কোন শ্রেণির ক্রিয়া নীতিবিদ্যার আলোচ্য বিষয়ের অন্তর্ভুক্ত?

A নৈতিকতা-নিরপেক্ষ ক্রিয়া

B সামাজিক ক্রিয়া

C ঐচ্ছিক ক্রিয়া

D ইচ্ছা-নিরপেক্ষ ক্রিয়া

Solution

Correct Answer: Option C

- নীতিবিদ্যা সমাজে বসবাসকারী মানুষের কাজের ভাল-মন্দ , উচিত-অনুচিত বিষয়গুলো নিয়ে কাজ করে ।
- আর উপযুক্ত বিষয়গুলো স্বাভাবিকভাবেই ঐচ্ছিক কাজ ।
- অকস্মাৎ ঘটে যাওয়া ও অন্যের দ্বারা প্রভাবিত হয়ে কোনো কর্মকাণ্ড নীতিবিদ্যা আলোচনা করে না।

ঐচ্ছিক ক্রিয়ার স্তর ৩টিঃ
-মানসিক,
-শারীরিক ও
-বাহ্যিক স্তর।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions