বিজ্ঞানীরা 'Black Hole' এর ছবি প্রথম কত সালে তুলতে সক্ষম হয়?
Solution
Correct Answer: Option B
- কৃষ্ণগহ্বর বা কৃষ্ণবিবরের মহাকর্ষজনিত আকর্ষণ প্রবল। আলোও এর আকর্ষণ থেকে বের হতে পারে না।
- কৃষ্ণবিবরের আয়তন সসীম, কিন্তু ঘনত্ব, ভর, অভিকর্ষজ ত্বরণ, মুক্তিবেগ প্রায় অসীম।
- একটি মিল্কীওয়েতে ১০০ মিলিয়নের বেশি ব্ল্যাকহোল থাকতে পারে।
- মহাকাশে কৃষ্ণগহ্বর থাকার কথা প্রথম ধারণা করেন আলবার্ট আইনস্টাইন।
- আমেরিকান মহাকাশ বিজ্ঞানী জন হুইলার সর্বপ্রথম ১৯৬৭ সালে "black hole" শব্দটি ব্যবহার করেন।
- Event Horizon Telescope (EHT) 2019 সালে EHT প্রথম ব্ল্যাক হোলের ছবি তুলতে সক্ষম হয়।