"শাসক যদি মহৎ গুণসম্পন্ন হয় তাহলে আইন নিষ্প্রয়োজন,আর শাসক যদি মহৎ গুণসম্পন্ন না হয় তাহলে আইন অকার্যকর"। এটি কে বলেছেন?
A সক্রেটিস
B প্লেটো
C অ্যারিস্টটল
D বেনথাম
Solution
Correct Answer: Option B
- এই উক্তিটি বলেছেন প্রাচীন গ্রিসের দার্শনিক প্লেটো। তিনি তার "রিপাবলিক" গ্রন্থে এই উক্তিটি করেছেন।
- প্লেটোর মতে, একটি আদর্শ রাষ্ট্রের শাসক হবেন দার্শনিক রাজারা। এরা হবেন জ্ঞানী, ন্যায়বান এবং সাহসী।
- এই গুণসম্পন্ন শাসকদের নেতৃত্বে একটি রাষ্ট্রে আইনের প্রয়োজন হবে না। কারণ, এই শাসকগণ জনগণের কল্যাণে কাজ করবেন এবং তাদের ইচ্ছা অনুসারে রাষ্ট্র পরিচালনা করবেন।