ১.৫২ ⇒ ২.১৯
    ফিলিপাইন ⇒ ১.৫০ ⇒ ১.৬২
    আফগানিস্তান ⇒ ১.০৬ ⇒ ০.৮৯

    বিশ্বে মোট রপ্তানি:
    ২০২২-২৩ ⇒ ১৭.৫৪ কোটি ডলার
    ২০২৩-২৪ ⇒ ১৮.৪২ কোটি ডলার 

    Last Updated: 10-11-2024
  • নোবেল পুরস্কার ২০২৪
    Ans: • মোট বিজয়ী : ১১ জন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান।
    • পুরুষ ১০ ও নারী ১।
    • পুরস্কার- প্রত্যেক বিভাগের নোবেলজয়ী প্রত্যেকে পাবেন একটি মেডেল, একটি সনদপত্র এবং ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা (বাংলাদেশি টাকায় ১২ কোটি ৮০ লাখ)।
    • নোবেলজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে আগামী ১০ ডিসম্বর আলফ্রেড নোবেলের মৃত্যু দিবসে।

    বিষয় ও পুরস্কার প্রাপ্ত ব্যক্তির নাম, দেশ, অবদান ও ঘোষণাকারী প্রতিষ্ঠান:

    চিকিৎসাবিজ্ঞান বা শরীরতত্ত্ব:
    ১) ভিক্টর অ্যামব্রোস (যুক্তরাষ্ট্র)
    ২) গ্যারি রাভকুন (যুক্তরাষ্ট্র)
    অবদান: মাইক্রো আরএনএ আবিষ্কার এবং ট্রান্সক্রিপশন পরবর্তী জিন নিয়ন্ত্রণে। 
    ঘোষণা: ক্যারোলিনস্কা ইনস্টিটিউট


    পদার্থবিজ্ঞান:
    ১) জন জে হপফিল্ড (যুক্তরাষ্ট্র)
    ২) জিওফ্রে ই হিন্টন (কানাডা)
    অবদান: কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের মাধ্যমে মেশিন লার্নিং সম্ভবপর করে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আবিষ্কার ও উদ্ভাবনের জন্য। 
    ঘোষণা: দ্য রয়েল সুইডিশ একাডেমি অব সায়েন্স


    রসায়ন:
    ১) ডেভিড বেকার (যুক্তরাষ্ট্র) [অবদান:কম্পিউটেশনাল প্রোটিন ডিজাইনের জন্য] 
    ২) ডেমিস হাসাবিস (যুক্তরাজ্য)
    ৩) জন এম জাম্পার (যুক্তরাজ্য)
    অবদান(২ ও ৩):  প্রোটিনের গঠনে ভবিষ্যদ্বাণীর জন্য
    ঘোষণা: দ্য রয়েল সুইডিশ একাডেমি অব সায়েন্স


    সাহিত্য:
    ১) হান ক্যাং (দ. কোরিয়া)
    অবদান: তীক্ষ্ম কাব্যিক গদ্যের জন্য যা ঐতিহাসিক আঘাতের মুখোমুখি হয়ে মানবজীবনের ভঙ্গুরতা প্রকাশ করে
    ঘোষণা: সুইডিশ একাডেমি


    শান্তি:
    ১) নিহন হিদানকিও (জাপান) [প্রতিষ্ঠান] 
    অবদান: পরমাণু অস্ত্রমুক্ত বিশ্ব অর্জনের প্রচেষ্টায়
    ঘোষণা: নরওয়েজিয়ান নোবেল কমিটি

    অর্থনীতি:
    ১) ড্যারন আসেমোগলু (যুক্তরাষ্ট্র)
    ২) সাইমন জনসন (যুক্তরাষ্ট্র)
    ৩) জেমস রবিনসন (যুক্তরাষ্ট্র)
    অবদান: বিভিন্ন দেশের মধ্যে সম্পদের বৈষম্য নিয়ে গবেষণার জন্য
    ঘোষণা: দ্য রয়‍্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্স

    Last Updated: 10-11-2024
  • 'পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিজঅর্ডার' (PTSD) কী? 
    Ans: পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিজঅর্ডার (PTSD) একটি মানসিক রোগ। বেদনাদায়ক (ট্রমাটিক) কোনো ঘটনার সম্মুখীন হওয়ার ফলে কেউ মানসিকভাবে বিপর্যস্ত হলে তিনি এ অবস্থায় পরিণত হতে পারে।
    Last Updated: 10-11-2024
  • জাতিসংঘ শান্তি রক্ষা মিশন প্রধানের নাম কী? 
    Ans: জাঁ-পিয়েরে ল্যাক্রোইক্স।
    Last Updated: 10-11-2024
  • United Nations Interim Force in Lebanon (UNIFIL) কবে গঠন করা হয়? 
    Ans: ১৯ মার্চ ১৯৭৮।
    Last Updated: 10-11-2024
  • সীমান্ত অচলাবস্থা দূর করতে ভারত-চীন কবে চুক্তি স্বাক্ষর করে? 
    Ans: ২১ অক্টোবর ২০২৪।
    Last Updated: 10-11-2024
  • ২০ অক্টোবর ২০২৪ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) কোন দেশকে ম্যালেরিয়ামুক্ত ঘোষণা করে? 
    Ans: মিসরকে।
    Last Updated: 10-11-2024
  • হ্যারিকেন মিল্টন কবে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আঘাত হানে? 
    Ans: ৯ অক্টোবর ২০২৪।
    Last Updated: 10-11-2024
  • ৩০ সেপ্টেম্বর ২০২৪ ইউরোপের কোন দেশটি সর্বশেষ কয়লার বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দেয়? 
    Ans: যুক্তরাজ্য।
    Last Updated: 10-11-2024
  • ইউরোপের দেশ আলবেনিয়ায় সুফি মুসলিমদের জন্য কী নামে ক্ষুদ্র রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে? 
    Ans: দ্য সভরেন স্টেট অব বেকতাশি অর্ডার।
    Last Updated: 10-11-2024
  • ২১ অক্টোবর ২০২৪ ভিয়েতনামের নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? 
    Ans: লুওং কুওং।
    Last Updated: 10-11-2024
  • লেবাননে ইসরায়েলের নতুন স্থল অভিযানের নাম কী দেওয়া হয়?
    Ans: অপারেশন নর্দান, অ্যারোস।
    Last Updated: 10-11-2024
  • নেভাতিম বিমান ঘাঁটি কোন দেশে অবস্থিত? 
    Ans: ইসরায়েল।
    Last Updated: 10-11-2024
  • মার্কাভা' ট্যাংক কোন দেশের তৈরি? 
    Ans: ইসরায়েল।
    Last Updated: 10-11-2024
  • বিশ্বে পামওয়েল উৎপাদনে দ্বিতীয় অবস্থানে রয়েছে কোন দেশ? 
    Ans: মালয়েশিয়া (প্রথম: ইন্দোনেশিয়া)।
    Last Updated: 10-11-2024
  • ইতিহাসে প্রথমবারের মতো সফলভাবে ঝুলন্ত অবতরণ হওয়া রকেটের নাম কী? 
    Ans: স্টারশিপ।
    Last Updated: 10-11-2024
  • 'লিয়াওনিং' কী? 
    Ans: চীনের নির্মিত বিমানবাহী রণতরি।
    Last Updated: 10-11-2024
  • ২৩ অক্টোবর ২০২৪ পর্যন্ত আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে দলীয় সর্বোচ্চ রান সংগ্রাহক দেশ কোনটি? 
    Ans: জিম্বাবুয়ে (৩৪৪ রান; বিপক্ষ দল গাম্বিয়া)।
    Last Updated: 10-11-2024
  • ক্রিকেট বিশ্বে টেস্টের প্রথম দল হিসেবে এক বর্ষপঞ্জিতে ১০০ ছক্কা মারার মাইলফলক অর্জন করে কোন দেশ? 
    Ans: ভারত।
    Last Updated: 10-11-2024
  • বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর নতুন সভাপতি কে? 
    Ans: তাবিথ আউয়াল।
    Last Updated: 10-11-2024
  • বাংলাদেশ ক্রিকেট দলের নতুন কোচের নাম কী? 
    Ans: ফিলিপ ভেরান্ট সিমন্স।
    Last Updated: 10-11-2024
  • বাংলাদেশ ক্রিকেট দলের নতুন কোচের নাম কী? 
    Ans: ফিলিপ ভেরান্ট সিমন্স।
    Last Updated: 10-11-2024
  • ২৭ সেপ্টেম্বর ২০২৪ দেশে প্রথমবারের মতো অনলাইন বাস টার্মিনাল কোন জেলায় চালু হয়? 
    Ans: কক্সবাজার।
    Last Updated: 10-11-2024
  • ঘূর্ণিঝড় 'দানা' শব্দের অর্থ কী? 
    Ans: মুক্তো (এটি একটি আরবি শব্দ এবং নামকরণ করে কাতার)।
    Last Updated: 10-11-2024
  • বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর রিপোর্ট অনুযায়ী, দেশের সর্বোচ্চ পথশিশু রয়েছে কোন শহরে? 
    Ans: ময়মনসিংহ।
    Last Updated: 10-11-2024
  • সারাদেশে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (BSCIC) কারখানা রয়েছে কতটি? 
    Ans: ৪৩৪টি।
    Last Updated: 10-11-2024
  • ৯৭তম অস্কারের 'বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম' বিভাগে বাংলাদেশের কোন ছবিটিকে মনোনিত করা হয়?
    Ans: বলি। 
    Last Updated: 10-11-2024
  • ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশ সবচেয়ে বেশি চা রপ্তানি করে কোন দেশে? 
    Ans: সংযুক্ত আরব আমিরাত (দ্বিতীয় পাকিস্তান)।
    Last Updated: 10-11-2024
  • বর্তমানে বাংলাদেশে কতটি বিদ্যুৎ কেন্দ্র চালু রয়েছে? 
    Ans: ১৪৪টি।
    Last Updated: 10-11-2024
Showing 2011 to 30 of 4174 entries


Tags

current affairs pdf, current affairs bangladesh, current affairs bangla, current affairs বাংলা, সাম্প্রতিক তথ্য, সাম্প্রতিক বিশ্ব, সাম্প্রতিক বাংলাদেশ, সাম্প্রতিক খবর, অতি সাম্প্রতিক সাধারণ জ্ঞান, অতি সাম্প্রতিক প্রশ্ন,বাংলাদেশ ও সাম্প্রতিক বিশ্ব, বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রবাহ, বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রবাহ pdf, সাম্প্রতিক প্রশ্ন ও উত্তর, সাম্প্রতিক প্রশ্ন ও সমাধান, সাম্প্রতিক আন্তর্জাতিক, সাম্প্রতিক ইস্যু, সাম্প্রতিক প্রশ্নোত্তর, সাম্প্রতিক এম সি কিউ, সাম্প্রতিক বিশ্বের খবর, সাম্প্রতিক গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান,সাম্প্রতিক চুক্তি, সাম্প্রতিক চাকরির পরীক্ষার প্রশ্ন

Latest News & Events