বিশ্বব্যাংকের মতে সুশাসনের উপাদান কয়টি?

A ৯টি

B ৮টি

C ৭টি

D ৬টি

Solution

Correct Answer: Option D

বিশ্বব্যাংকের মতে সুশাসনের উপাদান ৬টি-
 - বাক স্বাধীনতা ও জবাবদিহিতা
 - রাজনৈতিক স্থিতিশীলতা ও সহিংসতার অনুপস্থিত 
 - সরকারের কার্যকারিতা
 - নিয়ন্ত্রণ গুন
 - আইনের শাসন
 - দুর্ণীতি দমন
 
২০০০ সালে বিশ্বব্যাংক সুশাসনের ৪টি স্তম্ভ ঘোষণা করে। এ ৪টি স্তম্ভ হল−
- দায়িত্বশীলতা,
- স্বচ্ছতা
- আইনী কাঠামো ও
- অংশগ্রহণ।
 
 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions