যদি একটি সংখ্যা 'ক' এর ১২০%, অপর একটি সংখ্যা 'খ' এর ৮০% হয়, তাহলে (ক+খ) এর মান কত?
A ১.৫ ক
B ২ক
C ২.৫ ক
D এক
Solution
Correct Answer: Option C
দেওয়া আছে, ক এর ১২০% = খ এর ৮০%
⇒ ক × ১২০/১০০ = খ × ৮০/১০০
⇒ ক × ১২০ = খ × ৮০
⇒ ক × ৩ = খ × ২
⇒ খ = ৩ক /২
∴ ক+খ = ক + ৩ক/২
= (২ক + ৩ক) /২
= ৫ক/২
= ২.৫ক