যৌন হয়রানি নিরুৎসাহিত হয় যার মাধ্যমে?

A মূল্যবোধের শিক্ষা

B সুশাসন

C উচ্চশিক্ষা

D সবগুলোই

Solution

Correct Answer: Option A

আইনের মূলভিত্তি মনে করা হয় মূল্যবোধকে। মূল্যবোধ হলো ব্যক্তির নীতি ও ঔচিত্যবোধ। সুস্থ কাঠামোর অবিচ্ছেদ্য অংশ হলো মূল্যবোধ। সামাজিক ও রাষ্ট্রের উন্নয়ন নির্ণীত হয় মূল্যবোধের অগ্রগতির সূচকে। মূল্যবোধ মানুষের আচরণের মানদন্ড। মূল্যবোধ মানুষের আচার আচরণ নিয়ন্ত্রণ ও পরিচালনায় সাহায্য করে। মূল্যবোধের প্রভাবে মানুষের নেতিবাচক ধ্যান ধারণা ও দৃষ্টিভক্তি দূরীভূত হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions