সাম্প্রতিক সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তজার্তিক বিষয়াবলী
  • ৯৬তম অস্কার
    Ans: ১০ মার্চ ২০২৪ অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) ১৬তম আসরের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
    এবারের বিজয়ীদের তালিকা__
    • চলচ্চিত্র : ওপেনহাইমার। 
    • অভিনেতা : কিলিয়ান মার্ফি (ওপেনহাইমার)। 
    • অভিনেত্রী : এমা স্টোন (পুওর থিংস)। 
    • পরিচালক : ক্রিস্টোফার নোলান (ওপেনহাইমার)। 
    • আন্তর্জাতিক চলচ্চিত্র : দ্য জোন অব ইন্টারেস্ট (যুক্তরাজ্য)। 
    • প্রামাণ্যচিত্র : টোয়েন্টি ডেইস ইন মারিউপোল (মিস্তিস্লাভ চেরনোভ, ইউক্রেন)। 
    • স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র : দ্য লাস্ট রিপেয়ার শপ (বেন প্রাউডফুট ও ক্রিস বাওয়ার্স)।

    Last Updated: 21-04-2024
  • জাতীয় শিশুশ্রম জরিপ ২০২২
    Ans: প্রকাশকাল: ১৪ মার্চ ২০২৪ (বাংলাদেশ পরিসংখ্যা ব্যুরো - BBS)।
    জরিপ অনুযায়ী—
    • মোট জনসংখ্যা : ১৬,৯৮,২৮,৯১১
    • শিশু (৫-১৭ বছর) : ৩,৯৯,৬৪,০০৫
    • শিশুশ্রমে নিয়োজিত নয় : ৩,৭০,২৬,৪৪৩
    • শিশুশ্রমে নিয়োজিত : ৩৫,৩৬,৯২৭
    • অনুমোদন যোগ্য শিশুশ্রম : ১৭,৬০,৮৩০
    • অনুমোদন যোগ্য নয় এমন শিশুশ্রম : ১৭,৭৬,০৯৭
    • ঝুঁকিপূর্ণ শ্রমে নিয়োজিত : ১০,৬৮,২১২
    • ঝুঁকিপূর্ণ শ্রমে নিয়োজিত নয় : ৭০, ৭,৮৮৫
    • কর্মজীবী শিশুর হার ৮.৯০%
    • শিশুশ্রমের হার : ৪.৪০%
    • ঝুঁকিপূর্ণ শিশুশ্রমের হার : ২.৭০%
    • খাতওয়ারী শ্রমজীবী শিশু : কৃষি- ১০,৭০,০০০ জন, শিল্প- ১১,৯০,০০০ জন, সেবা- ১২,৭০,০০০ জন ।
    • শিশু শ্রমিকদের গড় মাসিক আয় : ৬,৬৭৫ টাকা।

    Last Updated: 21-04-2024
  • বৈশ্বিক অস্ত্র আমদানি-রপ্তানি
    Ans: - প্রকাশকাল : মার্চ ২০২৪ (Stockholm International Peace Research Institute - SIPRI), সুইডেন।
    - অন্তর্ভুক্ত দেশ রপ্তানিতে ২৫টি এবং আমদানিতে ৪০টি।
    প্রতিবেদন অনুযায়ী ২০১৯-২৩ সালে পর্যন্ত__
    • অস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ: যুক্তরাষ্ট্র। 
    • অস্ত্র আমদানিতে শীর্ষ দেশ : ভারত। 
    • অস্ত্র আমদানিতে বংলাদেশের অবস্থান : ২৬তম।

    Last Updated: 21-04-2024
  • অ্যাবেল পুরস্কার
    Ans: - ১৮৯৯ সালে হেনরিক অ্যাবেলের শততম জন্মদিন উপলক্ষে গণিতবিদ সোফাস লাই অ্যাবেল পুরস্কার প্রস্তাব করেন।
    - তবে প্রথম অ্যাবেল পুরস্কার দেওয়া হয় ২০০৩ সালে, হেনরিক আবেলের ২০০তম জন্মদিনে।
    - গণিতে বিশেষ অবদানের জন্য এক বা একাধিক গণিতবিদকে এ পুরষ্কার প্রদান করা হয়।
    - পুরস্কারের অর্থমূল্য ৭.৫ মিলিয়ন নরওয়েজিয়ান ক্রোনার।
    - ২০২৪ সালে আবেল পুরস্কার ফরাসি গণিতবিদ মাইকেল তালাগ্র্যান্ড।
    - সম্ভাব্যতা তত্ত্বে গবেষণার স্বীকৃতি হিসেবে মাইকেল তালাগ্র্যান্ডকে এ পুরস্কার দেওয়া হয়।
    - অ্যাবেল পুরস্কারজয়ীদের মধ্যে মাইকেল তালাগ্র্যান্ড পঞ্চম ফরাসি ব্যক্তি।

    Last Updated: 21-04-2024
  • ট্রি অব পিস পুরস্কার
    Ans: • ১৪-১৬ মার্চ ২০২৪ আজারবাইজানের বাকুতে একাদশ বিশ্ব বাকু ফোরামের বৈঠক অনুষ্ঠিত হয়।
    • সম্মেলনের শেষ দিনে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ইউনেস্কোর 'ট্রি অব পিস পুরস্কারে ভূষিত করা হয়।
    • উল্লেখ্য, ৮ সেপ্টেম্বর ২০১৪ প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ইউনেস্কোর 'ট্রি অব 'পিস' পুরস্কার লাভ করেছিল।

    Last Updated: 21-04-2024
  • স্বাধীনতা পুরস্কার
    Ans:
    - বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা স্বাধীনতা পুরস্কার।
    - ১৯৭৭ সালে এ পুরস্কার প্রবর্তন করা হয়।
    - পুরস্কারপ্রাপ্তদেরকে ১৮ ক্যারেট মানের ৫০ গ্রাম স্বর্ণ দ্বারা নির্মিত একটি পদক, ৫ লক্ষ টাকা ও একটি সম্মাননাপত্র প্রদান করা হয়।
    - জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৪ সালে ১০ জন ব্যক্তি 'স্বাধীনতা পুরস্কার' লাভ করেন।
    - ২৫ মার্চ ২০২৪ বিজয়ীদের পুরস্কার হস্তান্তর করা হয়।
    এবারের বিজয়ীরা হলেন—
    • স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ : কাজী আব্দুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধা ফ্লাইট সার্জেন্ট মো: ফজলুল হক (মরণোত্তর) ও বীর মুক্তিযোদ্ধা শহীদ আবু নঈম মো: নজিব উদ্দীন খান (খুররম) (মরণোত্তর)।
    • বিজ্ঞান ও প্রযুক্তি : ড. মোবারক আহমদ খান।
    • চিকিৎসাবিদ্যা: ডা: হরিশংকর দাশ |
    • সংস্কৃতি : মোহাম্মদ রফিকউজ্জামান ।
    • ক্রীড়া : ফিরোজা খাতুন |
    • সমাজসেবা/ জনসেবা : অরন্য চিবান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. মোল্লা ওবায়েদুল্লাহ বাকী ও এস.এম. আব্রাহাম লিংকন।

