বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে কোনটি একটি সামাজিক অসুস্থতা হিসেবে পরিলক্ষিত হয়?

A ইভটিজিং

B ঘুষ

C দুর্নীতি

D অপরাধ

Solution

Correct Answer: Option A

-র্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে ইভটিজিং একটি সামাজিক অসুস্থতা হিসেবে পরিলক্ষিত হয়। 
-ইভটিজিং হল এমন একটি আচরণ যাতে একজন বা একাধিক পুরুষ ব্যক্তি একজন নারী বা একাধিক নারীকে যৌনতার উদ্দেশ্যে অনুসরণ, উত্ত্যক্ত বা হুমকি প্রদান করে। 
-বাংলাদেশে ইভটিজিং একটি ক্রমবর্ধমান সমস্যা।
-২০২২ সালের জরিপ অনুসারে, বাংলাদেশের প্রায় ৪০% নারী ইভটিজিংয়ের শিকার হন। 
 
ইভটিজিংয়ের কারণগুলোর মধ্যে রয়েছে: 
-নারীদের প্রতি পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি 
-নারীদের স্বাধীনতা ও অধিকারের প্রতি অনীহা 
-যৌনতার প্রতি ভুল ধারণা 
-সামাজিক অবক্ষয় 
-শিক্ষা ও সচেতনতার অভাব।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions