ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মূল উদ্দেশ্য কোনটি ?

A জনগণের মধ্যে ক্ষমতাবণ্টন করা

B জনগণের যা খুশি তাই করার প্রবণতা রোধ করা

C জনগণের কাজের স্বাধীনতা খর্ব করা

D জনগণের অধিকার ও স্বাধীনতা রক্ষা করা

Solution

Correct Answer: Option D

ক্ষমতা স্বতন্ত্রীকরন নীতির অর্থ হলো- যে-কোনাে স্বাধীন রাষ্ট্রের সরকারের তিনটি বিভাগ যথা— শাসন বিভাগ, আইন বিভাগ এবং বিচার বিভাগ। সরকারের এই তিনটি আলাদা আলাদা বিভাগ যে নীতির দ্বারা স্বাধীনভাবে নিজ নিজ কার্য সম্পাদন করে থাকে, তাকে রাষ্ট্রবিজ্ঞানের পরিভাষায় ক্ষমতা স্বতন্ত্রীকরন নীতি (theory of separation of power) বলা হয়। যেমন—সরকারের আইন বিভাগ আইন প্রণয়ন করে, আইনের প্রয়ােগ করে থাকে সরকারের শাসন বিভাগ এবং ন্যায়ের রক্ষাকর্তা হিসেবে ভূমিকা পালন করে বিচার বিভাগ।
  • ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মূল কথা-
 (১) সরকারের যে বিভাগের যা কাজ, তা সেই বিভাগেরই করা দরকার।
(২) এক বিভাগের কাজ আর-এক বিভাগের করা উচিত নয়।
(৩) এক বিভাগের কাজ অন্য বিভাগ দ্বারা নিয়ন্ত্রিত হওয়া উচিত নয়।
(৪) একই ব্যক্তির একাধিক বিভাগের সঙ্গে জড়িত থাকা উচিত নয়। 

ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মুখ্য প্রবক্তা খ্যাতনামা রাষ্ট্রবিজ্ঞানী মন্তেস্কু (Montesquieu)।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions