সাম্প্রতিক সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তজার্তিক বিষয়াবলী
  • ব্রিকসের বর্তমান চেয়ারম্যান কে?
    Ans: দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা।
    Last Updated: 10-10-2023
  • কালুগা অঞ্চলটি কোন দেশে অবস্থিত?
    Ans: রাশিয়া ।
    Last Updated: 10-10-2023
  • এফ-১৬ যুদ্ধবিমান প্রথম সামরিক বাহিনীতে যুক্ত করা হয় কবে?
    Ans: ১৯৭৯ সালে।
    Last Updated: 10-10-2023
  • ফিফা নারী বিশ্বকাপ ২০২৩ কোন দেশে অনুষ্ঠিত হয়?
    Ans: অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।
    Last Updated: 10-10-2023
  • ফিফা নারী বিশ্বকাপ ২০২৩-এ গোল্ডেন বল লাভ করেন কে?
    Ans: আইতানা বোনমাতি (স্পেন)।
    Last Updated: 10-10-2023
  • ১৭ সেপ্টেম্বর ২০২৩ এশিয়া কাপের ফাইনাল কোথায় অনুষ্ঠিত হবে?
    Ans: শ্রীলংকার প্রেমাদাসা স্টেডিয়ামে।
    Last Updated: 10-10-2023
  • আইসিসির জুলাই মাসের মাসসেরা ক্রিকেটার হন কারা?
    Ans: পুরুষ- ক্রিস ওকস (ইংল্যান্ড) ও নারী- অ্যাশালে গার্ডনার (অস্ট্রেলিয়া)।
    Last Updated: 10-10-2023
  • ১৯-২৭ আগস্ট ২০২৩ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হয়?
    Ans: বুদাপেস্ট, হাঙ্গেরি।
    Last Updated: 10-10-2023
  • ২০২৩ সালের বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে বিশ্বের দ্রুততম মানবী কে?
    Ans: শা'কারি রিচার্ডসন (যুক্তরাষ্ট্র)।
    Last Updated: 10-10-2023
  • ২০২৩ সালের বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে বিশ্বের দ্রুততম মানব কে?
    Ans: নোয়া লাইলস (যুক্তরাষ্ট্র)।
    Last Updated: 10-10-2023
  • কার কী পুরষ্কার 
    Ans: -ফিফা নারী বিশ্বকাপ ২০২৩ এ গোল্ডেন বল বিজয়ী- আইতানা বোনমাতি (স্পেন)
    -ফিফা নারী বিশ্বকাপ ২০২৩ এ গোল্ডেন বুট বিজয়ী- হিনাতা মিয়াজাওয়া, (জাপান)
    -ফিফা নারী বিশ্বকাপ ২০২৩ এ সেরা গোল রক্ষক- মেরি ইয়ার্পস (ইংল্যান্ড)
    -ফিফা নারী বিশ্বকাপ ২০২৩ এ ফেয়ার প্লে ট্রফি বিজয়ী দেশ- জাপান। 

    Last Updated: 24-09-2023
  • চীনকে টপকে শীর্ষে বাংলাদেশ
    Ans: ইউরোপীয় ইউনিয়নে (EU)
    -বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির পরিমাণ- ১৩৩ কোটি কেজি।
    -চীনের তৈরি পোশাক রপ্তানির পরিমাণ- ১৩১ কোটি কেজি।
    -বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি- ২২৮৯ কোটি ডলার।
    -চীনের তৈরি পোশাক রপ্তানি- ৩০১৫ কোটি ডলার।

    Last Updated: 24-09-2023
  • নতুন নিবন্ধিত রাজনৈতিক দল 
    Ans: -১০ আগষ্ট ২০২৩ নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পায় বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) ও বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)
    -বিএনএম দলটির প্রতীক 'নোঙ্গর', নিবন্ধন নং ৪৮ আর বিএসপি দলটির প্রতীক 'একতারা', নিবন্ধন নং ৮৯।
    -এ পর্যন্ত ৪৯ টি দল নিবন্ধন পায়, যার মধ্যে ৫টি দলের নিবন্ধন বাতিল করা হয়।
    -ফলে বর্তমানে নিবন্ধিত দলের সংখ্যা ৪৪ টি। 

    Last Updated: 24-09-2023
  • BRICS শীর্ষ সম্মেলন
    Ans: আয়োজনঃ ১৫তম | সময়কালঃ ২২-২৪ আগষ্ট ২০২৩ | স্থানঃ জোহানেসবার্গ, দক্ষিণ আফ্রিকা। 

    -সম্মেলনে ৬টি দেশকে ব্রিকসের নতুন সদস্য হিসেবে আমন্ত্রণ জানানো হয়। 
    -দেশগুলো- মিসর, ইথিওপিয়া, ইরান, আর্জেন্টিনা, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব। 
    -১ জানুয়ারি ২০২৪ দেশগুলোর সদস্যপদ কার্যকর হবে। 

    Last Updated: 24-09-2023
  • বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক 
    Ans: -২০২৩ সালের বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক লাভ করেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলসহ বিশিষ্ট ৪ নারী।
    -তারা হলেন- অ্যাডভকেট সাহারা খাতুন (মরণোত্তর), শিক্ষা, সংস্কৃতি ও ক্রিড়া ক্ষেত্রে অনিমা মুক্তি গমেজ ও মোছাঃ নাছিমা জামান ববি, গবেষণায় ড. সেঁজুতি সাহা এবং বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। 

    Last Updated: 24-09-2023
  • বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান পর্যালোচনা ২০২৩
    Ans: -বিশ্বে বস্ত্র রপ্তানিতে প্রথম দেশ- চীন।
    -বিশ্বে তৈরি পোশাক রপ্তানিতে প্রথম দেশ- চীন। 
    -বিশ্বে বস্ত্র আমদানিতে প্রথম দেশ- যুক্তরাষ্ট্র। 
    -বিশ্বে তৈরি পোশাক আমদানিতে প্রথম দেশ- যুক্তরাষ্ট্র। 
    -বিশ্বে বস্ত্র রপ্তানিতে দ্বিতীয় দেশ- ভারত।
    -বিশ্বে বস্ত্র আমদানিতে দ্বিতীয় দেশ- ভিয়েতনাম। 
    -বিশ্বে তৈরি পোশাক রপ্তানিতে দ্বিতীয় দেশ- বাংলাদেশ।
    -বিশ্বে তৈরি পোশাক আমদানিতে দ্বিতীয় দেশ- জাপান। 
    -বিশ্বে বস্ত্র আমদানিতে তৃতীয় দেশ- বাংলাদেশ। 

    Last Updated: 24-09-2023
  • বিশ্বের ১০০ ব্যাস্ততম কনটেইনার বন্দর
    Ans: প্রকাশঃ জুলাই ২০২৩ | প্রকাশকঃ লন্ডনভিত্তিক আন্তর্জাতিক শিপিং জার্নাল Lloyd's List ।
    প্রতিবেদন অনুযায়ী-

    -বিশ্বের প্রথম ব্যাস্ততম কনটেইনার বন্দর চীনের সাংহাই বন্দর।
    -বিশ্বের দ্বিতীয় ব্যাস্ততম কনটেইনার বন্দর সিঙ্গাপুর বন্দর। 
    -বিশ্বের ব্যাস্ততম কনটেইনার বন্দরে বাংলাদেশের চট্টোগ্রাম সমুদ্রবন্দরের অবস্থান- ৬৭ তম।



    Last Updated: 24-09-2023
  • মার্কিন অনলাইন সংবাদপত্র 'পলিসি ওয়াচারে' অনুসারে-
    Ans: বাংলাদেশের অর্থনৈতিক সাফল্যের প্রশংসা করে বলা হয়েছে, অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ বাংলাদেশ এখন বিশ্বে অর্থনৈতিক উন্নয়নের কেস স্টাডিতে পরিণত হয়েছে। সামষ্টিক-অর্থনৈতিক স্থিতিশীলতার ভিত্তিতে বাংলাদেশের অর্থনীতি ৫০ বছরে ২৭১ গুণ বৃদ্ধি পেয়েছে।
    Last Updated: 06-09-2023
  • বিধবা ও বয়স্ক ভাতা বৃদ্ধি-
    Ans: ২০২৩-২৪ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে মাসিক বয়স্ক ভাতা ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৬০০ টাকায় উন্নীত করা হয়। আর বিধবা ও স্বামী নিগৃহীতা নারীর ভাতা ৫০ টাকা বাড়ানো হয়। এবারের বাজেটে বয়স্ক ভাতাভোগীর সংখ্যা ৫৭.০১ লাখ থেকে বাড়িয়ে ৫৮.০১ লাখ, বিধবা ও স্বামী নিগৃহীতা নারী ভাতাভোগী ২৪.৭৫ লাখ থেকে বাড়িয়ে ২৫.৭৫ লাখ এবং প্রতিবন্ধী ভাতাভোগী ২৩.৬৫ লাখ থেকে বাড়িয়ে ২৯ লাখ করা হয়। বর্তমান সরকারের লক্ষ্য-২০৪১ সালের মধ্যে একটি সুখী-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ।
    Last Updated: 06-09-2023
  • স্মার্ট বাংলাদেশের জন্য বিশেষ বরাদ্দ-
    Ans: স্মার্ট বাংলাদেশ গড়তে তরুণ-তরুণী ও যুবসমাজকে প্রস্তুত করতে গবেষণা, উদ্ভাবন ও উন্নয়নমূলক কাজের জন্য ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে ১০০ কোটি টাকা বিশেষ বরাদ্দ রাখা হয়। এরই মধ্যে সাধারণ, কারিগরি, বৃত্তিমূলক ও জীবনমুখী শিক্ষার জন্য বিভিন্ন ই-লার্নিং প্ল্যাটফর্মে অনলাইনে শিক্ষার সুযোগ তৈরি ও সম্প্রসারণে কাজ করা হচ্ছে। বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ দেশের কাতারে নিয়ে যাওয়ার লক্ষ্যে বর্তমান সরকার স্মার্ট বাংলাদেশ ধারণা নিয়ে এগিয়ে যেতে চায়। সরকারের পরিকল্পনা অনুযায়ী, ভবিষ্যতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও উদ্ভাবন কেন্দ্রের মাধ্যমে ৮০,০০০ তরুণ- তরুণীকে অগ্রসর প্রযুক্তি ও উদ্ভাবনী বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। বর্তমানে স্টার্টআপ ও উদ্যোক্তা উন্নয়ন উপযোগী অবকাঠামো গঠন ও সুবিধা দেওয়া হচ্ছে। স্মার্ট বাংলাদেশের যে রূপরেখা সরকার দিয়েছে সেখানে ৪টি কৌশলের কথা বলা হয়েছে। রূপরেখাগুলো হলো— স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট সোসাইটি ও স্মার্ট গভর্নমেন্ট। এই চার কৌশলসহ অন্যান্য ক্ষেত্রে গবেষণা ও উদ্ভাবনে ১০০ কোটি টাকার এই বিশেষ তহবিল গঠন করা হচ্ছে, সেখানে মূলত অগ্রাধিকার পাবেন তরুণ-তরুণীরা।
    Last Updated: 06-09-2023
  • সর্বজনীন পেনশন-
    Ans: ১ জুন ২০২৩ জাতীয় সংসদে বাজেট উপস্থাপনে বলা হয় ২০২৩-২৪ অর্থবছর থেকে দেশে সর্বজনীন পেনশন স্কিম চালু করবে সরকার। দেশের সকল প্রাপ্তবয়স্ক নাগরিককে পেনশন ব্যবস্থার আওতায় আনতে ২৪ জানুয়ারি ২০২৩ জাতীয় সংসদে ‘সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা বিল, ২০২৩’ পাস হয়। এরপর ৩১ জানুয়ারি রাষ্ট্রপতি বিলটিতে স্বাক্ষর করলে আইনে পরিণত হয়। ১২ ফেব্রুয়ারি ২০২৩ প্রজ্ঞাপন দ্বারা জাতীয় পেনশন কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করা হয়।
    Last Updated: 06-09-2023
  • মার্কিন প্রযুক্তি জায়ান্ট এলন মাস্কের বিখ্যাত প্রতিষ্ঠান স্টারলিংক এর সাথে বাংলাদেশের একটি চুক্তি হয়েছে-
    Ans: ২৬ জুলাই, ২০২৩। স্টারলিংক তাদের কার্যক্রম শুরু করে ২০১৫ সালে, আর অফিশিয়ালি লঞ্চ করে ২০১৮ সালে। স্টারলিংক হল স্যাটেলাইট-ভিত্তিক ইন্টারনেট পরিষেবা।

    উল্লেখ্য, প্রথম স্যাটেলাইট ইন্টারনেট সেবার নাম ছিল টেলিডেসিক। এটি বিল গেটস এবং ক্রেগ ম্যাকক দ্বারা ১৯৯৪ সালে চালু হয়েছিল। পরিষেবাটি ২১৭টি নিম্ন-আর্থ-অরবিট স্যাটেলাইটের একটি নক্ষত্রপুঞ্জ ব্যবহার করে বাড়ি এবং ব্যবসাগুলিতে উচ্চ-গতির ইন্টারনেট অ্যাক্সেস সরবরাহ করে। পরিষেবাটি বাণিজ্যিকভাবে সফল হয়নি এবং অবশেষে ২০০২ সালে বন্ধ হয়ে যায়।

    Last Updated: 06-09-2023
  • সরকারি অনলাইন জব পোর্টাল যেখানে এক ক্লিকেই মিলবে সব সরকারি চাকরির খবর, আবেদনও অনলাইনে করা যাবে একটি প্রাফাইলে মাধ্যমে-
    Ans: জাতীয় চাকরি বাতায়ন, এটির কাজ এখনো চলমান বিশ্বব্যাংকের অর্থয়ানে।
    Last Updated: 06-09-2023
  • কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২২ -
    Ans:
    প্রকাশ : মে ২০২৩
    উৎপাদনে শীর্ষ জেলা
    ▪️ধান - ময়মনসিংহ 
    ▪️মাছ - ময়মনসিংহ
    ▪️পাট - ফরিদপুর
    ▪️পেঁয়াজ - ফরিদপুর
    ▪️তুলা - ঝিনাইদহ 
    ▪️গম - ঠাকুরগাঁও
    ▪️আলু - বগুড়া
    ▪️ চিংড়ি - সাতক্ষীরা
    ▪️কাঠাল - গাজীপুর 
    ▪️তামাক - কুষ্টিয়া
    ▪️আম- রাজশাহী 
    ▪️সয়াবিন- লক্ষ্মীপুর
    ▪️লিচু- দিনাজপুর

    Last Updated: 06-09-2023
  • বিশ্বের সবচেয়ে ছোট অর্থনীতির দেশ -
    Ans: দক্ষিণ প্রশান্ত মহাসাগরের ছোট দ্বীপদেশ টুভালু.
    Last Updated: 06-09-2023
  • যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন নৌবাহিনীর প্রধান হিসেবে প্রথম কোন নারীকে মনোনয়ন দেন?
    Ans: অ্যাডমিরাল লিসা ফ্রানচেত্তি।
    Hints:
    Last Updated: 06-09-2023
  • চীনে বিশ্বের প্রথম বাণিজ্যিক ছোট চুল্লি বা স্মল মডুলার রিঅ্যাক্টর (SMR) প্রকল্পের মূল মডিউলটি স্থাপনের অনুমোদন দেওয়া হয় কবে?
    Ans: ১৩ জুলাই ২০২৩।
    Last Updated: 06-09-2023
  • ২৫ জুন ২০২৩ নরেন্দ্র মোদিকে মিসর কোন পদকে ভূষিত করে?
    Ans: মিসরের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘অর্ডার অব দ্য নাইল'।
    Last Updated: 06-09-2023
  • বিশ্বের প্রথম বাজারজাতকৃত ডেঙ্গু টিকার নাম কী?
    Ans: ডেঙ্গভ্যাক্সিয়া (ফরাসি প্রতিষ্ঠান সানোফির)।
    Last Updated: 06-09-2023
  • ১ জুলাই ২০২৩ পূর্ব তিমুরের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে?
    Ans: জানানা গুসমাও।
    Last Updated: 06-09-2023
Showing 2701 to 30 of 4174 entries


Tags

current affairs pdf, current affairs bangladesh, current affairs bangla, current affairs বাংলা, সাম্প্রতিক তথ্য, সাম্প্রতিক বিশ্ব, সাম্প্রতিক বাংলাদেশ, সাম্প্রতিক খবর, অতি সাম্প্রতিক সাধারণ জ্ঞান, অতি সাম্প্রতিক প্রশ্ন,বাংলাদেশ ও সাম্প্রতিক বিশ্ব, বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রবাহ, বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রবাহ pdf, সাম্প্রতিক প্রশ্ন ও উত্তর, সাম্প্রতিক প্রশ্ন ও সমাধান, সাম্প্রতিক আন্তর্জাতিক, সাম্প্রতিক ইস্যু, সাম্প্রতিক প্রশ্নোত্তর, সাম্প্রতিক এম সি কিউ, সাম্প্রতিক বিশ্বের খবর, সাম্প্রতিক গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান,সাম্প্রতিক চুক্তি, সাম্প্রতিক চাকরির পরীক্ষার প্রশ্ন

Latest News & Events