স্বাধীনতা যুদ্ধে 'ঢাকা' কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল?
Solution
Correct Answer: Option B
১০ এপ্রিল, ১৯৭১ সালে মুজিবনগর সরকার যুদ্ধ
পরিচালনা করার জন্য বাংলাদেশকে ৪টি সামরিক জোনে
ভাগ করে ৪ জন সেক্টর কমান্ডার নিযুক্ত করেন। পরবর্তীতে
১১ এপ্রিল প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ এর নির্দেশে কর্নেল
(অব.) এম.এ.জি ওসমানী ৪টি সেক্টরকে পুনর্গঠিত করে
পুরো দেশকে ১১টি সেক্টরে ও ৬৪টি সাব সেক্টরে ভাগ করে।
এ সময়ে ঢাকা ২ নং সেক্টরের অধীনে ছিল। নোয়াখালী,
আখাউড়া, ভৈরব রেললাইন পর্যন্ত এবং ঢাকা ও ফরিদপুর
জেলার অংশবিশেষ নিয়ে ২ নং সেক্টর গঠিত হয়। এ
সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন মেজর খালেদ মোশাররফ ও
মেজর এটিএম হায়দার।