The Old English Period [450-1066] (32 টি প্রশ্ন )
১০ বছর সময়কালকে Decade (দশক) বলা হয়।
৫০ বছর সময়কালকে Half-Century বলা হয়।
১০০ বছর সময়কালকে Century (শতাব্দী) বলা হয়।
৫০০ বছর সময়কালকে Half-Millennium বা Quincentenary বলা হয়।
১০০০ বছর সময়কালকে Millennium (সহস্রাব্দ) বলা হয়।
- Caedmon ইংরেজি সাহিত্যের আদি কবি হিসেবে পরিচিত। (Earliest poet/first known poet in English Literature)
- তাকে Father of English Sacred Song বলা হয়।
- ক্যাডমন যা কিছু রচনা করেছেন তা অ্যাংলো-স্যাকসন ভাষাতে রচনা করেছেন এবং তাকে আংলো স্যাকসন যুগের মিল্টন বলা হয়।
- তাঁর রচিত কাব্য হল Hymn of Caedmon (হিম অব কিডমন) এবং Paraphrase (প্যারাফ্রেজ)।
- John Gower হলেন The Old English Period এর কবি এবং সাহিত্যিক ।
- তিনি ছিলেন Geoffrey Chaucher এর কাছের বন্ধু ।
- John Gower এর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম হল: Speculum Homms, Vox Clamantis, Confessio Amantis, Cinkante Balades.
- King Alfred the Great ছিলেন The Old English Period এর একজন  সাহিত্যিক
- তিনি ছিলেন The Founder of English Prose.
- তার উপাধি: The Law Governing (আইনের শাসক)
- তিনি ৮৭১ সাল থেকে ৮৯৯ সাল পর্যন্ত তৎকালীন England এর রাজা ছিলেন।
- He compiled the Anglo Saxon Chronicle. (Saxon Chronicle নামে প্রথম গদ্যগ্রন্থ এ যুগেই সংকলিত হয়।) এটিকে First monument in English prose বা ইংরেজি গদ্যের আদি নিদর্শন বলা হয়।
- এ কারণে তাকে Founder of English Prose-ও বলা হয়। (যেমন: বাংলা গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)
- তাঁর উল্লখযোগ্য সাহিত্যকর্ম হল - The Anglo Saxon Chronical, The Consolation of Philosophy
• Caedmon ইংরেজি সাহিত্যের আদি কবি হিসেবে পরিচিত। (Earliest poet/first known poet in English Literature)

3) তাকে Father of English Sacred Song বলা হয়।

4) ক্যাডমন যা কিছু রচনা করেছেন তা অ্যাংলো-স্যাকসন ভাষাতেই রচনা করেছেন এবং তাকে আংলো স্যাকসন যুগের মিল্টন বলা হয়।

5) তাঁর রচিত কাব্য হল Hymn of Caedmon (হিম অব কিডমন) এবং Paraphrase (প্যারাফ্রেজ)

6) তাঁর গ্রন্থের মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ হল -Historia ecclesiastica gentis Anglorum (এ্যাঙ্গলসদের ধর্মীয় জীবনের ইতিহাস।)
- The Wanderer, Anglo-Saxon period এর একটি বিখ্যাত কবিতা।
- ১১৫ লাইন বিশিষ্ট কবিতাটির রচয়িতার নাম জানা যায়নি।
- The Wanderer কবিতায় কবির অনুশোচনা এবং আকাঙ্ক্ষা ফুটে উঠেছে। সমগ্র কবিতায় কবি তার হারানো আত্মীয়, প্রভু এবং স্বদেশের জন্য গভীর দুঃখ প্রকাশ করেছেন। তিনি তার অতীত সুখের কথা চিন্তা করে এবং যা হারিয়েছেন তা ফিরে পেতে চান।
কবির ভাষায়- "Winter's icy grip holds the world, / My heart is heavy with sorrow" and "My spirit wanders far and wide, / Seeking a home, a hearth, a lord"

- Caedmon ইংরেজি সাহিত্যের আদি কবি হিসেবে পরিচিত। (Earliest poet/first known poet in English Literature)
- তাকে Father of English Sacred Song বলা হয়।
- ক্যাডমন যা কিছু রচনা করেছেন তা অ্যাংলো-স্যাকসন ভাষাতে রচনা করেছেন এবং তাকে আংলো স্যাকসন যুগের মিল্টন বলা হয়।
- তাঁর রচিত কাব্য হল Hymn of Caedmon (হিম অব কিডমন) এবং Paraphrase (প্যারাফ্রেজ)।
- Anglo Saxon Period হচ্ছে সবচেয়ে প্রাচীনতম যুগ ।
- এ যুগের আরেকটি নাম হচ্ছে The Old English Period
- ৪৫০ থেকে ১০৬৬ খ্রি. কে বলা হয় Anglo Saxon Period.
- এই যুগ রাজত্ব করেছেন ৬১৬ বছর।
- এ যুগের সাহিত্যের গুরুত্বপূর্ন বৈশিষ্ট হল -Heroic deeds,love for sea adventure ,passionate love for glory and savagery
The Books of Genesis লিখেছেন Caedmon
-ইংরেজি সাহিত্যের আদি কবি হচ্ছেন Caedmon
-তাকে Father of English Sacred Song বলা হয়।
-তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম হচ্ছে Exodus , Hymn of Caedmon, The Fall of Angels etc

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
গ্রিসের বিখ্যাত নাট্যকার সফোক্লিস (খ্রিস্টপুর্ব ৫০০ অব্দ) এর অমর ট্রাজেডির নাম রাজা ইডিপাস। 'বিবধ লিখন না যায় খন্ডন' এটিই ছিল ট্রাজিডিক এই নাটকের মূল্য প্রতিপাদ্য বিষয়।
Saint Venerable Bede ছিলেন Old English যুগের লেখক
-তাকে Father of English Learning ও বলা হয়
-তিনি Doctor of the Church উপাধি লাভ করেন
Elene হচ্ছে একটি কবিতা যেটি লিখেছেন Cynewulf ।
-তিনি হলেন The Old English Period এর একজন লেখক ।
-তার উল্লেখযোগ্য সাহিত্যকর্ম হল - The Lives of Saints The Fate of Apostles
Exodus হচ্ছে একটি poetry .
-এটি রচনা করেছেন Caedmon
-তিনি হচ্ছে English Literature এর first known poet
-তিনি হচ্ছে Father of English sacred songs .
-তাঁর উল্লেখযোগ্য লেখনী হচ্ছে The Books of Genesis,Hymn of Caedmon,The Fall of Angels etc

"The Fate of the Apostles" একটি পুরাতন ইংরেজি (Old English) কবিতা যা Cynewulf নামক একজন বিশিষ্ট কবি রচনা করেছেন। তিনি Old English Period-এর একজন গুরুত্বপূর্ণ সাহিত্যিক। Cynewulf চারটি কবিতায় তাঁর নাম রুনিক অক্ষরে স্বাক্ষর করেছেন, যার একটি হলো "The Fate of the Apostles"।

এই কবিতাটি খ্রিস্টান ধর্মের প্রেরিতদের জীবনের শেষ পরিণতি এবং তাঁদের প্রচার কাজের বিবরণ তুলে ধরে। এটি ধর্মীয় আদর্শ ও ত্যাগের কথা প্রকাশ করে, যা সেই সময়কার ধর্মীয় ও সাহিত্যিক ধারা প্রতিনিধিত্ব করে।

তাই, "The Fate of the Apostles" কবিতাটি Old English Period-এর একজন লেখকের লেখা, এবং এ কারণেই এটি সঠিক উত্তর।


Confesso Amantis হচ্ছে একটি কবিতা
-যেটি রচনা করা হয়েছে Old English Period এ ।
-এটি রচনা করেছেন John Gower
-তিনি ছিলেন Geoffrey Chaucher এর কাছের বন্ধু ।
John Gower এর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম হল -Speculum Homms,Vox Clamantis,Cinkante Balades.


The Harrowing of Hell কবিতাটি লিখেছেন Caedmon ।Caedmonইংরেজি সাহিত্যের আদি কবি হিসেবে পরিচিত। (Earliest poet/first known poet in English Literature)
**তাকে Father of English Sacred Song বলা হয়।
**ক্যাডমন যা কিছু রচনা করেছেন তা অ্যাংলো-স্যাকসন ভাষাতেই রচনা করেছেন এবং তাকে আংলো স্যাকসন যুগের মিল্টন বলা হয়।
** তাঁর রচিত কাব্য হল Hymn of Caedmon (হিম অব কিডমন) এবং Paraphrase (প্যারাফ্রেজ)
- Alfred the Great ছিলেন The Old English Period এর একজন  সাহিত্যিক। 
- তিনি ছিলেন The Founder of English Prose.
- তাঁর উল্লখযোগ্য সাহিত্যকর্ম হল - The Anglo Saxon Chronical, The Consolation of Philosophy .

- Elene হচ্ছে একটি কবিতা যেটি লিখেছেন Cynewulf ।
- তিনি হলেন The Old English Period এর একজন লেখক ।
- তার উল্লেখযোগ্য সাহিত্যকর্ম হল - The Lives of Saints The Fate of Apostles
Beowulf হল প্রাচীন ইংরেজি ভাষায় রচিত একটি মহাকাব্য।
-এটি Anglo Saxon period এর Heroic poetry
-এটি ৩১৮২ চরণের একটি অনুপ্রাসযুক্ত দীর্ঘ কবিতা।
- সম্ভবত এটিই প্রাচীন ইংরেজিতে রচিত সবচেয়ে পুরনো কবিতা যেটি অদ্যাবধি টিকে আছে

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
Juliana লিখেছেন Cynewulf ।তিনি হলেন The Old English Period এর একজন লেখক ।তার উল্লেখযোগ্য সাহিত্যকর্ম হল - The Lives of Saints The Fate of Apostles .
The Books of Genesis হচ্ছে আদি কবি Caedmon এর রচনা করা
Saint Venerable Bede ছিলেন Anglo Saxon যুগের সাহিত্যিক । তিনি Ecclesiastical History of the English People নামক গ্রন্থের জন্য Doctor of Church উপাধি লাভ করেন ।
The Harrowing of Hell কবিতাটি লিখেছেন Caedmon ।Caedmonইংরেজি সাহিত্যের আদি কবি হিসেবে পরিচিত। (Earliest poet/first known poet in English Literature)
**তাকে Father of English Sacred Song বলা হয়।
**ক্যাডমন যা কিছু রচনা করেছেন তা অ্যাংলো-স্যাকসন ভাষাতেই রচনা করেছেন এবং তাকে আংলো স্যাকসন যুগের মিল্টন বলা হয়।
** তাঁর রচিত কাব্য হল Hymn of Caedmon (হিম অব কিডমন) এবং Paraphrase (প্যারাফ্রেজ)


- কাইনউলফ (Cynewulf) ছিলেন ওল্ড ইংলিশ পিরিয়ড বা অ্যাংলো-স্যাক্সন যুগের একজন অন্যতম কবি।
- তিনি মূলত ধর্মীয় কবিতা লিখতেন।
- তাঁর কবিতার বিষয়বস্তু ছিল যিশু খ্রিস্ট এবং সাধু-সন্তদের জীবনী।
- তাঁর রচিত বিখ্যাত কবিতাগুলোর মধ্যে রয়েছে Juliana, Elene, The Fates of the Apostles এবং Christ।
প্রশ্নে উল্লেখিত ‘The Lives of Saints’ মূলত সাধুদের জীবনীভিত্তিক তাঁর রচনাবলীকে নির্দেশ করে।
Caedmon ইংরেজি সাহিত্যের আদি কবি হিসেবে পরিচিত। (Earliest poet/first known poet in English Literature)

3) তাকে Father of English Sacred Song বলা হয়।

4) ক্যাডমন যা কিছু রচনা করেছেন তা অ্যাংলো-স্যাকসন ভাষাতেই রচনা করেছেন এবং তাকে আংলো স্যাকসন যুগের মিল্টন বলা হয়।

5) তাঁর রচিত কাব্য হল Hymn of Caedmon (হিম অব কিডমন) এবং Paraphrase (প্যারাফ্রেজ)

6) তাঁর গ্রন্থের মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ হল -Historia ecclesiastica gentis Anglorum (এ্যাঙ্গলসদের ধর্মীয় জীবনের ইতিহাস।)
-উপরের সবগুলোই Caedmon এর রচিত
-Caedmon ইংরেজি সাহিত্যের আদি কবি হিসেবে পরিচিত। (Earliest poet/first known poet in English Literature)
-তাকে Father of English Sacred Song বলা হয়।
জুলিয়াস সিজার ছিলেন বিখ্যাত রোমান সম্রাট, দুর্ধর্ষ সেনানায়ক ও লেখক। খ্রিষ্টপূর্ব ১০০ অব্দে তিনি রোমের সাবুরা নামক স্থানে জন্মগ্রহণ করেন। তিনি খ্রিষ্টপূর্ব ৪৯ অব্দ থেকে ৪৪ অব্দ পর্যন্ত রোমান একনায়ক ছিলেন। খ্রিস্টপূর্ব ৪৪ অব্দের ১৫ মার্চ ক্ষমতা ও সম্পদের লোভে তার প্রিয়জনেরাই তাকে হত্যা করে।

Founder of english prose = Alfred the Great

Father of english learning = Venerable Bede

Father of english language = Geoffrey Chaucer

Father of english prose = John Wycliffe


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0