Who is the author of the novel 'The Home and the World'?
A R. K. Narayan
B Mulk Raj Anand
C Rabindranath Tagore
D Bankim Chandra Chatterjee
Solution
Correct Answer: Option C
- 'The Home and the World' হলো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বিখ্যাত উপন্যাস 'ঘরে বাইরে'-এর ইংরেজি অনুবাদ।
- এই উপন্যাসটি ১৯১৬ সালে প্রকাশিত হয়।
- এর প্রেক্ষাপট হলো বিংশ শতাব্দীর শুরুর দিকে বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলন। উপন্যাসের প্রধান তিনটি চরিত্র—নিখিলেশ, তার স্ত্রী বিমলা এবং বিপ্লবী সন্দীপের মধ্যকার সম্পর্ক এবং তাদের আদর্শগত সংঘাতের মাধ্যমে রবীন্দ্রনাথ সেই সময়ের রাজনীতি, সমাজ ও ব্যক্তিসত্তার টানাপোড়েন তুলে ধরেছেন।