    Last Updated: 21-04-2024
  • কোন দেশের প্লেয়ার সবচেয়ে বেশি সংখ্যক শততম টেস্ট খেলে?
    Ans:  ইংল্যান্ড (১৬ জন)।
    Last Updated: 03-04-2024
  • বাংলাদেশ প্রিমিয়ার লিগের (BPL) দশম আসরে চ্যাম্পিয়ন হয় কোন দল?
    Ans: ফরচুন বরিশাল ।
    Last Updated: 03-04-2024
  • ২৫ মার্চ ২০২৪ পর্যন্ত বাংলাদেশ কতটি ওয়ানডে সিরিজে জয় লাভ করে?
    Ans: ৩৬টি ।
    Last Updated: 03-04-2024
  • ১৯তম G20 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
    Ans: রিও ডি জেনিরো, ব্রাজিল।
    Last Updated: 03-04-2024
  • ১৯তম G20 শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে?
    Ans:  ১৮-১৯ নভেম্বর ২০২৪।
    Last Updated: 03-04-2024
  • ভুটানের সর্বোচ্চ সম্মান 'অর্ডার অব দ্য ডুক গ্যালপো' পদক লাভ করেন কে?
    Ans: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
    Last Updated: 03-04-2024
  • কোন ধূমকেতু এক শতাব্দীর মধ্যে প্রথমবারের মতো পৃথিবীর কাছে আসবে?
    Ans: 12P / Pons - Brooks-এর অপর নাম শয়তান (ডেভিল) ধূমকেতু।
    Last Updated: 03-04-2024
  • ভারতে মুখ্যমন্ত্রীর পদে থাকা অবস্থায় প্রথম ব্যক্তি হিসেবে গ্রেপ্তার হন কে?
    Ans: অরবিন্দ কেজরিওয়াল।
    Last Updated: 03-04-2024
  • ইউরোপীয় মেরিটাইম ফোর্স (EUROMARFOR বা EMF) কবে প্রতিষ্ঠিত হয়?
    Ans: ১৯৯৫ সালে।
    Last Updated: 03-04-2024
  • বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO) মন্ত্রী পর্যায়ের ১৩তম সম্মেলন অনুষ্ঠিত হয় কবে?
    Ans: ২৬ ফেব্রুয়ারি-২ মার্চ ২০২৪ ।
    Last Updated: 03-04-2024
  • ২০ মার্চ ২০২৪ কোন রাজ্যকে যুক্তরাষ্ট্র ভারতের অংশ হিসেবে স্বীকৃতি দেয়?
    Ans: অরুণাচলকে।
    Last Updated: 03-04-2024
  • ১ মার্চ ২০২৪ পাকিস্তান পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদের নতুন স্পিকার নির্বাচিত হন কে?
    Ans:  সরদার আয়াজ সাদিক।
    Last Updated: 03-04-2024
  • A Hijacking চলচ্চিত্রটি কোন প্রেক্ষাপটে নির্মিত হয়?
    Ans: ডেনমার্কের একটি কার্গো জাহাজ ছিনতাইয়ের ঘটনা অবলম্বনে।
    Last Updated: 03-04-2024
  • জাতিসংঘের সাধারণ পরিষদে সর্বসম্মতিক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা- সম্পর্কিত প্রথম বৈশ্বিক রেজুলেশন বা প্রস্তাব পাস হয় কবে?
    Ans: ২১ মার্চ ২০২৪ ।
    Last Updated: 03-04-2024
  • জাতিসংঘের সাধারণ পরিষদে ইসলামভীতি মোকাবিলায় প্রস্তাব পাস হয় কবে?
    Ans: ১৫ মার্চ ২০২৪ ।
    Last Updated: 03-04-2024
  • TIPA'র পূর্নরূপ কী?
    Ans: Trade and Economic Participition Agreement |
    Last Updated: 03-04-2024
  • ১৯ মার্চ ২০২৪ বিশ্বের দীর্ঘতম জোড়া টানেল কোথায় উদ্বোধন করা হয়?
    Ans:  ভারতের অরুণাচল প্রদেশে।
    Last Updated: 03-04-2024
  • ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) কবে কার্যকর হয়?
    Ans: ১১ মার্চ ২০২৪।
    Last Updated: 03-04-2024
  • ২০২৪ সালে ইউরোপীয় কমিশন কোন শহরকে ইউরোপের সবুজ -রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়?
    Ans: স্পেনের শহর ভ্যালেন্সিয়া ।
    Last Updated: 03-04-2024
  • ২০২৪ সালে গণিতের নোবেলখ্যাত অ্যাবেল পুরস্কার লাভ করেন কে?
    Ans: মাইকেল তালাগ্র্যান্ড ।
    Last Updated: 03-04-2024
  • ইন্দোনেশিয়ার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হন কে?
    Ans:  প্রাবোও সুবিয়ান্তো।
    Last Updated: 03-04-2024
  • স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিক্স অনুযায়ী ২০২৩ সালে, বাংলাদেশের সাক্ষরতার হার (৭ বছর +) কত?
    Ans: ৭৭.৯%।
    Last Updated: 03-04-2024
  • স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিক্স অনুযায়ী ২০২৩ সালে বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব (প্রতি বর্গ কিমি) কত?
    Ans: ১,১৭১ জন।
    Last Updated: 03-04-2024
  • স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিক্স অনুযায়ী ২০২৩ সালে বাংলাদেশের মানুষের প্রত্যাশিত আয়ুষ্কাল কত?
    Ans: ৭২.৩ বছর ।
    Last Updated: 03-04-2024
Showing 2281 to 30 of 4174 entries


Tags

current affairs pdf, current affairs bangladesh, current affairs bangla, current affairs বাংলা, সাম্প্রতিক তথ্য, সাম্প্রতিক বিশ্ব, সাম্প্রতিক বাংলাদেশ, সাম্প্রতিক খবর, অতি সাম্প্রতিক সাধারণ জ্ঞান, অতি সাম্প্রতিক প্রশ্ন,বাংলাদেশ ও সাম্প্রতিক বিশ্ব, বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রবাহ, বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রবাহ pdf, সাম্প্রতিক প্রশ্ন ও উত্তর, সাম্প্রতিক প্রশ্ন ও সমাধান, সাম্প্রতিক আন্তর্জাতিক, সাম্প্রতিক ইস্যু, সাম্প্রতিক প্রশ্নোত্তর, সাম্প্রতিক এম সি কিউ, সাম্প্রতিক বিশ্বের খবর, সাম্প্রতিক গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান,সাম্প্রতিক চুক্তি, সাম্প্রতিক চাকরির পরীক্ষার প্রশ্ন

Latest News & Events