Solution
Correct Answer: Option A
প্রথম জেনেভাঃ এটি সম্পাদিত হয় ১৮৬৪ সালে। এর কনভেনশন মূল লক্ষ্য হলো যুদ্ধক্ষেত্রে আহত এবং অসুস্থ সৈন্যদের অবস্থার সার্বিক উন্নতি।
দ্বিতীয় জেনেভাঃ এটি সম্পাদিত হয় ১৯০৬ সালে। কনভেনশন মূল লক্ষ্য হলো নৌ যুদ্ধে আহত, অসুস্থ ও ধ্বংসপ্রাপ্ত জাহাজের সৈন্যদের অবস্থার সার্বিক উন্নতি সাধন।
তৃতীয় জেনেভাঃ এটি সম্পাদিত হয় ১৯২৯ সালে।মূল লক্ষ্য হলো যুদ্ধবন্দীদের প্রতি আচরণ ও তাদের নিরাপত্তার নিশ্চয়তা দেয়া।
চতুর্থ জেনেভাঃ এটি সম্পাদিত হয় ১৯৪৯ সালে। এর কনডেনশন মূল লক্ষ্য হলো যুদ্ধাবস্থায় বেসামরিক জনগণকে রক্ষা করা।