বৈদ্যুতিক ফিউজে কোনটি ব্যবহার করা হয়?
A লোহা ও তামা
B তামা ও সীসা
C সীসা ও ব্রোঞ্জ
D সীসা ও টিন
Solution
Correct Answer: Option D
ফিউজ হলো রক্ষাকারী যন্ত্র, যা বৈদ্যুতিক সার্কিটের
অতিরিক্ত বিদ্যুৎ থেকে রক্ষা করার জন্য ব্যবহৃত হয়।
বৈদ্যুতিক ফিউজে সীসা ও টিনের মিশ্রণ ব্যবহার করা হয়।