নৈতিক অধিকার কোথা থেকে উদ্ভূত হয়?
A সামাজিক মূল্যবোধ
B সামজিক ন্যায়বোধ
C সামাজিক চেতনাবোধ
D সামাজিক দায়বদ্ধতা
Solution
Correct Answer: Option B
মানুষের বিবেক ও সামাজিক নৈতিকতা বা ন্যায়বোধ থেকে যে অধিকার আসে তাকে নৈতিক অধিকার বলে। নৈতিক অধিকারের কোনো আইনগত ভিত্তি নেই। যেমন- দুর্বলকে সাহায্য লাভের অধিকার নৈতিক অধিকার। এটি রাষ্ট্র কর্তৃক প্রণয়ন করা হয় না।