'সুবর্ণ মধ্যক' ধারনার প্রবর্তক কে? 

A এরিস্টটল 

B জেরেমি বেন্থাম 

C প্লেটো 

D সক্রেটিস 

Solution

Correct Answer: Option A

- গোল্ডেন মিন ( Golden Mean ) বা সুবর্ণ মধ্যক একটি দার্শনিক পরিশব্দ, যার মাধ্যমে গ্রিক দার্শনিক এরিস্টটল দুটি চরমপন্থার মধ্যবর্তী অবস্থাকে বুঝিয়েছেন ।
- এ ধারনার প্রবর্তক এরিস্টটল ।
- যেমন- একদিকে সম্পদের প্রাচুর্য এবং অন্যদিকে খুবই অভাব, এ দুটি অবস্থার মাঝামাঝি অবস্থাই হলো গোল্ডেন মিন ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions