বিক্রয় মূল্যের উপর ১০% ক্ষতি ক্রয়মূল্যের শতকরা কত ক্ষতির সমতুল্য?
A 9.09%
B 9.18%
C 11.09%
D কোনটিই নয়
Solution
Correct Answer: Option A
বিক্রয়মূল্য = ১০০ টাকা
ক্ষতি = ১০০ এর ১০%
= ১০ টাকা
ক্রয়মূল্য = ১০০ + ১০ = ১১০ টাকা
১১০ টাকায় ক্ষতি ১০ টাকা
১ টাকায় ক্ষতি ১০/১১০ টাকা
১০০ টাকায় ক্ষতি (১০ × ১০০)/১১০ টাকা
= ১০০/১১ টাকা
= ৯.০৯%