Principia Ethica গ্রন্থের রচয়িতা কে?
A জর্জ এডওয়ার্ড মুর
B হ্যারল্ড লাস্কি
C অধ্যাপক টি এইচ গ্রিন
D নিকোলা মেকিয়াভেলী
Solution
Correct Answer: Option A
- ৯০৩ সালে প্রকাশিত Principia Ethica গ্রন্থটি রচনা করেন ব্রিটিশ অ্যানালিটিক্যাল ফিলোসফার জর্জ এডওয়ার্ড মুর।
- এই বইয়ে নীতিবিদ্যা'র বিভিন্ন জটিলতা সম্পর্কে জি.ই. মুর এর বক্তব্য তুলে ধরা হয়েছে।