মানুষ স্বভাবতই স্বার্থপর ও আত্মকেন্দ্রিক ' ।এই মতবাদটির কার?

A অধ্যাপক টি এইচ গ্রিন

B রুশো

C টমাস হবস

D জন লক

Solution

Correct Answer: Option C

- "মানুষ স্বভাবতই স্বার্থপর ও আত্মকেন্দ্রিক" এই মতবাদটির প্রবক্তা হলেন ইংরেজ দার্শনিক টমাস হবস। 
- তিনি তার "ল'স অফ নাচার" (1651) গ্রন্থে এই মতবাদটি প্রচার করেন। 
- হবস বিশ্বাস করতেন যে, মানুষ স্বাভাবিক অবস্থায় স্বার্থপর ও আত্মকেন্দ্রিক। এই অবস্থায় প্রত্যেক ব্যক্তিই নিজের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেয় এবং অন্যদের স্বার্থকে অবহেলা করে। এর ফলে, এই অবস্থায় সমাজে অশান্তি ও সহিংসতা বিরাজ করে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions