Solution
Correct Answer: Option C
- মানুষের আচরণ বা ঐচ্ছিক ক্রিয়া হলো নীতিবিদ্যার আলোচ্য বিষয়।
- নীতিবিদ্যা একটি মানদন্ড বা আদর্শকে সামনে রেখে পর্যবেক্ষণের ওপর ভিত্তি করে মানুষের আচরণ মূল্যায়ন করে এবং এ আদর্শের সাথে তুলনা করে মানুষের ঐচ্ছিক ক্রিয়ার উচিত বা অনুচিত বলে বিচার করে।
- যে কাজ আদর্শের সাথে সঙ্গতিপূর্ণ তাকে বলা হয় উচিত এবং যে কাজ অসঙ্গতিপূর্ণ নয় তাকে বলা হয় অনুচিত।