সাম্প্রতিক সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তজার্তিক বিষয়াবলী
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কিশোর বয়সের কাহিনি নিয়ে নির্মিত চলচ্চিত্রের নাম কী?
    Ans: দুঃসাহসী খোকা (পরিচালক মুশফিকুর রহমান গুলজার)।
    Last Updated: 06-09-2023
  • FAO`র কৃষি পণ্য উৎপাদন পরিসংখ্যান - ২০২৩
    Ans: প্রকাশিতঃ মার্চ ২০২৩ঃ
    প্রকাশকঃ FAO
    ২২ কৃষিপণ্যে শীর্ষ দশে বাংলাদেশ
    খাদ্য ও কৃষি সংস্থার (FAO) হিসাবে, ২০০১ সালে ১১টি পণ্য উৎপাদনে শীর্ষ দশে ছিল বাংলাদেশ। ২০১১ সালে তা বেড়ে দাঁড়ায় ১৭টিতে। এরপর বিভিন্ন বছরে যোগ হয় আরও পাঁচটি কৃষিপণ্য—পেঁয়াজ, কুমড়া, ফুলকপি ও ব্রকলি (ফুলকপির মতো সবজি), পাখির খাদ্য (বীজ) এবং অন্যান্য শ্রেণিভুক্ত শিমের বিচি। সব মিলিয়ে ২০২১ সালে ২২টি পণ্য উৎপাদনে শীর্ষ দশের তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশ।
    FAO মোট ১৬২টি প্রাথমিক কৃষিপণ্য উৎপাদনের হিসাব দিয়েছে। বাংলাদেশ ৬৮ ধরনের কৃষিপণ্য উৎপাদনের তালিকায় রয়েছে।

    Last Updated: 10-08-2023
  • সম্প্রতি ভারতের মণিপুর রাজ্যে সংঘাতের কারণ-
    Ans: উত্তর-পূর্ব ভারতের মণিপুর রাজ্যে গত মে মাস থেকে উপত্যকায় বসবাসকারী সংখ্যাগরিষ্ঠ হিন্দু মেইতি ও পাহাড়ে বসবাসকারী সংখ্যালঘু খ্রিষ্টান কুকি সম্প্রদায়ের মধ্যে জাতিগত সহিংসতা চলছে। মেইতিদের তফসিলি উপজাতির মর্যাদার দাবিকে কেন্দ্র করে এই সহিংসতার সূত্রপাত।
    Last Updated: 23-07-2023
  • বৃহস্পতি গ্রহে প্রাণ আছে কিনা তা খুঁজে দেখতে সম্প্রতি কোন মহাকাশযান উৎক্ষেপণ করা হয়েছে?
    Ans:

    বৃহস্পতিতে প্রাণের সন্ধানের জন্য সম্প্রতি যে মহাকাশযানটি চালু করা হয়েছিল সেটি হল জুপিটার আইসি মুন এক্সপ্লোরার বা জুস। এটি 20 আগস্ট 2022 এ ফ্রেঞ্চ গায়ানার ইউরোপের স্পেসপোর্ট থেকে চালু করা হয়েছিল

    JUICE হল ইউরোপীয় স্পেস এজেন্সি (ESA) এবং জাপান এরোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি (JAXA) এর একটি যৌথ মিশন। এটি তিন বছর ধরে বৃহস্পতিকে প্রদক্ষিণ করবে, এর বায়ুমণ্ডল, চাঁদ এবং বলয় অধ্যয়ন করবে। জুস এর প্রধান লক্ষ্য হল বৃহস্পতির চাঁদ ইউরোপা, গ্যানিমিড এবং ক্যালিস্টোতে জীবনের চিহ্ন অনুসন্ধান করা।

    ইউরোপাকে বৃহস্পতি গ্রহে প্রাণ খুঁজে পাওয়ার সবচেয়ে সম্ভাবনাময় স্থান বলে মনে করা হয়। এটির একটি উপতল মহাসাগর রয়েছে যা নোনতা এবং উষ্ণ বলে মনে করা হয়, যা উভয় অবস্থাই জীবনকে সমর্থন করতে পারে। গ্যানিমিড এবং ক্যালিস্টোতেও ভূপৃষ্ঠের মহাসাগর রয়েছে বলে মনে করা হয়, তবে তারা ইউরোপার মতো অধ্যয়নযোগ্য নয়।

    জুস অনেকগুলি যন্ত্র বহন করবে যা এটিকে বৃহস্পতি এবং এর চাঁদগুলি অধ্যয়ন করতে সহায়তা করবে। এই যন্ত্রগুলির মধ্যে একটি স্পেকট্রোমিটার রয়েছে যা বৃহস্পতির বায়ুমণ্ডল অধ্যয়ন করতে ব্যবহার করা হবে, একটি ক্যামেরা যা চাঁদের চিত্রের জন্য ব্যবহার করা হবে এবং একটি রাডার যা ভূপৃষ্ঠের মহাসাগরগুলি অধ্যয়ন করতে ব্যবহৃত হবে।

    জুস একটি জটিল এবং উচ্চাভিলাষী মিশন, তবে এটিতে বৃহস্পতি গ্রহে জীবনের সম্ভাবনা সম্পর্কে বড় আবিষ্কার করার সম্ভাবনা রয়েছে।


    Last Updated: 22-07-2023
  • দেশে এখন বিদেশি ব্যাংক-
    Ans: ৯ টি
    Last Updated: 22-07-2023
  • রাশিয়ার যে ব্যাংক সম্প্রতি এদেশে শাখা খোলার ব্যাপারে তোড়জোড় শুরু করেছে?-
    Ans: এসবার ব্যাংক
    Last Updated: 22-07-2023
  • বিদেশের মাটিতে বাংলাদেশ নারী ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে প্রথম সেঞ্চুরি করেন--
    Ans: শারমিন আক্তার সুপ্তা(বিপক্ষ যুক্তরাষ্ট্র)
    Last Updated: 22-07-2023
  • দেশের মাটিতে বাংলাদেশ নারী ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে প্রথম সেঞ্চুরি করেন--
    Ans: ফারজানা হক পিংকি(বিপক্ষ ভারত)
    Last Updated: 22-07-2023
  • বৈশ্বিক পারমাণবিক অস্ত্র- ২০২৩
    Ans: প্রকাশ : ১২ জুন ২০২৩।
    প্রকাশক : Stockholm International Peace Research Institute (SIPRI)।
    প্রতিবেদনের শিরোনাম : SIPRI Yearbook 2023: Armaments, Disarmament and International Security
    প্রতিবেদন অনুযায়ী—

    Last Updated: 20-07-2023
  • বেলারুশে পারমাণবিক অস্ত্র মোতায়েনে রাশিয়া- বেলারুশ চুক্তি স্বাক্ষর।
    Ans:
    ♦ চুক্তি স্বাক্ষরিত হয়- ২৫ মে, ২০২৩।
    ♦ চুক্তি স্বাক্ষর করেন- রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইগু ও বেলারুশের প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই রাভকভ।
    ♦  বেলারুশের ভূখণ্ডে পারমাণবিক অস্ত্র মোতায়েন করা হলেও এগুলোর নিয়ন্ত্রণ তাদের কাছে যাবে না, অস্ত্রগুলো ব্যবহারের সিদ্ধান্ত মস্কোর কাছেই থাকবে।বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর অনুরোধের প্রেক্ষিতে গত ২৫ মার্চ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটিতে পারমাণবিক অস্ত্র মোতায়েনের সিদ্ধান্ত নেন।যেমনটা যুক্তরাষ্ট্র অনেক আগেই মিত্র দেশগুলোতে মোতায়েন করছে।আগামী ১ জুলাইয়ের মধ্যে পারমাণবিক অস্ত্র মোতায়েনের অবকাঠামো নির্মাণ কাজ শেষ হবে।পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ‘ইস্কান্দার ক্ষেপণাস্ত্র’ এরই মধ্যে বেলারুশে নিয়ে যাওয়া হয়েছে, এই অস্ত্র বহনে সক্ষম করতে বেলারুশের যুদ্ধবিমানে সংস্কারকার্য চালানো হয়েছে।এগুলো পরিচালনার জন্য বেলারুশের সেনাদের প্রশিক্ষণ দেয়া হয়েছে।

    Last Updated: 20-07-2023
  • বৈশ্বিক ডিজিটাল লেনদেন
    Ans: প্রকাশ : জুন ২০২৩।
    প্রকাশক : ভারত সরকারের নাগরিক সম্পৃক্ততা প্ল্যাটফর্ম My GovIndia।
    প্রতিবেদন অনুযায়ী | ডিজিটাল লেনদেনে শীর্ষ ৫ দেশ- ১. ভারত, ২. ব্রাজিল ৩. চীন, ৪. থাইল্যান্ড ও ৫. দক্ষিণ কোরিয়া।

    Last Updated: 20-07-2023
  • Food Outlook - ২০২৩
    Ans: প্রকাশিত: ১৫ জুন ২০২৩।
    প্রকাশক : জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) ।
    প্রতিবেদনের শিরোনাম : Food Outlook : Biannual Report on Global Food Markets

    প্রতিবেদন অনুযায়ী—
    - গম উৎপাদনে শীর্ষে চীন , আমদানিতে মিসর, রপ্তানিতে রাশিয়া
    - ভুট্রা উৎপাদনে শীর্ষে যুক্তরাষ্ট্র , আমদানিতে চীন, রপ্তানিতে যুক্তরাষ্ট্র 
    - ধান উৎপাদনে শীর্ষে চীন, আমদানিতে চীন, রপ্তানিতে ভারত
    - চিনি উৎপাদনে শীর্ষে ব্রাজিল, আমদানিতে চীন, রপ্তানিতে ্ব্রাজিল
    উলেক্ষ্য, বিশ্বে ধান উৎপাদনে বাংলাদেশ তৃতীয়। 

    Last Updated: 20-07-2023
  • ৭৬তম কান চলচ্চিত্র উৎসব-
    Ans:  ১৬-২৭ মে ২০২৩ অনুষ্ঠিত হয় এবারের ৭৬তম কান চলচ্চিত্র উৎসব।

    একনজরে উল্লেখযোগ্য বিজয়ী—
    • পাম ডি'র (স্বর্ণপাম) : অ্যানাটমি অব অ্যা ফল; পরিচালক জাস্টিন ত্ৰিয়েত (ফ্রান্স)
    • গ্রী প্রি : দ্য জোন অব ইন্টারেস্ট পরিচালক জনাথন
    • গ্রেজার (যুক্তরাজ্য) পরিচালক : টান আন হাং (ভিয়েতনামি বংশোদ্ভূত ফ্রান্সের নাগরিক); চলচ্চিত্র- দ্য পত অঁ ফু

    অভিনেতা : ফুজি ইয়াকুশো (জাপান); চলচ্চিত্র- পারফেক্ট ডেজ
    অভিনেত্রী: মারভে দিজদার (তুরস্ক); চলচ্চিত্র- অ্যাবাউট ড্রাই গ্রাসেস
    স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র : টোয়েন্টি সেভেন; পরিচালক ফ্লোরা আন্না বুদা (হাঙ্গেরি)।

    জাস্টিন ত্রিয়েত তৃতীয় নারী নির্মাতা হিসেবে স্বর্ণপাম জিতেন

    Last Updated: 20-07-2023
  • বৈশ্বিক বাস্তুচ্যুত - ২০২৩
    Ans: প্রকাশ : ১৪ জুন ২০২৩।
    প্রকাশক : জাতিসংঘ শরণার্থীবিষয়ক হাইকমিশনার (UNHCR) ।
    প্রতিবেদনের শিরোনাম : Global Trends in Forced Displacement 2022 

    প্রতিবেদন অনুযায়ী—
    • বিশ্বে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ১০৮.৪ মিলিয়ন। বাস্তুচ্যুত এবং শরণার্থী গ্রহণে শীর্ষ ৩ দেশ (মিলিয়ন)
    বাস্তুচ্যুত শীর্ষ দেশঃ সিরিয়া, ৬.৫ মিলিয়ন 
    শরণার্থী গ্রহণ শীর্ষ দেশঃ তুরস্ক, ৩.৬ মিলিয়ন। 

    Last Updated: 20-07-2023
  • বিশ্বের ব্যয়বহুল শহর - ২০২৩
    Ans: প্রকাশ : ৭ জুন ২০২৩।
    প্রকাশক : আন্তর্জাতিক সংগঠন ইসিএ ইন্টারন্যাশনাল।
    প্রতিবেদন অনুযায়ী
    • শীর্ষ পাঁচ ব্যয়বহুল শহর >
    ১, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র;
    ২, হংক;
    ৩. জেনেভা, সুইজারল্যান্ড;
    ৪: লন্ডন, যুক্তরাজ্য ও
    ৫. সিঙ্গাপুর।

    Last Updated: 20-07-2023
  • দেশে প্রথমবারের মতো 'চ্যানেল-24' এর পর্দায় সংবাদ পাঠ করলেন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিউজ প্রেজেন্টার -
    Ans: অপরাজিতা
    Last Updated: 19-07-2023
  • শক্তিশালী পাসপোর্টের ক্ষেত্রে বাংলাদেশ তালিকায় অবস্থান করছে-
    Ans: ৯৬তম
    Last Updated: 19-07-2023
  • কলাগাছের আঁশ থেকে তৈরী 'কলাবতী' শাড়ি প্রথম প্রস্তুত করেন-
    Ans: মৌলভীবাজারের তাঁতী রাঁধাবতী দেবী।
    Last Updated: 19-07-2023
  • সমুদ্র থেকে ১০ হাজার হেক্টর ভূমি পুনরুদ্ধারে প্রকল্প-
    Ans: নোয়াখালী জেলার মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হচ্ছে উড়িরচর। এজন্য সমুদ্র থেকে প্রায় ১০ হাজার হেক্টর ভূমি পুনরুদ্ধারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। কোম্পানীগঞ্জ ও সুবর্ণচর উপজেলায় সাত কিলোমিটারেরও বেশি লম্বা ক্রস ড্যাম ও টাই বাঁধ নির্মাণের মাধ্যমে এ যোগাযোগ স্থাপন করা সম্ভব হবে। এ লক্ষ্যে প্রকল্প গ্রহণ করেছে সরকার। পানিসম্পদ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
    Last Updated: 19-07-2023
  • বিবিএস অনুসারে দেশে প্রায়োগিক সাক্ষরতার হার -
    Ans: ৬২.৯২ শতাংশ, এগিয়ে নারীরা
    সোর্সঃ প্রথম-আলো 

    Last Updated: 17-07-2023
  • চীনের প্রথম বেসামরিক নভোচারী হিসেবে মহাকাশে যান কে?
    Ans: অধ্যাপক গুই হেইচাও ।
    Last Updated: 16-07-2023
  • স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিক্স ২০২২ অনুসারে দেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত?
    Ans: ১.১২%।
    Last Updated: 16-07-2023
  • স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিক্স ২০২২ অনুযায়ী দেশের বর্তমান জনসংখ্যা কত?
    Ans: ১৭০.৮৪ মিলিয়ন।
    Last Updated: 16-07-2023
  • দেশের প্রথম লিথিয়াম ব্যাটারি উৎপাদন কারখানার নাম কী?
    Ans: বাংলাদেশ লিথিয়াম ব্যাটারি লি. (মিরসরাই, চট্টগ্রাম)।
    Last Updated: 16-07-2023
  • ১৮ জুন ২০২৩ টাকা-রুপির ডেবিট কার্ড চালুর ঘোষণা দেয় কোন ব্যাংক?
    Ans: বাংলাদেশ ব্যাংক।
    Last Updated: 16-07-2023
  • বিশ্বে প্রথম ফুটবলার হিসেবে ২০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলেন কে?
    Ans: ক্রিস্টিয়ানো রোনালদো (পর্তুগাল)
    Last Updated: 16-07-2023
  • ফোর্বসের তালিকায় বিশ্বের সবচেয়ে দামি ফুটবল ক্লাবের নাম কী?
    Ans: রিয়াল মাদ্রিদ।
    Last Updated: 16-07-2023
  • টেস্টে রানের হিসেবে বাংলাদেশের বৃহত্তম জয় কোন দেশের বিপক্ষে?
    Ans: আফগানিস্তান; ৫৪৬ রানে।
    Last Updated: 16-07-2023
  • ২০২৩ সালের জার্মান পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স অ্যাসোসিয়েশনের মর্যাদাপূর্ণ শান্তি পুরস্কার লাভ করেন কে?
    Ans: সালমান রুশদি।
    Last Updated: 16-07-2023
  • বিশ্বের বৃহৎ ‘সামুদ্রিক পার্ক' তৈরির পরিকল্পনা গ্রহণ করেছে কোন দেশ?
    Ans: অস্ট্রেলিয়া।
    Last Updated: 16-07-2023
Showing 2761 to 30 of 4174 entries


Tags

current affairs pdf, current affairs bangladesh, current affairs bangla, current affairs বাংলা, সাম্প্রতিক তথ্য, সাম্প্রতিক বিশ্ব, সাম্প্রতিক বাংলাদেশ, সাম্প্রতিক খবর, অতি সাম্প্রতিক সাধারণ জ্ঞান, অতি সাম্প্রতিক প্রশ্ন,বাংলাদেশ ও সাম্প্রতিক বিশ্ব, বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রবাহ, বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রবাহ pdf, সাম্প্রতিক প্রশ্ন ও উত্তর, সাম্প্রতিক প্রশ্ন ও সমাধান, সাম্প্রতিক আন্তর্জাতিক, সাম্প্রতিক ইস্যু, সাম্প্রতিক প্রশ্নোত্তর, সাম্প্রতিক এম সি কিউ, সাম্প্রতিক বিশ্বের খবর, সাম্প্রতিক গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান,সাম্প্রতিক চুক্তি, সাম্প্রতিক চাকরির পরীক্ষার প্রশ্ন

Latest News & Events