সমাজ ও জাতীয় আদর্শ গঠনে মূল্যবোধ শিক্ষা ও সুশাসনের গুরুত্ব কী?
A নৈতিকতার শিক্ষা দান করে
B মন্দকে ত্যাগ ও ভালোকে গ্রহণের শিক্ষা
C স্বচ্ছতা, জবাবদিহিতা ও নিরপেক্ষতা
D সবগুলোই
Solution
Correct Answer: Option D
- মূল্যবোধ শিক্ষা মানুষের মধ্যে নৈতিকতাবোধের বিকাশ ঘটায়। নৈতিকতাবোধ মানুষকে সৎ, ন্যায়পরায়ণ, পরোপকারী, সহনশীল ও দেশপ্রেমিক হতে সাহায্য করে। এসব গুণাবলী সমাজ ও জাতীয় আদর্শ গঠনের জন্য অপরিহার্য। - - সুশাসন হল এমন একটি শাসনব্যবস্থা যেখানে আইনের শাসন প্রতিষ্ঠিত, সরকারের কার্যাবলী স্বচ্ছ ও জবাবদিহিমূলক এবং সকল নাগরিকের অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়। সুশাসন সমাজ ও রাষ্ট্রে শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের জন্য প্রয়োজনীয়।