'মিথ্যা বলা ভালো নয়।' এটি একটি-

A নীতিবাক্য

B ধর্মীয় মূল্যবোধ

C সুশাসন

D কোনোটিই নয়

Solution

Correct Answer: Option A

- নৈতিকতা বিষয়ক সামাজিক চিন্তা-চেতনা যেসব অবধারণের মাধ্যমে প্রকাশ পায় তাদেরকে আমরা এককথায় নৈতিক অবধারণ বা নীতিবাক্য বলতে পারি ।
- এই সব নীতি-বাক্যগুলো ‘চুরি করা অন্যায়', “মিথ্যা বলা ভালো নয়' ইত্যাদি আকারে প্রতিনিয়ত আমরা ব্যবহার করি।
- নৈতিক অবধারণের ভিত্তি সামাজিক হলেও এর ব্যক্তিবাদী দিকটি কিন্তু গুরুত্বহীন নয়।
- চরণের ক্ষেত্রে স্বতঃস্ফূর্ততা তথা স্বাধীনতাকে অন্যতম শর্ত হিসেবে নেয়ায় নৈতিকতা ব্যক্তির আত্ম-নিয়ন্তণ তথা আত্ম-নির্দেশনাকে তার এক মৌলিক নীতি হিসেবে মেনে নিতে বাধ্য।
- পাশ্চাত্য নীতি-দর্শনের আদি গুরু হিসেবে পরিচিত সক্রেটিস থেকে শুরু করে সাম্প্রতিক কালের সকল দার্শনিক এ বিষয়ের উপর সর্বাধিক গুরুত্ব দিয়েছেন।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions