Solution
Correct Answer: Option B
- প্রত্যক্ষ উক্তিতে বক্তার বক্তব্যটুকু উদ্ধরণ চিহ্নের ('' '') অন্তর্ভুক্ত থাকে।
- পরােক্ষ উক্তিতে উদ্ধরণ চিহ্ন লােপ পায়। প্রথম উদ্ধরণ চিহ্ন স্থানে যে এই সংযােজক অব্যয়টি ব্যবহার করতে হয়। বাক্যের সঙ্গতি রক্ষার জন্য উক্তিতে ব্যবহৃত বক্তার পুরুষের পরিবর্তন করতে হয়।
যেমন-
প্রত্যক্ষ উক্তি : খােকা বলল, “আমার বাবা বাড়ি নেই।”
পরােক্ষ উক্তি : খােকা বলল যে, তার বাবা বাড়ি ছিলেন না।
সুতরাং, "আমি আছি, ভয় কেন মা করো?"- বাক্যটি প্রত্যক্ষ উক্তি।