সাম্প্রতিক সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তজার্তিক বিষয়াবলী
  • ট্রান্সফিগারেশন ক্যাথেড্রাল নামে ঐতিহাসিক গীর্জা কোথায় অবস্থিত?
    Ans: ওডেসা, ইউরেন।
    Last Updated: 06-09-2023
  • ৯-১০ সেপ্টেম্বর ২০২৩ জি ২০-এর শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
    Ans: নয়াদিল্লী, ভারত।
    Last Updated: 06-09-2023
  • ১২ জুলাই ২০২৩ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করা ইলন মাস্কের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) কোম্পানির নাম কী?
    Ans: 'এক্সএয়াই' (সদর দপ্তর সানফ্রান্সিসকো, যুক্তরাষ্ট্র)।
    Last Updated: 06-09-2023
  • চীনের বর্তমান পররাষ্ট্রমন্ত্রীর নাম কী?
    Ans: ওয়াং ই।
    Last Updated: 06-09-2023
  • টেনিসের উন্মুক্ত যুগে প্রথম নারী অবাছাই খেলোয়াড় হিসেবে উইম্বলডন জয় করেন কে?
    Ans: মার্কেতা ভদ্রসোভা (চেক প্রজাতন্ত্র)।
    Last Updated: 06-09-2023
  • ২০২৩ সালে পুরুষ এককে প্রথমবার উইম্বলডন জয় করেন কে?
    Ans: কার্লোস আলকারাজ (স্পেন)।
    Last Updated: 06-09-2023
  • উয়েফা অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয় কোন দেশ?
    Ans: ইংল্যান্ড; রানার্স আপ স্পেন।
    Last Updated: 06-09-2023
  • ১৪ জুলাই ২০২৩ আন্তর্জাতিক টি- ২০ তে ৫০তম হ্যাট্রিক করেন কে?
    Ans: করিম জানাত (আফগানিস্তান)।
    Last Updated: 06-09-2023
  • চ্যানেল ২৪-এ দেশে প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) রোবট সংবাদ পাঠিকার নাম কী?
    Ans: অপরাজিতা।
    Last Updated: 06-09-2023
  • দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর কোনটি?
    Ans: বাংলাবান্ধা স্থলবন্দর (তেঁতুলিয়া, পথগড়)।
    Last Updated: 06-09-2023
  • আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থার (IMO) নতুন মহাসচিব কে?
    Ans: আর্সেনিও আন্তোনিও ডমিনগেজ ডেলাস্কো (পানামা)।
    Last Updated: 06-09-2023
  • ভারতে বিজেপি বিরোধী নতুন জোটের নাম কী?
    Ans: Indian National Developmental Inclusive Alliance (INDIA)
    Last Updated: 06-09-2023
  • SOFR'র পূর্ণরূপ কী?
    Ans: Secured Overnight Financing Rate.
    Last Updated: 06-09-2023
  • Saint Sebastian Tended by Two Angels নামের বিখ্যাত চিত্রকর্মটি কার?
    Ans: শিল্পী পিটার পল রুবেন্স।
    Last Updated: 06-09-2023
  • ভূতাত্ত্বিক যুগের নামকরণ করে কোন প্রতিষ্ঠান?
    Ans: International Commission on Stratigraphy (ICS).
    Last Updated: 06-09-2023
  • 'বিলিয়ন ডলার হাইস্ট তথ্যচিত্রের নির্মাতা কে?
    Ans: ড্যানিয়েল গর্ডন।
    Last Updated: 06-09-2023
  • ১২ জুলাই ২০২৩ বিশ্বের প্রথম তরুণ মিথেনচালিত রকেট Zhuque-2-এর সফল উৎক্ষেপণ করে কোন দেশ?
    Ans: চীন।
    Last Updated: 06-09-2023
  • ২২-২৩ জুন ২০২৩ 'নিউ গ্লোবাল ফিন্যান্সিয়াল প্যাক্ট সামিট' কোথায় অনুষ্ঠিত হয়?
    Ans: প্যারিস, ফ্রান্স।
    Last Updated: 06-09-2023
  • রিজার্ভ ব্যাংক অব অস্ট্রেলিয়ার প্রথম নারী গভর্নর হিসেবে নিয়োগ পান কে?
    Ans: মিশেল বুলক। তিনি ১৮ সেপ্টেম্বর ২০২৩ দায়িত্ব গ্রহণ করবেন।
    Last Updated: 06-09-2023
  • ২২-২৩ জুন ২০২৩ 'নিউ গ্লোবাল ফিন্যান্সিয়াল প্যাক্ট সামিট' কোথায় অনুষ্ঠিত হয়?
    Ans: প্যারিস, ফ্রান্স।
    Last Updated: 06-09-2023
  • ১২ জুলাই ২০২৩ বিশ্বের প্রথম তরুণ মিথেনচালিত রকেট Zhuque-2-এর সফল উৎক্ষেপণ করে কোন দেশ?
    Ans: চীন।
    Last Updated: 06-09-2023
  • ভূতাত্ত্বিক যুগের নামকরণ করে কোন প্রতিষ্ঠান?
    Ans: International Commission on Stratigraphy (ICS).
    Hints:
    Last Updated: 06-09-2023
  • ২৪ জুলাই ২০২৩ বাংলাদেশ বৈশ্বিক স্কুল মিলস কোয়ালিশনের কততম সদস্যপদ লাভ করে?
    Ans: ৮৫তম।
    Last Updated: 06-09-2023
  • দেশের একক বৃহত্তম পয়ঃশোধনাগার কেন্দ্র কোথায় অবস্থিত?
    Ans: খিলগাঁও, ঢাকা।
    Last Updated: 06-09-2023
  • দেশের বৃহত্তম রাবার ড্যাম নির্মাণ করা হচ্ছে কোথায়?
    Ans: চাঁপাইনবাবগঞ্জ।
    Last Updated: 06-09-2023
  • দেশের প্রথম বীজ পরীক্ষাগার হিসেবে International Seed Testing Association (ISTA)-এর স্বীকৃতি ও সনদ লাভ করে কোনটি?
    Ans: এমএনটি সিড টেস্টিং ল্যাবরেটরি।
    Last Updated: 06-09-2023
  • পদ্মা সেতুতে পরীক্ষামূলকভাবে Electronic Toll Collection (ETC) কার্যক্রম চালু হয় কবে?
    Ans: ৫ জুলাই ২০২৩।
    Last Updated: 06-09-2023
  • দেশে সরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান কতটি?
    Ans: ৬৮৪টি।
    Last Updated: 06-09-2023
  • প্রথম বাংলাদেশি হিসেবে 'গ্রেট হিমালয়ান ট্রেইল'-এর দুর্গম ১৭০০ কিলোমিটার পথ পাড়ি দেন কে?
    Ans: ইকরামুল হাসান শাকিল।
    Last Updated: 06-09-2023
  • আগারগাঁও-মতিঝিল পরীক্ষামূলকভাবে মেট্রোরেল চলাচল উদ্বোধন করা হয় কবে?
    Ans: ৭ জুলাই ২০২৩।
    Last Updated: 06-09-2023
Showing 2731 to 30 of 4174 entries


Tags

current affairs pdf, current affairs bangladesh, current affairs bangla, current affairs বাংলা, সাম্প্রতিক তথ্য, সাম্প্রতিক বিশ্ব, সাম্প্রতিক বাংলাদেশ, সাম্প্রতিক খবর, অতি সাম্প্রতিক সাধারণ জ্ঞান, অতি সাম্প্রতিক প্রশ্ন,বাংলাদেশ ও সাম্প্রতিক বিশ্ব, বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রবাহ, বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রবাহ pdf, সাম্প্রতিক প্রশ্ন ও উত্তর, সাম্প্রতিক প্রশ্ন ও সমাধান, সাম্প্রতিক আন্তর্জাতিক, সাম্প্রতিক ইস্যু, সাম্প্রতিক প্রশ্নোত্তর, সাম্প্রতিক এম সি কিউ, সাম্প্রতিক বিশ্বের খবর, সাম্প্রতিক গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান,সাম্প্রতিক চুক্তি, সাম্প্রতিক চাকরির পরীক্ষার প্রশ্ন

Latest News & Events