- এই বিখ্যাত উক্তিটি ইংরেজি প্রবন্ধের জনক ফ্রান্সিস বেকন (Francis Bacon)-এর 'Of Studies' প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে। - পুরো উক্তিটি হলো— "Reading maketh a full man; conference a ready man; and writing an exact man." অর্থাৎ, পড়াশোনা মানুষকে পরিপূর্ণ করে, আলোচনা মানুষকে প্রত্যুৎপন্নমতি (প্রস্তুত) করে এবং লেখনী মানুষকে নির্ভুল করে।
;আলোচ্য উক্তিটি একটি Proverb হিসেবে ব্যবহৃত হয়। Registration (1889) L.R 43 C.D 385 মামলার রায়ে প্রিভি কাউন্সিলের সাবেক সদস্য বিখ্যাত আইনবিদ Bowen L J বলেন- "Judges like Caesar's wife should be above suspicion" যার অর্থ- বিচারকদেরও Caesar'র স্ত্রীর মতো সকল প্রকার সন্দেহের উর্ধ্বে থাকা উচিত।
এ উক্তিটির প্রেক্ষাপট হচ্ছে- Julius Caesar -এর স্ত্রী Pomeia'র সাথে Puilus Cloudius -এর অবৈধ প্রেমের সম্পর্ক আছে- এমন অভিযোগে আদালত কর্তৃক Puilus Cloudius-কে Death Sentence তথা মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং Julius Caesar তার স্ত্রী Pomeia-কে Divorce দেন। যদিও অভিযোগটির বিষয়ে Julius Caesar-এর কাছে যথেষ্ট Evidence ছিল না। আদালত অভিযোগের বিষয়ে Julius Caesar-কে প্রশ্ন করলে তিনি বলেন, "Caesar's wife should be above suspicion." যার অর্থ- Caesar'র স্ত্রীকে সকল প্রকার সন্দেহের উর্ধ্বে থাকতে হবে।
The Garden of Eden (novel): - Ernest Hemingway রচিত একটি উপন্যাস। - এটি তাঁর মৃত্যুর পর প্রকাশিত হওয়া অসম্পূর্ণ উপন্যাস। - ১৯৮৬ সালে প্রকাশিত হয়। - এর প্রেক্ষাপট ১৯২০ সালের French Riviera তে অবস্থানকৃত American writer, David Bourne এর কাহিনি।
এই উপন্যাসের কিছু উক্তিসমূহ, - “When you start to live outside yourself, it's all dangerous.” - “I'm with you. No matter what else you have in your head I'm with you and I love you.” - “Everybody has strange things that mean things to them. You couldn't help it.”
Ernest Hemingway (1899-1961): - Ernest Hemingway একজন আমেরিকান novelist এবং short-story writer. - তাঁর সংক্ষিপ্ত এবং সুস্পষ্ট গদ্যশৈলী বিংশ শতকে American and British কথাসাহিত্যে একটি শক্তিশালী প্রভাব ফেলেছিল।
• His famous novels: - For Whom The Bell Tolls; - The Old Man and The Sea; - A Farewell to Arms; - The Sun Also Rises; - Death in the Afternoon.
- প্রদত্ত উক্তিটি William Shakespeare এর ট্রাজেডি নাটক Romeo and Juliet এর act-2, scene- 2 থেকে নেওয়া হয়েছে। - উক্তিটি করেছেন নাটকের নায়িকা Juliet. - এই উক্তিটির মাধ্যমে রোমিওকে ফুলের সাথে তুলনা করে বলেছেন, নামে কি আসে যায়? - গোলাপকে যদি অন্য কোনো নামে ডাকা হতো, তবুও তা গোলাপের সুঘ্রাণই ছড়াতো।
এই বিখ্যাত উক্তিটি, 'Early to bed and early to rise makes a man healthy, wealthy, and wise' (সকালে ঘুমাতে যাওয়া এবং সকালে ঘুম থেকে ওঠা মানুষকে সুস্থ, ধনী এবং জ্ঞানী করে তোলে), আমেরিকান রাজনীতিবিদ, বিজ্ঞানী, আবিষ্কারক এবং লেখক বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের লেখা একটি প্রবাদ। এটি তার বিখ্যাত 'Poor Richard's Almanack' গ্রন্থে প্রকাশিত হয়েছিল, যা তিনি নিয়মিতভাবে প্রকাশ করতেন। এই আলমানাকে তিনি বিভিন্ন নীতিবাক্য, প্রবাদ এবং ব্যবহারিক পরামর্শ প্রকাশ করতেন যা ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল।
- ''Tis better to have loved and lost Than never to have loved at all” উক্তিটির রচয়িতা হলেন Alfred Lord Tennyson। - এই উক্তিটি তার বিখ্যাত কবিতা In Memoriam A.H.H. থেকে নেওয়া হয়েছে, যা ১৮৫০ সালে প্রকাশিত হয়। - এটি একটি দীর্ঘ এলিজি (শোকগাথা), যা তিনি তার প্রিয় বন্ধু আর্থার হেনরি হলামের অকালমৃত্যুর শোকে রচনা করেছিলেন। - এই লাইনটি প্রেম এবং ক্ষতির গভীর অনুভূতিকে প্রকাশ করে এবং বোঝায় যে প্রেমের অভিজ্ঞতা, এমনকি তা হারানোর বেদনাও, প্রেম না করার চেয়ে অনেক বেশি মূল্যবান।
- Shakespeare রচিত tragedy গুলোর মধ্যে Hamlet is one of the most celebrated tragedies in English literature. - তাঁর অন্যান্য tragedy গুলোর মত এটিও 5acts বিশিষ্ট। - এর কেন্দ্রীয় চরিত্র Hamlet ছিলেন prince of Denmark যিনি জার্মানি থেকে নিজ দেশে ফিরে আসে তাঁর বাবার শেষকৃত্যে অংশগ্রহণ করতে এবং জানতে পারে যে তার চাচা Claudius তার মাকে বিয়ে করেছে এবং এই চাচাই তার বাবার খুনী। - সত্য উদঘাটনের পর বিভিন্ন ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে tragedy এর কাহিনী সামনে এগিয়ে যায় এবং শেষাংশে Hamlet এর মৃত্যুর মধ্যে দিয়ে এর সমাপ্তি ঘটে।
Important characters of Hamlet: - Ophelia, - Hamlet, - Claudius, - Gertrude, - Horatio, - Polonius etc.
Famous quotations of Hamlet: - 'To be or not to be that is the question', - 'Frailty, thy name is woman', - Brevity is the soul of wit', - 'There is divinity that shapes our end', - Neither a borrower nor a lender be; For loan oft loses both itself and friend'.
"Some books are to be tasted, others to be swallowed and some few to be chewed and digested " কিছু বই উপভোগ করতে হয়, কিছু গলাধঃকরণ করতে হয় এবং অল্প কিছু বই আছে যার রস আস্বাদন করতে হয়।
"It is impossible to love and to be wise". প্রেমে পড়ার পর নিজেকে জ্ঞানী ভাবা অসম্ভব / জ্ঞানীরা প্রেমে পড়ে না।
"Wives are young men's mistresses, companions for middle age, and old men's nurses. " স্ত্রীরা যুবকদের প্রেয়সী, মাঝ বয়সীদের সঙ্গী আর বৃদ্ধদের সেবিকা।
"A good friend is another himself." একজন ভালো বন্ধু হলো নিজেরই অন্য সত্ত্বা।
"Opportunity makes a thief" সুযোগই মানুষকে চোর বানাই।
ট্র্যাজেডি নাটকের একটি অপরিহার্য বৈশিষ্ট্য হল নায়কের পতন বা downfall। এটি সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ নীতি যেখানে নাটকের প্রধান চরিত্র বা protagonist শেষ পর্যন্ত দুর্ভাগ্যজনক পরিণতির শিকার হয়। এই পতন সাধারণত নায়কের নিজের কোনো দুর্বলতা, অহংকার, অতিলোভ বা ভুল সিদ্ধান্তের ফলে ঘটে। যেমন - শেক্সপিয়রের 'ম্যাকবেথ' নাটকে ম্যাকবেথের অতিলোভ, 'কিং লিয়ার' এ লিয়ারের অহংকার, বা 'ওথেলো' তে ওথেলোর সন্দেহপ্রবণতা তাদের চূড়ান্ত পতনের কারণ হয়ে দাঁড়ায়। এভাবে ট্র্যাজেডি নাটকে নায়কের পতনের মধ্য দিয়ে মানবজীবনের গভীর সত্য উন্মোচিত হয়।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
- এই বিখ্যাত লাইনটি W.B. Yeats রচিত কবিতা “The Second Coming” থেকে নেওয়া হয়েছে। - কবিতাটি লেখা হয় 1919 সালে, প্রথম প্রকাশিত হয় 1920 সালে।
- এটি প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী বিশৃঙ্খল রাজনৈতিক ও সামাজিক অবস্থা নিয়ে রচিত, যেখানে Yeats ভবিষ্যৎ সম্পর্কে ভয়, অনিশ্চয়তা ও অরাজকতার কথা বলেন।
উদ্ধৃত অংশ: “The best lack all conviction, while the worst Are full of passionate intensity.” এই লাইনগুলোর মাধ্যমে Yeats দেখান যে সমাজে যাঁরা সত্যিকারের ভালো, নৈতিক মানুষ, তারা আত্মবিশ্বাসহীন এবং নিষ্ক্রিয়, আর যারা খারাপ, তারাই বেশি আত্মবিশ্বাসী ও সক্রিয়, যার ফলে বিশৃঙ্খলা ও ধ্বংস ছড়াচ্ছে।
James Joyce হচ্ছেন একজন Irish কবি, ছোটগল্প লেখক এবং ঔপন্যাসিক। -তিনি The Modern Period এর Most influential লেখক ছিলেন -James Joyce কে 'Father of English stream of Conscious Novel' বলা হয় -তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম হচ্ছে Ulysses,A Portrait of the Artist as a Young Man etc
- Abraham Cowley (1618-1667) ছিলেন Jacobean Period এর সাহিত্যিক। - তাঁর রচিত কবিতা: Constantia and Philetus Famous quotes: - Life is an incurable disease. - Of all ills that one endures, hope is a cheap and universal cure. - Curiosity does, no less than devotion, pilgrims make. - God the first garden made, and the first city Cain. - For the whole world, without a native home, Is nothing but a prison of larger room.
- এই উক্তিটি George Bernard Shaw এর। - তিনি ছিলেন একজন বিখ্যাত আয়ারল্যান্ডের নাট্যকার, ঔপন্যাসিক এবং সমালোচক। - Shaw তাঁর কাজের মাধ্যমে সমাজের অগ্রগতির জন্য বিদ্রোহ এবং সমালোচনা করেছেন। - এই উক্তিতে, তিনি "একজন শিক্ষিত ব্যক্তি" কে idle (অলস) হিসেবে বর্ণনা করেছেন, যা তার ভাবনা অনুযায়ী, অতিরিক্ত শিক্ষা কখনো কখনো বাস্তব জীবনের কাজে ব্যবহৃত না হয়ে সময় নষ্টের কারণ হতে পারে। Shaw এর এই মন্তব্য, তার সমাজতান্ত্রিক দৃষ্টিভঙ্গির প্রতিফলন।
- John Donne ছিলেন একজন প্রভাবশালী ইংরেজ কবি - তিনি সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী মেটাফিজিক্যাল পোয়েট্রি [Metaphysical Poetry] নামক কবিতা আবিস্কার করেছিলেন এবং এজন্য তাকে “Father of Metaphysical Poetry” বলা হয়. - তার বিখ্যাত কবিতা হল: The Undertaking,Loves Growth,The Sun Rising,The Canonization etc. বিখ্যাত উক্তি: - I wonder by my truth, what thou and I did till we love. - For love, all love of other sights control and make a little room an everywhere. - Busy old fool, unruly sun Why dost thou thus? Through windows and through curtains Call on us? - She‘s all states and all princesses I, Nothing else is. - For God‟s sake, hold your tongue and let me love.
• A. P. J. Abdul Kalam ছিলেন Modern English Period এর সাহিত্যিক। • পুরো নাম- আবুল পাকির জয়নুল আবেদিন মু. আব্দুল কালাম • তিনি ভারতের ১১তম রাষ্ট্রপতি এবং চতুর্থ মুসলিম রাষ্ট্রপতি • জন্ম : ১৫ অক্টোবর ১৯৩১; মৃত্যু ২৭ জুলাই, ২০১৫ (৮৪ বছর) • জন্মস্থান: রামেশ্বর, তামিলনাড়ু, ভারত • উপাধি: মিসাইলম্যান, স্বপ্নের ফেরিওয়ালা
• Famous books: (i) Wings of Fire (An Autobiography; তবে India Wins Freedom (ভারত স্বাধীন হল) গ্রন্থটি লিখেছেন মাওলানা আবুল কালাম আজাদ) (ii) Ignited Minds (iii) Inspiring Thought (iv) The Luminus Sparks (v) Turning Points (তবে Decision Points গ্রন্থটি জর্জ ডব্লিও বুশের লেখা) (vi) You are Born to Bloom (vii) Target 3 Billion (তবে Four Million নামে O' Henry'র একটি বিখ্যাত ছোটগল্প রয়েছে)। (viii) Indomitable Spirit (ix) My Journey (তবে A Journey গ্রন্থটি লিখেছেন টনি ব্লেয়ার)
Famous quote: - Dream is not that which you see while sleeping; It is something that will not let you sleep.
- "You cannot fight against the future." এই বিখ্যাত উক্তিটি William Ewart Gladstone এর ।
- গ্ল্যাডস্টোন (১৮০৯-১৮৯৮) ছিলেন একজন প্রভাবশালী রাজনীতিবিদ যিনি চার বার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। - তিনি তাঁর সময়ের একজন প্রগতিশীল নেতা হিসেবে পরিচিত ছিলেন এবং ন্যায়বিচার ও আইনের শাসনের প্রতি গভীর শ্রদ্ধাশীল ছিলেন।
- His famous quote about the judiciary is 'Justice delayed is justice denied.'
• His other famous quotes are- - National injustice is the surest road to national downfall. - Justice delayed is justice denied. - Time is on its side.
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
- উক্তিটি ''Tess of the D’Urbervilles'' উপন্যাস থেকে নেয়া। - এটি রচনা করেছেন Thomas Hardy - এটি প্রকাশিত হয়েছিল The British illustrated newspaper 'The Graphic' এ। - এটি ১৮৯১ সালে প্রকাশিত হয় । - Thomas Hardy ছিলেন Victorian যুগের অন্যতম শ্রেষ্ঠ ঔপন্যাসিক ,কবি ও ছোট গল্পকার । - তিনি ছিলেন সেই যুগের pressimistic novelist। - তিনি Swrinburne ,Browning,Darwin দের লেখা দ্বারা প্রভাবিত হয়েছিল - তাঁর বিখ্যাত কবিতা হল: The Darking Thrush, The Man He Killed, At an Inn etc.
- Alexander Pope ছিলেন Augustan Period এর সাহিত্যিক । - তিনি 'Translation of Homer' এর জন্য খ্যাত। - তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম হল: The Rape of the Lock, An Essay on Criticism, The Dunciad, An Essay on Man. - তাঁর উক্তিসমূহ: (i) A Little learning is a dangerous thing. (ii) To err is human, to forgive is divine. (iii) An honest man is the noblest work of God. (iv) The proper study of mankind is man. (v) Charms strike the sight but merit strikes the heart. (vi) Hope springs eternal in the human breast. (vii) Fools rush in where angels fear to tread.
- উক্তিটি Francis Bacon এর লেখা ‘Of Marriage and Single Life থেকে নেওয়া।
তার বিখ্যাত কিছু quotes - - “Revenge is a kind of wild justice” - “Wives are young men’s mistresses; companions for middle age, and old men’s nurses.” - “Reading maketh a full man; conference a ready man, and writing an exact man.” - “It is impossible to love and to be wise.” - “Some books are to be tasted, others to be swallowed, and some few to be chewed and digested.” - "Wonder is the seed of knowledge." - "A false friend is more dangerous than an open enemy." - "Beauty itself is but the sensible image of the Infinite." - "Silence is the sleep that nourishes wisdom."
- John Dryden ছিলেন The Restoration Period এর বিখ্যাত সাহিত্যিক । - তিনি ছিলেন The Father of Modern English Criticism . - Sir Walter Scott তাঁকে Glorious John হিসেবে আখ্যায়িত করেন।
তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম হলঃ -The Wild Gallant -The Rival Ladies, -The Indian Queen, -The Indian Emperor, -Secret Love, -An Evening's Love, -The Royal Martyr.
বিখ্যাত উক্তি: - They think too little who talk too much. - We first make our habits then habits make us. - Jealousy is the proof of love.
- "Fear not the future, weep not for the past"। এটি কবি পার্সি বিসি শেলি (P. B. Shelley) বলেছেন। - এই লাইনটি শেলির কবিতা "Queen Mab" থেকে নেওয়া হয়েছে, যা প্রথম প্রকাশিত হয় 1813 সালে।
P.B. Shelley: (1792-1822) পুরো নাম: Percy Bysshe Shelley
Titles: - Revolutionary Poet - Lyrical Poet/ Poet of Wind - Poet of Hope and Regeneration
• He was expelled from Oxford University for atheism (নাস্তিকতা) • He liked Keats very much, তার পকেটে সব সময় Keats এর কবিতা থাকত । • তিনি ৩০ বছর বয়সে ইতালিতে নৌকাডুবিতে মারা যান। • তার অসমাপ্ত গ্রন্থ: The Triumph. • Shelley drowned while he was crossing the Adriatic Sea (1822) • Jibonanondo Das is often called the Shelly of Bangladesh.
Famous books of Shelley: 1. The Revolt of Islam (এটি শেলি'র বিখ্যাত কবিতা; তবে The Spirit of Islam গ্রন্থটি লিখেছেন- সৈয়দ আমীর আলী) 2. Defense of Poetry (সাহিত্য সমালোচনা গ্রন্থ) 3. The Necessity of Atheism (এটির জন্যই তিনি Oxford থেকে বহিষ্কৃত হন) 4. Prometheus Unbound (a four act play/tragedy) Father of Greek Literature খ্যাত Aeschylus এর দুটি বিখ্যাত নাটক: 1. Prometheus Bound 2. Agamemnon 5. Cenci (একটি Traged) 6. Adonais (কাব্যগ্রন্থ: একটি elegy, Keats এর মৃত্যু নিয়ে লেখা)
Mary Shelley ছিলেন একজন ইংরেজ লেখিকা, যিনি ১৮১৮ সালে 'Frankenstein; or, The Modern Prometheus' উপন্যাসটি রচনা করেন। এই উপন্যাসে একজন বিজ্ঞানী Victor Frankenstein তার বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে এক অদ্ভুত জীব সৃষ্টি করেন, যা পরবর্তীতে তার জন্য বিপদের কারণ হয়ে দাঁড়ায়। এই কাহিনীতে বিজ্ঞান, মানবিকতা ও নৈতিকতার প্রশ্ন উঠে এসেছে। তাই, 'Frankenstein' উপন্যাসটি বিজ্ঞান কল্পকাহিনীর (science fiction) অন্যতম প্রাচীন ও বিখ্যাত উদাহরণ।
এটি কোনো রোমান্টিক কবিতা, ঐতিহাসিক নাটক বা শেক্সপীয়ারীয় ট্র্যাজেডি নয়।
উক্তিটি Christopher Marlowe রচিত Dr. Faustus থেকে নেয়া হয়েছে। এখানে, Greek Mythological Figure ‘Helen’ এর উদ্দেশ্যে Faustus উক্তিটি করেন। Dr. Faustus এর ব্যবহৃত আরো কিছু গুরুত্বপূর্ণ উক্তি- ● “Hell is just a frame of mind.”, ● “Fools that will laugh on earth, most weep in hell.” ● “He that loves pleasure must for pleasure fall.” ● “Hell hath no limits, nor is circumscribed In one self place, for where we are is hell, And where hell is must we ever be.”
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
- উক্তিটি Dylan Thomas এর কবিতা Fern Hill থেকে নেওয়া হয়েছে। - তাঁর বিশেষ কিছু সাহিত্যকর্ম- Fern Hill, Do not go gentle into that good night, Under Milk Wood ইত্যাদি।
✅প্রাইমারী, নিবন্ধন বা ১১তম-২০তম গ্রেডের যেকোনো চাকরি জন্য প্রশ্ন ব্যাংক লেগে থেকে শেষ করুন। অ্যাপ এর প্রশ্ন ব্যাংক থেকে ১০০% কমন আসবে। বাকি চাকরি পরীক্ষা জন্য ৭০%-৮০% কমন আসবে। আপনার চর্চার সময় আপনার ভুল প্রশ্ন, বুকমার্ক প্রশ্ন সব ডাটাবেজে জমা থাকে। মনে করুন বাংলা সাহিত্য ৪০০০ প্রশ্ন আছে, আপনি একবার ভালো করে পড়বেন, এর মধ্যে দেখবেন ৪০% প্রশ্ন আপনার জানা, যেগুলো কখনও ভুল হবে না, বাকি আছে ৬০%, এই প্রশ্নগুলো আলাদা বাটনে জমা হয়, যেগুলো আপনি ভুল করছেন, এখন এইগুলো ভালো করে রিভিশন দিন। এতে সহজে কম সময় প্রস্তুতি শেষ হবে। যারা একেবারে নতুন তারা জব শুলুশন্স বাটন দিয়ে শুরু করতে পারেন।
✅প্রাইমারী ১ম ধাপের পরীক্ষার তারিখ দিলে ফুল মডেল টেস্ট শুরু হবে।
✅ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (রুটিনের জন্য পিডিএফ বাটন দেখুন) - পরীক্ষা শুরুঃ ১০ নভেম্বর। - মোট পরীক্ষাঃ ১২৮টি, - টপিক ভিত্তিকঃ ১১২টি, - রিভিশন পরীক্ষাঃ ২২টি, - Vocabulary রিভিশনঃ ৩বার
✅ সম্পূর্ণ ফ্রিতে প্রস্তুতি নিন ৫০তম বিসিএস। মোট পরীক্ষাঃ ১৬২টি টপিক ভিত্তিক পরীক্ষাঃ ১০০টি রিভিশন পরীক্ষাঃ ৬২টি
অ্যাপ এর হোম screen -এ পিডিএফ বাটন ক্লিক করুন, এখান থেকে রুটিন ডাউনলোড করতে পারবেন। রুটিনের তারিখ অনুযায়ী পরীক্ষা রাত ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে যেকোন সময় দিতে পারবেন, ফলাফল সাথে সাথে বিস্তারিত ব্যাখ্যাসহ দেওয়া হয়। missed পরীক্ষাগুলো আর্কাইভ থেকে দিতে পারবেন, তবে মেরিট লিস্ট আসবে না, মেরিট লিস্টে থাকতে হলে রুটিন অনুযায়ী নির্দিষ্ট তারিখে দিতে হবে। আর্কাইভ থেকে পরীক্ষা দিতে হলে ভিজিট করুনঃ অ্যাপ এর হোম স্ক্রীনে 'পরীক্ষার সেকশন' বাটনে ক্লিক করুন -> বিসিএস বাটন -> [ফ্রি কোর্স] ৫০তম বিসিএস প্রিলি ২২০ দিনের সেকশনের All Exam বাটন ক্লিক করুন -> এখান Upcoming, Expired ট্যাব পাবেন।
✅ প্রধান শিক্ষক প্রস্তুতি - লেকচারশীট ভিত্তিকঃ রুটিন আপলোড করা হয়েছে। পরীক্ষা শুরুঃ ১৫ আগস্ট। মোট পরীক্ষাঃ ৫৮টি
✅ আপকামিং রুটিনঃ
- ১০০ দিনের বিসিএস বিষয়ভিত্তিক প্রস্তুতি। - বেসিকভিউ বই অনুসারে GK রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে। - অগ্রদূত বাংলা বই অনুসারে বাংলা সাহিত্য ও ভাষা রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।। - English মাস্টার বই অনুসারে রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।