Solution
Correct Answer: Option B
- সুফিয়া কামালের স্মৃতিকথামূলক গ্রন্থ 'একাত্তরের ডায়েরী' (১৯৮৯)। সুফিয়া কামাল ৩০ ডিসেম্বর, ১৯৭০ সালে এটি লেখা শুরু করেন এবং এর সমাপ্তি ঘটান ৩১ ডিসেম্বর, ১৯৭১ সালে। এ গ্রন্থে উঠে এসেছে একাত্তরের যুদ্ধকালীন সময়ের যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের নানা মুহূর্ত; যার মাধ্যমে ওই সময়ের আতঙ্কগ্রস্ত ও বিধ্বস্ত জীবনকে উপলব্ধি করা যায়।
- 'শহিদ জননী জাহানারা ইমাম রচিত মুক্তিযুদ্ধভিত্তিক দিনলিপি 'একাত্তরের দিনগুলি' (১৯৮৬);
- সেলিনা হোসেন রচিত মুক্তিযুদ্ধভিত্তিক প্রবন্ধ 'একাত্তরের ঢাকা' (১৯৯০);
- এম. আর আখতার মুকুল রচিত মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ 'একাত্তরের বর্ণমালা।