স্রোতের অনুকূলে ৬ কি.মি. যেতে সময় লাগে ৬০ মিনিট স্রোতের অনুকূলে ১ কি.মি. যেতে সময় লাগে ৬০/৬ মিনিট স্রোতের অনুকূলে ৩ কি.মি. যেতে সময় লাগে (৬০ × ৩)/৬ মিনিট = ৩০ মিনিট
২০% বৃদ্ধি তে , দৈর্ঘ্য ১০০ হলে পরবর্তী দীর্ঘ = ১২০
১০% হ্রাসে , প্রস্থ ১০০ হলে প্রস্থ = ৯০
ক্ষেত্রফল = (১২০ x ৯০) = ১০৮০০ প্রথম ক্ষেত্রে ক্ষেত্রফল = (১০০ x ১০০)= ১০০০০ বৃদ্ধি = (১০৮০০-১০০০০) = ৮০০ তাহলে , শতকরা বৃদ্ধি = (৮০০/১০০০০) X ১০০ = ৮%
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
- জাতির পিতার আত্মস্বীকৃত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার খুনির মুক্তিযুদ্ধের খেতাব বাতিল করেছে সরকার। - এ বিষয়ে ০৬ জুন, ২০২১ রোববার প্রজ্ঞাপন জারি করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।
- যাদের খেতাব বাতিল হলোঃ - লে. কর্নেল শরিফুল হক ডালিম (বীর উত্তম, গেজেট নং ২৫), - লে. কর্নেল এস এইচ এম এইচ এম বি নূর চৌধুরী (বীর বিক্রম, গেজেট নং ৯০), - লে. এ এম রাশেদ চৌধুরী (বীর প্রতীক, গেজেট নং ২৬৭) এবং - নায়েক সুবেদার মোসলেম উদ্দিন খান (বীর প্রতীক, গেজেট নং ৩২৯)।
প্রজ্ঞাপনে বলা হয়, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা মামলায় আত্মস্বীকৃত খুনি এই চারজনের এসব খেতাব বাতিল করা হলো। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সভার সিদ্ধান্তের আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
- বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয় ১০ এপ্রিল ১৯৭১ সালে। - এরপর ১৭ এপ্রিল ১৯৭১ সালে আনুষ্ঠানিকভাবে মুজিবনগর সরকারের শপথ গ্রহণের পর গঠিত মন্ত্রীসভার সদস্য ৬ জন । - মুজিবনগর সরকারের ১২টি মন্ত্রণালয় ছিল ।
যথাঃ - প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা, তথ্য, সম্প্রচার ও যোগাযোগ, অর্থনৈতিক বিষয়াবলি, পরিকল্পনা বিভাগ, শিক্ষা, স্থানীয় সরকার, স্বাস্থ্য, শ্রম, সমাজকল্যাণ, সংস্থাপন এবং অন্যান্য যেসব বিষয় কারও ওপর ন্যস্ত হয়নি তার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী তাজউদ্দিন আহমেদ। - রাষ্ট্রপতি নিযুক্ত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। - উপ-রাষ্ট্রপতি ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। - অর্থ ও বাণিজ্য মন্ত্রী এম মনসুর আলী। - স্বরাষ্ট্র, ত্রাণ, পুনর্বাসন ও কৃষি মন্ত্রী ছিলেন এ এইচ এম কামরুজ্জামান এবং - পররাষ্ট্র ও সংসদ বিষয়ক মন্ত্রী ছিলেন খন্দকার মুশতাক আহমেদ।
বাংলাদেশের সংবিধানে ৭টি তফসিল রয়েছে। যথা: - প্রথম তফসিল: অন্যান্য বিধান সত্ত্বেও কার্যকর আইন। - দ্বিতীয় তফসিল: বিলুপ্ত, - তৃতীয় তফসিল: শপথ ও ঘোষণা, - চতুর্থ তফসিল: ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলি, - পঞ্চম তফসিল: ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ, - ষষ্ঠ তফসিল: ২৬ মার্চের স্বাধীনতার ঘোষণা, - সপ্তম তফসিল: ১৯৭১ সালের ১০ এপ্রিল স্বাধীনতার ঘোষণাপত্র।
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ বাঙালি জাতির ইতিহাসে একটি অবিস্মরণীয় অধ্যায়। - ১৯৭১ সালের এই দিনে রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) লক্ষ লক্ষ মানুষের সামনে বঙ্গবন্ধু তাঁর ভাষণে স্বাধীনতার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান। - এই ভাষণটি বাঙালি জাতির মুক্তির সংগ্রামে একটি বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করে।
• বঙ্গবন্ধু তাঁর ভাষণে চারটি মূল দাবি উপস্থাপন করেন: ১. চলমান সামরিক আইন প্রত্যাহার করা, ২. সৈন্যদের ব্যারাকে ফিরিয়ে নেওয়া, ৩. গণহত্যার তদন্ত করা এবং ৪. নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা।
- তিনি বলেন, "এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম," যা বাঙালির স্বাধীনতার আকাঙ্ক্ষাকে শক্তিশালী করে তোলে। - তাঁর এ ভাষণ ‘স্বাধীন বাংলা বেতার’ কেন্দ্র থেকে ‘বজ্রকন্ঠ’ নামে প্রচারিত হয় এবং এটি বাঙালি জাতিকে স্বাধীনতা সংগ্রামে উজ্জীবিত করে।
• চলচ্চিত্র ও তথ্যচিত্র: - বঙ্গবন্ধুর এই ভাষণ নিয়ে ২০১০ সালে ফাখরুল আরেফীন নির্মাণ করেন তথ্যচিত্র "দ্য স্পিচ"। - আলোচিত এই তথ্যচিত্রটি নির্মিত হয় ২০১০ সালে। - যেটি বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় থেকে পাঠানো হয়েছিল ইউনেস্কোতে।
- বঙ্গবন্ধুর সেই অমর ভাষণকে ২০১৭ সালের ৩০ অক্টোবর ইউনেসকো ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দেয়।
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রধান আসামি করে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় ৩ জানুয়ারি, ১৯৬৮ সালে। - আগরতলার পরিকল্পনা ফাঁস করেন পাকিস্তান ইন্টার ইন্টেলিজেন্সের সদস্য আমির হোসেন। - ১৮ জানুয়ারি বঙ্গবন্ধুকে এই মামলায় অভিযুক্ত করা হয়। - এই মামলায় বঙ্গবন্ধুকে প্রধান আসামী করে মোট ৩৫ জনকে আসামী করা হয়। - মামলার নাম “রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান এবং অন্যান্য"। তবে এটি “আগরতলা ষড়যন্ত্র” মামলা হিসেবেই বেশি পরিচিত। - ১৯৬৮ সালের ২১ এপ্রিল বিচারপতি এস.এ.রহমানের নেতৃত্বে একটি বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হয়। - ঢাকা ক্যান্টনমেন্টে ১৯ জুন কঠোর নিরাপত্তার মধ্যে এই মামলার বিচারকার্য শুরু হয়। - আগরতলা মামলার প্রেক্ষাপটে আওয়ামী লীগ ১০ ডিসেম্বর, ১৯৬৮ ‘নির্যাতন প্রতিরোধ দিবস’ পালন করে। - এই মামলার আসামী সার্জেন্ট জহুরুল হককে ১৫ ফেব্রুয়ারি ১৯৬৯ বন্দি অবস্থায় গুলি করে হত্যা করা হয়। - গণঅভ্যুত্থানের মুখে আইয়ুব খান সরকার ১৯৬৯ সালের ২২শে ফেব্রুয়ারি আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করে বঙ্গবন্ধু সহ সকল রাজবন্দিদের মুক্তিদানে বাধ্য হয়। -২৩ ফেব্রুয়ারি, ১৯৬৯ সালে রেসকোর্স ময়দানে এক বিশাল জনসভায় শেখ মুজিবুর রহমানসহ মামলায় অভিযুক্তদের এক গণসংবর্ধনা দেওয়া হয়। এ সংবর্ধনায় তোফায়েল আহমেদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করেন।
- ২৩ ফেব্রুয়ারি, ১৯৬৯ সালে রেসকোর্স ময়দানে এক বিশাল জনসভায় শেখ মুজিবুর রহমানসহ আগরতলা ষড়যন্ত্র মামলায় অভিযুক্তদের এক গণসংবর্ধনা দেওয়া হয়। - এ সংবর্ধনায় তোফায়েল আহমেদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করেন।
- পূর্ব পাকিস্তানের স্বাধিকার প্রশ্নে ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দলগুলোর এক সম্মেলনে শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ছয় দফা দাবি পেশ করেন । - পরবর্তীতে ২৩ মার্চ ,১৯৬৬ সালে আনুষ্ঠানিকভাবে 'ছয় দফা ' ঘোষণা করেন । - জাতির জনক একে ' পূর্ব পাকিস্তানের বাঁচার দাবি 'বলে অভিহিত করেন ।
ছয় দফার দাবিসমুহ হল - ১. শাসনতান্ত্রিক কাঠামো ও রাষ্ট্রের প্রকৃতি নির্ধারণ ২. কেন্দ্রীয় সরকারের হাতে ক্ষমতা ৩. স্বতন্ত্র মুদ্রা ব্যবস্থার প্রচলন ৪. বৈদেশিক বাণিজ্য ৫. রাজস্ব ,কর ও শুল্ক বিষয়ক ক্ষমতা ৬. আঞ্চলিক সংহতি ও জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য প্রদেশগুলো নিজস্ব মিলিশিয়া বা প্যারামিলিটারি বাহিনী বা আধা সামরিক বাহিনী গঠন ও পরিচালনা করতে পারবে।
- যুক্তফ্রন্ট গঠিত হয়েছিল ১৯৫৪ সালের প্রাদেশিক পরিষদের নির্বাচনে ক্ষমতাসীন মুসলিম লীগ সরকারকে পরাজিত করার লক্ষ্যে। - ১৯৫৩ সালের ৪ ডিসেম্বর, কৃষক প্রজা পার্টির নেতা শেরে বাংলা এ কে ফজলুল হক, আওয়ামী লীগ নেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী এক চুক্তির মাধ্যমে এই রাজনৈতিক জোটটি প্রতিষ্ঠা করেন।
- পরে, নেজাম-ই-ইসলাম, খেলাফতে রব্বানী পার্টি এবং গণতন্ত্রী দলও যুক্তফ্রন্টের অংশ হয়। - এর প্রধান অফিস স্থাপন করা হয় সদরঘাটের ৫৬, সিমসন রোডে।
- মহান একুশে ফেব্রুয়ারির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে, যুক্তফ্রন্ট তাদের নির্বাচনী ইশতেহারে ২১ দফা দাবি উত্থাপন করে। - পূর্ব বাংলার সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো এই ২১ দফা কর্মসূচির মূল রচয়িতা ছিলেন আবুল মনসুর আহমদ।
- যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক ছিল 'নৌকা,' এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী ছিলেন এর সভাপতি। - ১৯৫৪ সালের ১০ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে, যুক্তফ্রন্ট মোট ৩০৯ আসনের মধ্যে ২২৩ টি মুসলিম আসন এবং ১৩ টি অমুসলিম আসনে বিজয়ী হয়।
• সৈয়দ শামসুল হক রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস 'নিষিদ্ধ লোবান' (১৯৮১) অবলম্বনে 'গেরিলা' নামে চলচ্চিত্রায়িত করেন নাসিরউদ্দিন ইউসুফ। • এটি ২০১১ সালে মুক্তি পায়।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
• পাকিস্তানের উর্দুর প্রতি অনড় অবস্থার প্রেক্ষিতে ১৯৪৮ সালের ২ মার্চ কামরুদ্দিন আহমদের সভাপতিত্বে ‘সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ' গঠিত হয়। • এ পরিষদের আহ্বানে ১১ মার্চ ভাষার দাবীতে সাধারণ ধর্মঘট পালনের সময় বহু ছাত্র আহত এবং বঙ্গবন্ধুসহ অনেক ছাত্র গ্রেফতার হন। • পরে ছাত্রদের লাগাতার আন্দোলনের প্রেক্ষিতে বন্দীদের ১৫ মার্চ মুক্তি দিতে বাধ্য হয় সরকার। • ১৯৪৮-৫২ সাল পর্যন্ত এ ১১ মার্চে ‘ভাষা আন্দোলন দিবস' পালিত হতো। • ১৯৪৮ সালের ২১ মার্চ ও ২৩ মার্চ যথাক্রমে রেসকোর্স ময়দান ও কার্জন হলে পাকিস্তানের তৎকালীন গভর্নর জেনালের মোহাম্মদ আলী জিন্নাহ উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা বলে ঘোষণা দিলে উপস্থিত ছাত্ররা না না বলে প্রতিবাদ জানায়।
-উল্লেখ্য " সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্টভাষা সংগ্রাম পরিষদ " গঠিত হয়েছিল ৩১ জানুয়ারী , ১৯৫২ সালে ।
- রোমান্টিক যুগের সময়কাল হল -1798-1832. - এই যুগের কিছু feature হল -Lover of nature , Liberalism , Mysticism, Sublimity . - এ যুগকে বলা হয় Age of revolution,The Golden Age of Lyrics .
- অপশনের সঠিক উত্তর না থাকায় 1800 to 1850 কাছাকাছি থাকায় উত্তর হিসেবে 1800 to 1850 কে নেওয়া হয়েছে।
- 'We are such stuff as dreams are made on' উক্তিটি William Shakespeare রচিত সর্বশেষ নাটক The Tempest এর Act-IV, Scence-1 থেকে নেওয়া হয়েছে।
William Shakespeare (1564-1616) হলেন ইংরেজি সাহিত্যের একজন বিখ্যাত কবি ও নাট্যকার । - তিনি হচ্ছেন Elizabethan যুগের লেখক । - Human psychology কে তিনি অনেক সুন্দরভাবে present করেন। - তিনি ৩৭ টি নাটক রচনা করেছেন । - তিনি ৫২ বছর বয়সে মারা যান। - তাঁর নাটক সমুহের মধ্যে Macbeth, Hamlet, Julius Caesar, King Lear, Othello ইত্যাদি অন্যতম ; যা তার সাহিত্য জীবনে সর্বাধিক খ্যাতি এনে দিয়েছিল ।
- কোনো বাক্যে Just, just now, already, yet, never, recently lately ইত্যাদি adverb থাকলে বাক্যটি present perfect tense এর নিয়মানুযায়ী গঠিত হয়। - অর্থাৎ প্রদত্ত বাক্যের শূন্যস্থানে have seen বসবে।
- যে সকল clause তাদের অর্থ প্রকাশের জন্য principal clause এর উপর নির্ভরশীল তাকে sub-ordinate clause বলে। - Subordinate clause এর শুরুতে that, as, though, if, because, who, when, till, since ইত্যাদি বসে। - অর্থাৎ That he stole the pen is clear বাক্যটি subordinate clause এর উদাহরণ।
- Continuous tense-এ থাকা who যুক্ত Interrogative Sentence-কে Active থেকে Passive করার নিয়ম: Who এর পরিবর্তে By whom+Tense person অনুযায়ী auxiliary verb বসে+obj-টি sub+ being+ মূল verb এর p.p+ প্রশ্নবোধক চিহ্ন? যেমন: - active: Who is calling me? - Passive: By whom am I being called?
- যখন কোনো noun/pronoun কর্তা রূপে ব্যবহৃত হয় তখন তাকে Nominative case বলে। - যেমন: Shakib goes to school. He visited Khulna. প্রদত্ত বাক্য দুটিতে Shakib এবং he 'nomminative case হিসেবে ব্যবহৃত হয়েছে। - Him হচ্ছে objective case এবং his হচ্ছে possessive case.
- যে sentence একাধিক principal clause-কে and, but, or, yet, therefore ইত্যাদি co-ordinating conjunction দ্বারা যুক্ত হয় তাকে compound sentence বলে। - অর্থাৎ She enjoys reading and writing বাক্যটি compound sentence এবং এটি co-ordinating conjunction দ্বারা যুক্ত হয়েছে।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
- Zero conditional এর নিয়মানুযায়ী একটি অংশে present indefinite tense থাকলে অন্য অংশেও present indefinite tense হয়। - সাধারণত conditional sentence গঠনে conjunction হিসেবে if ব্যবহৃত হয়।
✅প্রাইমারী, নিবন্ধন বা ১১তম-২০তম গ্রেডের যেকোনো চাকরি জন্য প্রশ্ন ব্যাংক লেগে থেকে শেষ করুন। অ্যাপ এর প্রশ্ন ব্যাংক থেকে ১০০% কমন আসবে। বাকি চাকরি পরীক্ষা জন্য ৭০%-৮০% কমন আসবে। আপনার চর্চার সময় আপনার ভুল প্রশ্ন, বুকমার্ক প্রশ্ন সব ডাটাবেজে জমা থাকে। মনে করুন বাংলা সাহিত্য ৪০০০ প্রশ্ন আছে, আপনি একবার ভালো করে পড়বেন, এর মধ্যে দেখবেন ৪০% প্রশ্ন আপনার জানা, যেগুলো কখনও ভুল হবে না, বাকি আছে ৬০%, এই প্রশ্নগুলো আলাদা বাটনে জমা হয়, যেগুলো আপনি ভুল করছেন, এখন এইগুলো ভালো করে রিভিশন দিন। এতে সহজে কম সময় প্রস্তুতি শেষ হবে। যারা একেবারে নতুন তারা জব শুলুশন্স বাটন দিয়ে শুরু করতে পারেন।
✅প্রাইমারী ১ম ধাপের পরীক্ষার তারিখ দিলে ফুল মডেল টেস্ট শুরু হবে।
✅ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (রুটিনের জন্য পিডিএফ বাটন দেখুন) - পরীক্ষা শুরুঃ ১০ নভেম্বর। - মোট পরীক্ষাঃ ১২৮টি, - টপিক ভিত্তিকঃ ১১২টি, - রিভিশন পরীক্ষাঃ ২২টি, - Vocabulary রিভিশনঃ ৩বার
✅ সম্পূর্ণ ফ্রিতে প্রস্তুতি নিন ৫০তম বিসিএস। মোট পরীক্ষাঃ ১৬২টি টপিক ভিত্তিক পরীক্ষাঃ ১০০টি রিভিশন পরীক্ষাঃ ৬২টি
অ্যাপ এর হোম screen -এ পিডিএফ বাটন ক্লিক করুন, এখান থেকে রুটিন ডাউনলোড করতে পারবেন। রুটিনের তারিখ অনুযায়ী পরীক্ষা রাত ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে যেকোন সময় দিতে পারবেন, ফলাফল সাথে সাথে বিস্তারিত ব্যাখ্যাসহ দেওয়া হয়। missed পরীক্ষাগুলো আর্কাইভ থেকে দিতে পারবেন, তবে মেরিট লিস্ট আসবে না, মেরিট লিস্টে থাকতে হলে রুটিন অনুযায়ী নির্দিষ্ট তারিখে দিতে হবে। আর্কাইভ থেকে পরীক্ষা দিতে হলে ভিজিট করুনঃ অ্যাপ এর হোম স্ক্রীনে 'পরীক্ষার সেকশন' বাটনে ক্লিক করুন -> বিসিএস বাটন -> [ফ্রি কোর্স] ৫০তম বিসিএস প্রিলি ২২০ দিনের সেকশনের All Exam বাটন ক্লিক করুন -> এখান Upcoming, Expired ট্যাব পাবেন।
✅ প্রধান শিক্ষক প্রস্তুতি - লেকচারশীট ভিত্তিকঃ রুটিন আপলোড করা হয়েছে। পরীক্ষা শুরুঃ ১৫ আগস্ট। মোট পরীক্ষাঃ ৫৮টি
✅ আপকামিং রুটিনঃ
- ১০০ দিনের বিসিএস বিষয়ভিত্তিক প্রস্তুতি। - বেসিকভিউ বই অনুসারে GK রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে। - অগ্রদূত বাংলা বই অনুসারে বাংলা সাহিত্য ও ভাষা রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।। - English মাস্টার বই অনুসারে রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।