বিজ্ঞানীরা 'Black Hole' এর ছবি প্রথম কত সালে তুলতে সক্ষম হয়?

A 2020

B 2019

C 2015

D 1915

Solution

Correct Answer: Option B

- কৃষ্ণগহ্বর বা কৃষ্ণবিবরের মহাকর্ষজনিত আকর্ষণ প্রবল। আলোও এর আকর্ষণ থেকে বের হতে পারে না।
- কৃষ্ণবিবরের আয়তন সসীম, কিন্তু ঘনত্ব, ভর, অভিকর্ষজ ত্বরণ, মুক্তিবেগ প্রায় অসীম।
- একটি মিল্কীওয়েতে ১০০ মিলিয়নের বেশি ব্ল্যাকহোল থাকতে পারে।
- মহাকাশে কৃষ্ণগহ্বর থাকার কথা প্রথম ধারণা করেন আলবার্ট আইনস্টাইন।
- আমেরিকান মহাকাশ বিজ্ঞানী জন হুইলার সর্বপ্রথম ১৯৬৭ সালে "black hole" শব্দটি ব্যবহার করেন।
- Event Horizon Telescope (EHT) 2019 সালে EHT প্রথম ব্ল্যাক হোলের ছবি তুলতে সক্ষম হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions