নৈতিকতা কোন শাস্ত্রের শাখা ?

A নীতিশাস্ত্র

B দর্শনশাস্ত্র

C সামাজিক বিজ্ঞান

D বিজ্ঞান শাস্ত্র

Solution

Correct Answer: Option B

- নৈতিকতা হল এমন একটি বিষয় যা সঠিক ও ভুল, ভাল ও মন্দ, ন্যায় ও অন্যায় ইত্যাদি ধারণাগুলি নিয়ে আলোচনা করে। 
- এই ধারণাগুলির ব্যাখ্যা ও মূল্যায়ন করার জন্য দর্শনের একটি শাখা হল নীতিশাস্ত্র বা নৈতিক দর্শন। 
- নীতিশাস্ত্রের মূল উদ্দেশ্য হল মানুষের আচরণের নৈতিক মূল্য নির্ধারণ করা। এই উদ্দেশ্য অর্জনের জন্য নীতিশাস্ত্র বিভিন্ন দৃষ্টিভঙ্গি ও তত্ত্বের উপর ভিত্তি করে কাজ করে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions