মানবদেহে কত গ্রাম শর্করা জমা থাকে?

A ২৫০-৩০০

B ৩০০-৪০০

C ৩৫৫-৪৫০

D ১২০০-১৬০০

Solution

Correct Answer: Option B

শর্করা সর্বাপেক্ষা সহজপাচ্য। দেহে শোষিত হওয়ার পর শর্করা খুব কম সময়ে তাপ উৎপন্ন করে দেহে শক্তি যোগায়। এর প্রধান কাজ শক্তি উৎপাদন করা। ১ গ্রাম শর্করা ৪ কিলো ক্যালরি তাপ উৎপন্ন করে। মানব দেহে প্রায় ৩০০-৪০০ গ্রাম শর্করা জমা থাকতে পারে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions