ইনসমনিয়া কোন ধরণের অসুখ?

A নিদ্রহীনতা

B স্নায়ুরোগ

C সেরিব্রাল পলসি

D চোখের রোগ

Solution

Correct Answer: Option A

- ইনসমনিয়া হচ্ছে অনিন্দ্রাজনিত রোগ বা এক ধরনের Sleep disorder.
- অনিদ্রা হলো একটি ঘুমের ব্যাধি যাতে মানুষের ঘুমে সমস্যা হয়।
- অনিদ্রা বা ইনসমনিয়ার রোগীদের ক্ষেত্রে ঘুমিয়ে পড়তে বা ইচ্ছামত ঘুমাতে অসুবিধা হয়।
- একজন পূর্ণ বয়স্ক সুস্থ স্বাভাবিক মানুষ দিনের মধ্যে গড়ে প্রায় ৭-৮ ঘণ্টা ঘুমায়।
- কিন্তু ইনসমনিয়াতে আক্রান্ত হলে ঘুমের পরিমাণ কমে যায়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions