Solution
Correct Answer: Option B
- Wizard অর্থ: পুরুষ জাদুকর।
- এর স্ত্রীলিঙ্গ বা Feminine gender হলো Witch (জাদুকরী)।
- Wizardess শব্দটি সাধারাণত ব্যবহৃত হয় না বা স্বীকৃত নয়।
- Female-wizard বলতে একজন মহিলা জাদুকরকে বোঝানো গেলেও এটি gender form নয়।
- Acrobat হলো কসরতকারী বা শারীরিক কৌশলে পারদর্শী ব্যক্তি, লিঙ্গভেদ নয়।