'ধাক্কা না খেয়ে পথ চলার অধিকার যদি আমার থাকে, তবে অপরের কর্তব্য হলো প্রয়োজনমতো আমার পথ ছেড়ে দেয়া।'- উক্তিটি কার?
A অধ্যাপক লাস্কি
B মন্টেস্কু
C অধ্যাপক হবস হাউস
D ম্যাক্স ওয়েবার
Solution
Correct Answer: Option C
- উক্তিটি করেছেন অধ্যাপক হবস হাউস (L.T. Hobhouse)।
- এটি একটি নৈতিক ও সামাজিক দৃষ্টিভঙ্গি প্রকাশ করে, যেখানে ব্যক্তির অধিকার এবং অপরের কর্তব্যের মধ্যে ভারসাম্যের কথা বলা হয়েছে।
- এই উক্তি মূলত সামাজিক ন্যায়বিচার এবং পারস্পরিক সম্মানের ধারণাকে তুলে ধরে।