নিজেকে সংযত ও শাসন করা নাগরিকের কোন ধরণের গুণ?

A আত্মসংযম

B সংবেদনশীলতা

C বিবেকবোধ

D সহনশীলতা

Solution

Correct Answer: Option A

আত্মসংযম অর্থ নিজেকে নিয়ন্ত্রণ করা। যারা নিজেকে নিয়ন্ত্রণ করতে শেখে, তারা যোগ্য মানুষের মর্যাদা পায়। সুনাগরিকের আত্মসংযম থাকা উচিত। নিজেকে সবধরনের লোভ-লালসার ঊর্ধ্বে রেখে সততা ও নিষ্ঠার সঙ্গে নিজের দায়িত্ব-কর্তব্য পালন করা।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions