কলয়েডধর্মী পদার্থ হলো -
(i) স্টার্চ (ii) সেলুলোজ (iii) জিলেটিন (iv) ক্লোরোফিল
ক . i ও ii
খ . i ও iii
গ . i, ii ও iii
ঘ . i ও iv
Solution
Correct Answer: Option C
যে সকল পদার্থ পানির সংস্পর্শে আসলে স্বতঃস্ফূর্তভাবে পানি শুষে নিতে পারে তাদেরকে কলয়েড ধর্মী পদার্থ বলে। যেমন- স্টার্চ, সেলুলোজ ও জিলেটিন।