বাংলায় শিক্ষা শব্দটির ধাতু 'শাস' এর অর্থ নয় কোনটি?
A শাসন করা
B শৃঙ্খলিত করা
C নিষ্কাশন করা
D নিয়ন্ত্রিত করা
Solution
Correct Answer: Option C
শিক্ষা একটি জীবনব্যাপী প্রক্রিয়া। মানুষ জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত শিক্ষা গ্রহণ করে। তাই শিক্ষা লাভের ধরণও ভিন্ন হয়। বাংলায় 'শিক্ষা' শব্দটি এসেছে 'শাস' ধাতু থেকে যার অর্থ শাসন করা অথবা উপদেশ দান করে।