The Modern Period [1901-1939] (296 টি প্রশ্ন )
- 'Nineteen Eighty-Four' একটি ডিস্টোপিয়ান (Dystopian) উপন্যাস।
- ডিস্টোপিয়ান সাহিত্যে এমন একটি কাল্পনিক সমাজ বা রাষ্ট্রের বর্ণনা থাকে যেখানে চরম নিপীড়ন, নিয়ন্ত্রণ এবং দুর্দশা বিদ্যমান।
- জর্জ অরওয়েলের এই উপন্যাসে 'ওশেনিয়া' নামক একটি কাল্পনিক রাষ্ট্রের বর্ণনা রয়েছে।
- এই রাষ্ট্রটি 'বিগ ব্রাদার' নামক একনায়ক দ্বারা শাসিত, যেখানে সরকার জনগণের প্রতিটি কার্যকলাপের উপর নজর রাখে, এমনকি তাদের চিন্তাভাবনাও নিয়ন্ত্রণ করার চেষ্টা করে।
- উপন্যাসে দেখানো হয়েছে কিভাবে রাষ্ট্রযন্ত্র গণ নজরদারি, প্রচারণার মাধ্যমে ইতিহাস বিকৃতি এবং ভিন্নমত দমনের মাধ্যমে ব্যক্তিস্বাধীনতাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয়।
- এই ধরনের নিপীড়নমূলক এবং নিয়ন্ত্রণবাদী সামাজিক কাঠামোই ডিস্টোপিয়ান সাহিত্যের মূল বৈশিষ্ট্য, যা 'Nineteen Eighty-Four' উপন্যাসটিকে এই ধারার একটি ধ্রুপদী উদাহরণ হিসেবে প্রতিষ্ঠা করেছে।
D.H. Lawrence ছিলেন বিখ্যাত Modern novelist, Poet, Playwright and essayist. 'Lady Chatterley's Lover' তার বিখ্যাত উপন্যাস। এই উপন্যাসের মাধ্যমে তিনি তৎকালীন সমাজের বিকৃত যৌন সম্পর্ক এবং এর সামাজিক পরিণতির সুস্পষ্ট রূপ বর্ণনা করেছেন।
- D.H. Lawrence ছিলেন একাধারে একজন ঔপন্যাসিক , কবি ,নাট্যকার ,প্রবন্ধকার , সাহিত্য সমালোচক এবং চিত্রশিল্পী ।
- তাঁকে Famous novelist of modern age ও বলা হয় ।
- তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম হল -The White Peacock ,The Rainbow, Women in Love, Kangaroo.
- Oscar Wilde, James Joyce, এবং Jonathan Swift সকলেই বিখ্যাত আইরিশ লেখক।

- অন্যদিকে, D.H. Lawrence ছিলেন একজন বিখ্যাত ইংরেজ লেখক।
- D.H. Lawrence (ডেভিড হার্বার্ট লরেন্স) ছিলেন একজন বিখ্যাত ইংরেজ সাহিত্যিক, কবি, নাট্যকার, প্রবন্ধকার, সাহিত্য সমালোচক এবং চিত্রশিল্পী।
- উনিশ শতকের শেষভাগে জন্মগ্রহণকারী Lawrence আধুনিক যুগের অন্যতম প্রভাবশালী ঔপন্যাসিক হিসেবে বিবেচিত।

Lawrence-এর উল্লেখযোগ্য সাহিত্যকর্মের মধ্যে রয়েছে:
উপন্যাস:
- Sons and Lovers (1913)
- The Rainbow (1915)
- Women in Love (1920)
- Lady Chatterley's Lover (1928)
- The Plumed Serpent (1926)

কবিতা:
- Love Poems and Others (1913)
- Amores (1916)
- Look! We Have Come Through! (1917)
- Tortoises (1921)

নাটক:
- The Widowing of Mrs. Holroyd (1914)
- David (1926)
- The Daughter-in-Law (1925)
- John Keats  হলেন Romantic যুগের একজন বিখ্যাত কবি ও সাহিত্যিক।
- John Keats কে বলা হত ইংরেজী সাহিত্যের Death Hunted poet .
- তাঁকে ইংরেজী সাহিত্যের Youngest Poet ও বলা হয় ।
- তার সাহিত্যিক জীবনী ছিল মাত্র ৫ বছর ।
- তিনি মাত্র ২৬ বছর বয়সে যক্ষ্মা রোগে আক্রান্ত হয়ে মারা যান।
- তার বিখ্যাত কিছু সাহিত্যকর্ম হল - Endymion,Lamia,Ode on a Grecian Urn,Ode to Fancy,A Party Lovers.
• ‘’A Doll’s House’ হচ্ছে একটি play .

-এটি রচনা করেছেন Henrik Ibsen

-Henrik Ibsen ছিলেন The Modern Period এর একজন নরয়েজিয়ান নাট্যকার ,নাট্য- পরিচালক ও কবি ।

-তাঁকে The Father of Realism ও বলা হয়।

-তার উল্লেখযোগ্য নাটক হল - Brand , peer Gynt ,Ghosts ,Catiline .
- Robert Frost ছিলেন  The Modern Period একজন আমেরিকান কবি ।
- তিনি তাঁর কবিতার জন্য Pulitzer prize লাভ করেন
- তিনি ১৯৬০ সালে Congressional Gold Medal লাভ করেন।

তার কবিতাগুলোঃ
- Road not Taken
- Christmas Trees
- A Boy’s Will
- North of Boston
- Nothing Gold Can Stay
- Mending Wall
- Stopping by Woods on a Snowy Evening
- After Apple-picking
- Home Burial.
- William Cuthbert হচ্ছেন একজন আমেরিকান লেখক
- তিনি The Modern Period এর সাহিত্যিক।
- তাঁর পুরো নাম হল William Cuthbert Faulkner
- তিনি ১৯৪৯ সালে নোবেল পুরস্কার লাভ করেন
- তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম হচ্ছে - As I Lay Dying,The Sound and the Fury ,Absalom,Pylon.
Winston Churchill ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।
-তিনি ছিলেন The Modern Period এর লেখক
-তিনি ১৯৪০-৪৫ এবং ১৯৫১-৫৫ মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
-দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘটনা নিয়ে রচিত গ্রন্থ History of the Second World War এর জন্য ১৯৫৩ সালে তিনি সাহিত্যে নোবেল পুরষ্কার লাভ করেন ।
-তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম হচ্ছে ঃ History of the Second World War,The River War.

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- "To the Lighthouse" হচ্ছে Virginia Woolf-এর একটি আধুনিক উপন্যাস, যা Modernist সাহিত্য আন্দোলনের অন্তর্ভুক্ত।
- এটি ১৯২৭ সালে প্রকাশিত হয় এবং তার বিশেষত্ব হল এটি stream of consciousness (চেতনাধারার প্রবাহ) পদ্ধতিতে লেখা, যা আধুনিক উপন্যাসের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য।
- এই উপন্যাসে ব্যক্তির মনোভাব, সময়ের পরিবর্তন এবং মানব মনস্তত্ত্বের গভীর বিশ্লেষণ রয়েছে, যা রোমান্টিক বা ভিক্টোরিয়ান যুগের সাহিত্য থেকে ভিন্ন।
- তাই এটি Modern (আধুনিক) উপন্যাস হিসেবে শ্রেণিবদ্ধ।
- James Joyce হচ্ছেন একজন Irish কবি, ছোটগল্প লেখক এবং ঔপন্যাসিক ।
- তিনি The Modern Period এর Most influential লেখক ছিলেন।
- তাঁর রচিত প্রথম উপন্যাস 'A Potrait of the Artist as a Young Man'
- James Joyce কে 'Father of English stream of Conscious Novel' বলা হয়।
- তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম:
(i) Exiles
(ii) Ulysses
(iii) A Potrait of the Artist as a Young Man
(iv) Dubliners
- 'The Sun Also Rises' উপন্যাসটি রচনা করেন আমেরিকার বিখ্যাত কবি Ernest Hemingway.
- এটি তাঁর রচিত প্রথম উপন্যাস
- প্রথম বিশ্বযুদ্ধের পর ইউরোপ-আমেরিকার তরুণ প্রজন্মের উপর যে নেতিবাচক প্রভাব পড়েছিল সে বিষয়টি এ উপন্যাসে তুলে ধরা হয়েছে।
- তারা যুদ্ধে প্রত্যক্ষ-পরোক্ষ ক্ষতির শিকার হয়ে লক্ষ্যহীনভাবে ঘুরে বেড়াত।
- এ উপন্যাসের চরিত্রগুলো ছিল অশান্ত ও অস্থির প্রকৃতির।
- তাদের মধ্যে নৈতিকতা খুব কম আছে এবং তারা সবসময় নিঃসঙ্গতা অনুভব করতো।
- তাই আমেরিকান লেখকরা এই প্রজন্মকে পথ হারানো প্রজন্ম বলে অবিহিত করেছেন।

Hemingway এর অন্যান্য উপন্যাস:
- The Old Man and The Sea,
- A Farewell to Arms,
- For Whom the Bell Tolls etc.
- Robert Frost ছিলেন  The Modern Period একজন আমেরিকান কবি ।
- তিনি তাঁর কবিতার জন্য Pulitzer prize লাভ করেন
- তিনি ১৯৬০ সালে Congressional Gold Medal লাভ করেন।

তার কবিতাগুলোঃ
- Road not Taken
- Christmas Trees
- A Boy’s Will
- North of Boston
- Nothing Gold Can Stay
- Mending Wall
- Stopping by Woods on a Snowy Evening
- After Apple-picking
- Home Burial.
- William Cuthbert হচ্ছেন একজন আমেরিকান লেখক
- তিনি The Modern Period এর সাহিত্যিক।
- তাঁর পুরো নাম হল William Cuthbert Faulkner
- তিনি ১৯৪৯ সালে নোবেল পুরস্কার লাভ করেন
- তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম হচ্ছে - As I Lay Dying,The Sound and the Fury ,Absalom,Pylon.
- Ezra Pound ছিলেন আমেরিকা প্রবাসী কবি ও সমালোচক।
- তিনি Modern Poetry Movement এর প্রধান ব্যক্তি
- তাঁর উল্লেখযোগ্য কবিতা হল: The Cantos, Ripotes, Personae .
- Robert Frost ছিলেন  The Modern Period একজন আমেরিকান কবি ।
- তিনি তাঁর কবিতার জন্য Pulitzer prize লাভ করেন
- তিনি ১৯৬০ সালে Congressional Gold Medal লাভ করেন।

তার কবিতাগুলোঃ
- Road not Taken
- Christmas Trees
- A Boy’s Will
- North of Boston
- Nothing Gold Can Stay
- Mending Wall
- Stopping by Woods on a Snowy Evening
- After Apple-picking
- Home Burial.
- Modern period দুটি ছোট সময়কালে বিভক্ত।
- যেমন:
1. The Edwardian period: 1901-1910
2. The Georgian period: 1910-1936
  • বার্ট্রান্ড রাসেল (১৮ মে ১৮৭২ – ২ ফেব্রুয়ারি ১৯৭০) ছিলেন একজন ব্রিটিশ দার্শনিক, যুক্তিবিদ, গণিতজ্ঞ, ঐতিহাসিক, লেখক, সমাজ-সমালোচক এবং রাজনৈতিক কর্মী।
  • তবে, ১৯৫০ সালে সাহিত্য বিভাগে নোবেল পুরস্কারে ভূষিত হন তিনি। প্রথম বিশ্বযুদ্ধের সময় যুদ্ধবিরোধী বক্তব্য দেওয়ার জন্য তাকে ৬ মাস কারাভোগ করতে হয়।
  • বাংলা সাহিত্যে মোতাহের হোসেন চৌধুরীকে বার্ট্রান্ড রাসেলের ভাবশিষ্য বলা হয়; তার ‘সুখ’ গ্রন্থটি বার্ট্রান্ড রাসেলের The Conquest of Happiness এর অনুবাদ। 

বার্ট্রান্ড রাসেলের বিখ্যাত কিছু গ্রন্থ:
- The Elements of Ethics
- Human Knowledge
- The Problems of Philosophy
- Introduction to Mathematical Philosophy
- Religion and Science
- Marriage and Morals
- The Impact of Science on Society


- R.K. Narayan হচ্ছেন একজন modern period এর লেখক।
- তার পুরো নাম: Rasipuran Krishnaswami Lyer Narayanswami
- তার সাহিত্যের কাল্পনিক শহর ছিল Malgudi
- তিনি ছিলেন একজন ভারতীয় লেখক
- তার উল্লেখযোগ্য উপন্যাস হচ্ছেঃ
Swami and Friends
The Bachelor of Arts
The Guide
The Financial Expert
The English Teacher
Grandmother's Tale

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- Boris Paternak হচ্ছেন Modern Period এর লেখক।
- তিনি একজন রুশ কবি ও ঔপন্যাসিক।
- Doctor Zhivago নামক Novel এর জন্য তিনি ১৯৫৮ সালে নোবেল পুরস্কার লাভ করেন।
- তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম হচ্ছে: My Sister Life, The Second Birth, Childhood etc.
- Robert Frost ছিলেন  The Modern Period একজন আমেরিকান কবি ।
- তিনি তাঁর কবিতার জন্য Pulitzer prize লাভ করেন
- তিনি ১৯৬০ সালে Congressional Gold Medal লাভ করেন।

তার কবিতাগুলোঃ
- Road not Taken
- Christmas Trees
- A Boy’s Will
- North of Boston
- Nothing Gold Can Stay
- Mending Wall
- Stopping by Woods on a Snowy Evening
- After Apple-picking
- Home Burial.
- O. Henry এর The Gift of the Magi গল্পটি Della এবং Jim-এর ভালবাসা এবং ত্যাগের উপর ভিত্তি করে তৈরি। যদিও তারা দুজনেই একে অপরের জন্য মূল্যবান কিছু কিনতে চেয়েছিল, ত্যাগের মাধ্যমে তারা তাদের ভালবাসার প্রকৃত গভীরতা দেখিয়েছে।
- উপহারের জন্য অর্থ জোগাড় করতে, Della তার সুন্দর লম্বা চুল বিক্রি করে এবং Jim-এর প্রিয় পকেট ঘড়ির জন্য একটি চেইন কিনে। অন্যদিকে, Jim তার পকেট ঘড়িটি বিক্রি করে Della-এর চুল সাজানোর জন্য কয়েকটি দামী চিরুনি কিনে। যখন তারা উপহারগুলো বিনিময় করে, তখন তারা উপলব্ধি করে যে, তাদের উভয়ের ত্যাগের কারণে এই উপহারগুলো ব্যবহার করা সম্ভব হবে না, তবে তারা তাদের ভালবাসা এবং একে অপরের জন্য করা ত্যাগের মূল্য বুঝতে পারে।
- Pearl S. Buck  হচ্ছে একটি আমেরিকান লেখক
- তাঁর পুরো নাম হচ্ছে Pearl Sydenstricker Buck
- তাঁর আরেকটি Chinese নাম হচ্ছে  Sai Zhenzhu
- তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম হল - The House of Earth, All Men Are Brothers ,This Proud Heart ,The Patriot etc.
- বেগম রোকেয়া (৯ ই ডিসেম্বর, ১৮৮০-৯ই ডিসেম্বর, ১৯৩২)  
- মুসলিম নারীজাগরণের অগ্রদূত৷
- গ্রন্থ: মতিচুর, অবরোধবাসিনী  
- উপন্যাস: পদ্মরাগ, Sultana's Dream (এটি ইংরেজিতে লেখা তাঁর একমাত্র উপন্যাস) 

- Bertrand Russel হচ্ছে The Modern Period এর একজন লেখক।
- তাঁর পুরো নাম Bertrand Arthur William Russell
- তিনি একজন modern philosopher
- তিনি ১৯৫০ সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন।
- বাংলা সাহিত্যে মোতাহার হোসেন চৌধুরীকে বারট্রান্ড রাসেলের ভাব-শিষ্য বলা হয়। তাঁর সুখ গ্রন্থটি বারট্রান্ড রাসেলের 'Conquest of Happiness' এর অনুবাদ।  
- তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম হচ্ছে: Art in the World, Marriage and Morals, Conquest of Happiness, Political Ideals etc
• A. P. J. Abdul Kalam ছিলেন Modern English Period এর সাহিত্যিক।
• পুরো নাম- আবুল পাকির জয়নুল আবেদিন মু. আব্দুল কালাম
• তিনি ভারতের ১১তম রাষ্ট্রপতি এবং চতুর্থ মুসলিম রাষ্ট্রপতি
• জন্ম : ১৫ অক্টোবর ১৯৩১; মৃত্যু ২৭ জুলাই, ২০১৫ (৮৪ বছর)
• জন্মস্থান: রামেশ্বর, তামিলনাড়ু, ভারত
• উপাধি: মিসাইলম্যান, স্বপ্নের ফেরিওয়ালা

• Famous books:
(i) Wings of Fire (An Autobiography; তবে India Wins Freedom
(ভারত স্বাধীন হল) গ্রন্থটি লিখেছেন মাওলানা আবুল কালাম আজাদ)
(ii) Ignited Minds
(iii) Inspiring Thought
(iv) The Luminus Sparks
(v) Turning Points (তবে Decision Points গ্রন্থটি জর্জ ডব্লিও বুশের লেখা)
(vi) You are Born to Bloom
(vii) Target 3 Billion (তবে Four Million নামে O' Henry'র একটি বিখ্যাত ছোটগল্প রয়েছে)।
(viii) Indomitable Spirit
(ix) My Journey (তবে A Journey গ্রন্থটি লিখেছেন টনি ব্লেয়ার)
'The luncheon' হলো William Somerset Maugham- এর একটি satire । কারণ এই satire (ব্যঙ্গরচনা) এ লেখক তাঁর ব্যক্তিগত জীবনের হাস্যরসাত্মক ও করুন ঘটনার অবতারণা করেছেন। মোট কথা, তিনি এখানে গভীর হাস্যরসের সাথে একজন মানুষের অসহায়তা আর বিপন্ন তুলে ধরার একটি satire হিসেবে দাঁড় করিয়েছেন।
- The Oldman and the Sea হচ্ছে একটি ছোট উপন্যাস
- এটি রচনা করেছেন আমেরিকান লেখক Ernest Hemingway
- তিনি এই উপন্যাসের জন্য নোবেল পুরস্কার পেয়েছেন
- তাঁর অন্যান্য উপন্যাসসমূহ -The Old Man and The Sea, The Sun Also Rises, For Whom the Bell Tolls ইত্যাদি
• Rudyard Kipling একজন ভারতীয় বংশোদ্ভূত ইংরেজ সাংবাদিক,ছোট গল্পকার, কবি ও ঔপন্যাসিক ।
• 1970 সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পান।
• তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম হল -
Kim, The Jungle Book (Short Story), Plain Tales from The Hills, The Tomb of His Ancestors, The Man who was, The Mark of the Beast, etc.

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- O' Henry হলেন The Modern Period এর লেখক।
- O' Henry ছিলেন একজন আমেরিকান লেখক ।
- তাঁর আসল নাম হল - William Sidney Porter .
- তিনি মূলত একজন ছোট গল্পকার ।
- তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম হচ্ছে -The Gift of The Magi , A Retrieved Reformation ,Sixes and Sevens ,Roads of Destiny ,The Duplicity of Hargraves .
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0