সুশাসনের ভিত্তিকে মজবুত করতে মূল্যবোধ কী ধরনের শিক্ষা দেয় ?
A সভ্যতা, সংস্কৃতি ও ঐতিহ্য
B প্রথা
C নীতি ও নৈতিকতা
D খ ও গ উভয়ই
Solution
Correct Answer: Option A
-মূল্যবোধ শাসনের ভিত্তিকে মজবুত করতে সভ্যতা, সংস্কৃতি ও ঐতিহ্যের শিক্ষা দেয়।
-মূল্যবোধগু হল এমন নীতি বা বিশ্বাস যা একটি সমাজ বা সংস্কৃতিকে পরিচালিত করে। তারা সমাজে ন্যায়বিচার, সমতা এবং স্বাধীনতাকে প্রচার করে।