আগামী ২০২৬ বিশ্বকাপ সূচীতে ১০৪টি ম্যাচ হবে তিন দেশের -

A ১৫টি ভেন্যুতে

B ১৭টি ভেন্যুতে

C ১৪টি ভেন্যুতে

D ১৬টি ভেন্যুতে

Solution

Correct Answer: Option D

- ১৯৩০ সালে প্রথম ফিফা ফুটবল বিশ্বকাপ উরুগুয়েতে অনুষ্ঠিত হয়।
- এতে ১৩টি দল অংশ গ্রহণ করে।
- প্রথম বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল উরুগুয়ে, রানার্স আপ হয়েছিল আর্জেন্টিনা।
- ২০২৬ সালে অনুষ্ঠিত ফিফার ২৩ তম ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে মোট তিনটি দেশের সমন্বয়ে- কানাডা, মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্র।
- তিন দেশের মোট ১৬টি শহরে হবে খেলা (১৬টি ভেন্যু)।
- তার মধ্যে আমেরিকার ১১, মেক্সিকোর তিন ও কানাডার দু'টি শহর রয়েছে।
- সময়কাল ১১ জুন, ২০২৬ - ১৯ জুলাই, ২০২৬ ।
- মোট ১০৪টি ম্যাচ হবে।
- খেলায় অংশ গ্রহন করবে মোট ৪৮টি দল।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions