'নিয়মিত কর দেওয়া' কোন ধরণের কর্তব্য?

A রাজনৈতক

B আইনগত

C সামাজিক

D নৈতিক

Solution

Correct Answer: Option B

- কর্তব্য হলো এমন একটি কাজ যা একজন ব্যক্তি বা গোষ্ঠীকে অবশ্যই করতে হয়। কর্তব্য পালনের মাধ্যমে একজন ব্যক্তি বা গোষ্ঠীর দায়িত্ব ও দায়মুক্তির ধারণা প্রকাশ পায়।

কর্তব্যের বিভিন্ন শ্রেণীবিভাগ রয়েছে। যেমন-
সামাজিক কর্তব্য (Social Duties):
→ সামাজিক সম্প্রীতি গড়ে তোলা
→ সামাজিক প্রতিষ্ঠান গঠন ও পরিচালনা
→ অনুষ্ঠান আয়োজন
→ সন্তানকে শিক্ষাদান
→ সামাজিক সচেতনতা বৃদ্ধি

রাজনৈতিক কর্তব্য (Political Duties):
→ রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন
→ আইন মেনে চলা
→ সততার সাথে ভোটাধিকার প্রয়োগ
→ রাজনৈতিক ও প্রশাসনিক কাজে অংশগ্রহণ।
→ স্বাধীনতা ও স্বার্বভৌমত্ব রক্ষায় এগিয়ে আসা।

নৈতিক কর্তব্য (Moral Duties):
→ বাবা-মাকে শ্রদ্ধা
→ দরিদ্রকে সাহায্য
→ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ
→দুর্যোগ মোকাবেলায় এগিয়ে আসা

আইনগত কর্তব্য (Legal Duties):
নিয়মিত কর দেওয়া
→ রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা
→ সততার সাথে ভোটদান ও গ্রহণ করা।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions