নীতি ও ঔচিত্যবোধের অনুমোদন ব্যক্তি পেয়ে থাকে-
Solution
Correct Answer: Option C
- মূল্যবোধের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান হল - নীতি ও ঔচিত্যবোধ ।
- নৈতিকতা বা ঔচিত্যবোধের মূল ভিত্তিভূমি হল - বিবেক, আর বিকাশ ভূমি হল - সমাজ ।
- নীতি ও ঔচিত্যবোধের অনুমোদন ব্যক্তি নিজের থেকে পেয়ে থাকে। সমাজে কারো ক্ষতি না করা, কারো মনে কষ্ট না দেয়া, কটুক্তি না করা এবং সমাজে প্রচলিত আদর্শিক রীতিনীতিসমূহের যথার্থ অনুশীলনই হচ্ছে নীতি ও ঔচিত্যবোধ।