“যুক্তিসিদ্ধ ইচ্ছার অভিব্যক্তিই আইন”—উক্তিটি কার?
Solution
Correct Answer: Option C
- এরিস্টটল ছিলেন একজন গ্রিক দার্শনিক।
- তিনি তাঁর ‘Politics’ গ্রন্থে বলেছেন, “যুক্তিসিদ্ধ ইচ্ছার অভিব্যক্তিই আইন।”
- এরিস্টটলের মতে, আইন হল রাষ্ট্রের নিয়ম। এই নিয়ম রাষ্ট্রের শাসকদের দ্বারা প্রণয়ন করা হয়। শাসকদের এই নিয়ম প্রণয়নের সময় অবশ্যই যুক্তিসিদ্ধতার ভিত্তিতে কাজ করতে হবে।