Solution
Correct Answer: Option D
- আমরা জানি, যে জিনিস বা নামটি নির্দিষ্ট করে কোন কিছুকে বুঝায় এবং যার অন্য আর কোন অস্তিত্ব নেই সেটিকে Proper Noun বলে।
- আর, Proper Noun এর সাধারণ নামবাচক Noun কে Common Noun বলে।
- যেমন Bangladesh হচ্ছে একটি নির্দিষ্ট নাম এজন্য Bangladesh একটি Proper Noun.
- কিন্তু Bangladesh একটি দেশ বা Country.
- Bangladesh পৃথিবীতে একটাই নাম হলেও Country কিন্তু সকল দেশের সাধারণ নামকেই বোঝায়। এজন্য Country হচ্ছে Common Noun।
- এখন এভাবে যদি Padma, Jamuna কোন Noun হবে জিজ্ঞেস করি, সবাই বলবো এগুলি অবশ্যই Proper Noun.
- তাহলে Jamuna তো একটি নদী বা River. এখানে একটি নদীর নাম হলেও River হচ্ছে এর Common রূপ। এ কারণে River অবশ্যই হবে Common Noun.