‘একুশের গান' কবিতায় কোন প্রত্যয় ব্যক্ত হয়েছে?

A জাতির জাগ্রত প্রতিরোধ

B জাতির ঐক্যবদ্ধ প্রয়াস

C জাতির প্রতিবাদ

D জাতির সংগ্রামী চেতনা

Solution

Correct Answer: Option A

আবদুল গাফ্ফার চৌধুরী রচিত ভাষা আন্দোলন ভিত্তিক কবিতা 'একুশের গান। এ কবিতায় জাতির জাগ্রত প্রতিরোধের প্রত্যয় ব্যক্ত হয়েছে। কবিতাটির বিখ্যাত পক্তি- 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি | আমি কি ভুলিতে পারি।/ ছেলে হারা শত মায়ের অশ্রু-গল্প এ ফেব্রুয়ারি / আমি কি ভুলিতে পারি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions