সাম্প্রতিক সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তজার্তিক বিষয়াবলী
  • দেশের প্রথম বিনিয়োগ ব্যাংকিং চ্যাটবটের নাম কী?
    Ans: 'প্রাইমইনভেস্ট'। (বাংলাদেশে বিনিয়োগ ব্যাংকিং খাতে ‘প্রাইমইনভেস্ট’ নামে কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত প্রথম চ্যাটবট চালু করল প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড)। 
    Last Updated: 17-11-2024
  • 'পোপ ফ্রান্সিস-ইউনূস থ্রি-জিরো ক্লাব' উদ্বোধন করা হয়েছে কোথায়?
    Ans:  রোম।
    Last Updated: 17-11-2024
  • জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে সারাদেশে কতটি উপজেলায় স্টেডিয়াম নির্মিত হবে?
    Ans: ২২০টি। (সূত্র: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়)
    Last Updated: 17-11-2024
  • মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানী মৃত্যুবরণ করেন কবে?
    Ans: ১৭ নভেম্বর, ১৯৭৬।
    Last Updated: 17-11-2024
  • ২১শে ফেব্রুয়ারিকে ইউনেস্কো কবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়?
    Ans:

    ১৭ নভেম্বর, ১৯৯৯।


    Last Updated: 17-11-2024
  • প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকার স্বাস্থ্যমন্ত্রী হিসেবে কাকে নিয়োগ দেন?
    Ans: রবার্ট এফ কেনেডি জুনিয়র (সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডির ভাতিজা)
    Last Updated: 16-11-2024
  • হোয়াইট হাউসের সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি হতে চলেছে কে?
    Ans: ক্যারোলিন লেভিট (২৭ বছর বয়স)
    Last Updated: 16-11-2024
  • ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করবেন? 
    Ans: ২০ জানুয়ারি, ২০২৫। 
    Last Updated: 16-11-2024
  • ১৯তম G20 শীর্ষ সম্মেলন কবে, কোথায় অনুষ্ঠিত হবে?
    Ans: ১৮-১৯ নভেম্বর ২০২৪; রিও ডি জেনিরো, ব্রাজিল। 
    Last Updated: 16-11-2024
  • ১৯তম G20 শীর্ষ সম্মেলন কবে, কোথায় অনুষ্ঠিত হবে?
    Ans: ১৮-১৯ নভেম্বর ২০২৪: রিও ডি জেনিরো, ব্রাজিল।
    Last Updated: 16-11-2024
  • বৈশ্বিক জিডিপির কত শতাংশ APEC জোটের সদস্য রাষ্ট্রগুলো থেকে আসে?
    Ans: প্রায় ৬০ শতাংশ
    Last Updated: 16-11-2024
  • স্বাধীনতার পর প্রথম বারের মতো বাংলাদেশ কোন দেশের সাথে সমুদ্র বাণিজ্য শুরু করে? 
    Ans: পাকিস্তান
    Last Updated: 16-11-2024
  • সম্প্রতি কোন দেশ পরীক্ষামূলকভাবে বাংলাদেশে জলবিদ্যুৎ রপ্তানি শুরু করেছে? 
    Ans: নেপাল
    Last Updated: 16-11-2024
  • APEC-এর বর্তমান সদস্য রাষ্ট্র কতটি?
    Ans: ২১টি।
    Last Updated: 15-11-2024
  • বিশ্বজুড়ে মোট কতজন মানুষ ডায়াবেটিসে আক্রান্ত?
    Ans: প্রায় ৮০ কোটি। (তথ্যসূত্র: ল্যানসেট)
    Last Updated: 15-11-2024
  • প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকার গোয়েন্দা বিভাগের প্রধান হিসেবে কাকে নিয়োগ করেছেন?
    Ans: তুলসী গ্যাবার্ড।
    Last Updated: 15-11-2024
  • নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনে কত বছরের কর অব্যাহতি করেছে অন্তর্বর্তী সরকার?
    Ans: ১০ বছর।
    Last Updated: 15-11-2024
  • বাংলাদেশে কত সালে রোহিঙ্গা সংকটের শুরু হয়?
    Ans: ১৯৭৮ সালে।
    Last Updated: 15-11-2024
  • দেশের সর্ববৃহৎ ফিল্ম সিটি 'বঙ্গবন্ধু শেখ মুজিব ফিল্ম সিটি'-র নতুন নাম কী?
    Ans: 'বাংলাদেশ ফিল্ম সিটি'।
    Last Updated: 15-11-2024
  • দেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল 'বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর' এর নতুন নাম কী?
    Ans: 'জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল' বা এনএসইজেড। (মিরসরাই, চট্টগ্রাম)
    Last Updated: 15-11-2024
  • নেপাল কী পরিমাণ জলবিদ্যুৎ উৎপাদনে সক্ষম? 
    Ans: ৪০ হাজার মোগাওয়ার্ট।
    Last Updated: 14-11-2024
  • ২০৩০ সালের মধ্যে কার্বন নির্গমন কত শতাংশ কমিয়ে আনার কথা রয়েছে?  
    Ans: ৪৩ শতাংশ। (কপ-২৯ সম্মেলনের দেওয়া তথ্য অনুযায়ী) 
    Last Updated: 14-11-2024
  • 'জি-জিরো' কী? 
    Ans: কার্বন নিঃসরণ কমাতে ভুটানের নেতৃত্বে নতুন ফোরাম।
    Last Updated: 14-11-2024
  • সম্প্রতি কোন দেশ চট্টগ্রামের মিরসরাই ইকোনমিক জোনে স্যাটেলাইট সিটি নির্মাণের পরিকল্পনা করেছে?   
    Ans: কোরিয়া।
    Last Updated: 14-11-2024
  • মার্কিন রাজনীতিতে 'গ্র্যান্ড ওল্ড পার্টি' নামে পরিচিত কোন দল?  
    Ans: রিপাবলিকান পার্টি।
    Last Updated: 14-11-2024
  • বাংলাদেশে বর্তমানে ডায়াবেটিস রোগীর সংখ্যা কত?
    Ans: দেশে প্রায় ১ কোটি ৩১ লাখ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। বাংলাদেশের অবস্থান বিশ্বে অষ্টম। (সূত্র: আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন)
    Last Updated: 14-11-2024
  • 'বুকার পুরস্কার-২৪' জিতেছেন কে? 
    Ans: ব্রিটিশ লেখক সামান্তা হার্ভে। (উপন্যাস: অরবিটাল)
    Last Updated: 14-11-2024
  • বিশ্ব ডায়াবেটিস দিবস কবে পালিত হয়?  
    Ans: ১৪ নভেম্বর।
    Last Updated: 14-11-2024
  • কিডস রাইটস সূচক
    Ans: - প্রকাশ: সেপ্টেম্বর ২০২৪
    - প্রকাশক: দ্য কিডস রাইটস
    - অন্তর্ভুক্ত দেশ: ১৯৪টি

    সূচক অনুযায়ী-- 
    শীর্ষ ৫ দেশ:
    ১. লুক্সেমবার্গ
    ২. আইসল্যান্ড
    ৩. গ্রিস
    ৪. জার্মানি
    ৫. থাইল্যান্ড

    সর্বনিম্ন ৫ দেশ:
    ১৯৪. আফগানিস্তান
    ১৯৩. দক্ষিণ সুদান
    ১৯২. শাদ
    ১৯১. মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র
    ১৯০. নিরক্ষীয় গিনি

    সার্কভুক্ত দেশের অবস্থান:
    ৯৪. ভুটান
    ৯৬. বাংলাদেশ
    ১০৩. ভারত
    ১২৪. নেপাল
    ১৩৬. মালদ্বীপ
    ১৫১. শ্রীলংকা
    ১৫৩. পাকিস্তান
    ১৯৪. আফগানিস্তান। 

    Last Updated: 10-11-2024
  • বৈশ্বিক ক্ষুধা সূচক ২০২৪
    Ans: - প্রকাশ: ১০ অক্টোবর ২০২৪
    - প্রকাশক: আয়ারল্যান্ডভিত্তিক সংস্থা Concern Worldwide, জার্মানভিত্তিক Welthungerhilfe 
    - অন্তর্ভুক্ত দেশ: ১২৭টি

    - ক্ষুধার মাত্রা কম: ২২টি দেশে- বেলারুশ, বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা, চিলি, চীন, কোস্টারিকা, ক্রোয়েশিয়া, এস্তোনিয়া, জর্জিয়া, হাঙ্গেরি, কুয়েত, লাটভিয়া, লিথুয়ানিয়া, মন্টিনিগ্রো, উত্তর মেসিডোনিয়া, রোমানিয়া, রাশিয়া, সার্বিয়া, স্লোভাকিয়া, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, উরুগুয়ে ও উজবেকিস্তান।

    - ক্ষুধার মাত্রা সবচেয়ে বেশি: সোমালিয়া

    সার্কভুক্ত দেশের অবস্থান:
    ৫৬. শ্রীলংকা
    ৬৮. নেপাল
    ৮৪. বাংলাদেশ
    ১০৫. ভারত
    ১০৯. পাকিস্তান
    ১১৬. আফগানিস্তান

    Last Updated: 10-11-2024
Showing 1981 to 30 of 4174 entries


Tags

current affairs pdf, current affairs bangladesh, current affairs bangla, current affairs বাংলা, সাম্প্রতিক তথ্য, সাম্প্রতিক বিশ্ব, সাম্প্রতিক বাংলাদেশ, সাম্প্রতিক খবর, অতি সাম্প্রতিক সাধারণ জ্ঞান, অতি সাম্প্রতিক প্রশ্ন,বাংলাদেশ ও সাম্প্রতিক বিশ্ব, বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রবাহ, বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রবাহ pdf, সাম্প্রতিক প্রশ্ন ও উত্তর, সাম্প্রতিক প্রশ্ন ও সমাধান, সাম্প্রতিক আন্তর্জাতিক, সাম্প্রতিক ইস্যু, সাম্প্রতিক প্রশ্নোত্তর, সাম্প্রতিক এম সি কিউ, সাম্প্রতিক বিশ্বের খবর, সাম্প্রতিক গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান,সাম্প্রতিক চুক্তি, সাম্প্রতিক চাকরির পরীক্ষার প্রশ্ন

Latest News & Events